নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়াপাতা

হাসান জামাল গোলাপ

ম্যাপল

হাসান জামাল গোলাপ › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ সঙ্গ

১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

মাঝরাতে আয়নায় তরুণ যুবা দ্যাখে নিজের বিম্ব
কখনো কখনো কুরবানির ব্ল্যাক বেঙ্গল গোট মনে হয়
আঁটি আঁটি পত্রপল্লব কন্ঠসম্মুখে
গলকম্বল আদরে আঁখিপল্লবে জল জমে যায়
সারারাত ডেকে ফিরে, মানুষের সাথে কি কথা তাঁর?
আগামীকালকের মৃত্যুর চেয়ে এই মুহূর্তের সঙ্গই জরুরি।

অন্তর্মুখীন স্বভাব তোমার, বিষণ্নতা সঙ্গী
তবু নির্জনতা কে ভালোবাসে!
উদ্যানে উদ্যানে খুঁজে সমুদ্রের কোলাহল
সিম্ফনিক গর্জন, মনোটনাস হৈচৈ, খোলা আকাশ
হে তরুণ আর কতকাল এই নেশাতুর হাওয়াইআন আনন্দ?

[এক সময়ের মন তোলপাড় করা প্রিয় কবি মোহাম্মদ রফিক উদ্দেশে - এই শালা আমারও মাঝে মাঝে কবি হতে শখ জাগে]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতা মোটামোটি চলনসই। কোরবানীর আগের রাতে পশুর চিন্তা চেতনা কি হয় তা আসলেই ভাবনার বিষয়।

২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০২

হাসান জামাল গোলাপ বলেছেন: ধন্যবাদ পড়বার জন্যে। আশির দশকে বাসায় এক খাসি কুরবানীর জন্য চিলেকোঠায় রাখা হয়েছিল, সে সারারাত ডাকাডাকি করছিল, কেউ গেলেই ডাকা বন্ধ করে তাকিয়ে থাকতো, আমার বোন প্রায় সারারাত তাঁর কাছে গেছিলো। যে পশুর নিঃসঙ্গতা এত কষ্টের সেখানে মানুষের আরো কত ভয়াবহ। তবে অনেকেই নির্জন নিসর্গ নিঃসঙ্গে অনুভব করতে চান।

৩| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: দু চারটি বানান ভুল। এছাড়া ভাল লাগলো কবিতাটা তবে ব্ল্যাক বেঙ্গল গোটের জায়গায় প্রতিশব্দ বসালে আরও ভাল হতো।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২০

হাসান জামাল গোলাপ বলেছেন: ধন্যবাদ, শাইখ সিরাজের কিছু documentary দেখার পরে শব্দটি মনে ধরেছিল। আমি আসলে কবিতা লিখতে পারি না, তবে কবিতা পড়ি।

৪| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২০

হাসান জামাল গোলাপ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনিবার্য মৃত্যুর পূর্বরাত্রে একজন মানুষের সঙ্গ ব্ল্যাক বেঙ্গল গোটের জন্য কতটা জরুরি তা জানি না, তবে নেশাতুর হাওয়াইয়ান আনন্দে বিভোর তরুণের জন্য একজন উপযুক্ত সঙ্গীর প্রয়োজন রয়েছে।
অনেকেই নির্জন নিসর্গ নিঃসঙ্গে অনুভব করতে চান - পর্যবেক্ষণ সঠিক এবং কথাটা সত্য।

৬| ২৩ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

হাসান জামাল গোলাপ বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। কবিতাটি ভালো হয়নি, কবিতা লেখা সহজ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.