নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুহু কুহু সুরের খেলা,
বাতাস ছোঁয়া কোকিল্ ডাক,
রাঙ্গা দিদি-দাও ফুল কটা,
বসন্ত এলো,
বসন্ত এলো যে আজ।
ঝরা পাতায় নতুন সবুজ,
রঙ্গীন সুর আর রং এর খেলা,
সাজানো আমি ফুলে ফুলে,
বসন্তে আমি,
আমরা সবাই গোকুল মেলায়।
ছন্দে ছন্দে নুপুর আনন্দে,
বাজাও বাশী কৃষ্ণ তোমার,
বাঁধনহারা বাঁধনছাড়া,
এদিন যে শুধু ভালবাসার ।
আকাশ ভঁরা রং এর মাতন,
সবাই আজ নতুন সাজে,
পুরোনো হোক নতুন হোক,
এ সানাই যে মিলনের।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
ট্রাভেলার মাসুদ বলেছেন: ফাগুনের কবি ছন্দ, দারুন!
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬
নেওয়াজ আলি বলেছেন: অনুপম,
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬
মাকার মাহিতা বলেছেন: ভালো লেগেছে।
সর্বশেষ ছন্দ পতন।
... সানাই সুর নিত্য বাজে ...
এটা হলে কেমন হতো...?
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: আমার কাছে সব ঋতু সমান।