নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)
আমার সিগারেট অভিজ্ঞতার শুরু ২০০৯ সালের শেষ দিকে,কলেজ শুরু করার পরপরই।কলেজ জীবনের সেই দিন গুলোতে কি রোমান্চকরই না লাগত সিগারেট এর প্রতি টা টান।কলেজের পাশের চা এর দোকান কিনবা বাসার পাশের মাঠে বশে ধুমপান আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছিলো,আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ধুমপান করত বলা ভাল এখনো করে,ধুমপান আমাদের কাছে এতই রোমান্চকর ছিলো যে আমরা দল বেধে গুলিস্তান যেতাম বিভিন্ন ধরনের সিগারেট কিনতে,নিউ মার্কেট থেকেও কিনতাম।নিউ মা্কেট এর দু নম্বর সিড়ির নিচে দুটো সিগারেটের দোকান ছিলো(এখন নেই)সেখান থেকে কিনতাম সবচে বেশী।পল মল দিয়ে শুরু করেছিলাম আমরা সবাই মাঝে গোল্ডলীফ,বেনসন হয়ে মার্লব্রো তে এসে শেষ করলাম।সিগারেট খাবার জন্য দরকারি অনেক এক্সেসরিস ও আমার ছিলো যেমন জিপো...........
আমার অনেক বড় একটা সফলতা ছিলো দীর্ঘদিন ধরে ধুমপান করেও অভিবাভক দের কাছে ধরা না পরা।তবে এক সময় তারা জেনে গেলো,যখন ডাক্তারের কাছে যেতে হলো।না ধুমপান সংক্রান্ত কোন জটিলতা্র জন্য নয় আমার ডায়াবেটিস ধরা পরার পর।ডাক্তার জানতে চাইলেন ধুমপান করি কিনা,বাধ্য হয়ে সত্যি টাই বলতে হল,এ কথা শোনার পর আমার বাবা খুব মুষড়ে পরলেন,২৩ বছর বয়সেই ডায়াবেটিস ধরা পরায় আমি নিজেও ঘাবড়ে গেলাম।ডাক্তার খুব কড়া একটা রুটিন ধরিয়ে দিয়েছেন,চেষ্টা করসি সেটা অনুযায়ী চলতে তাই বিদায় বন্ধু
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯
এইচ তালুকদার বলেছেন: মজা দিতে পেরে আমি আনন্দিত
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২
সকাল হাসান বলেছেন: সিগারেট শুরুর পর্যায়ে খেতে বেশ ভালই লাগে, তবে আস্তে আস্তে আর লাগে না!
আপনি সিগারেট ছাড়ছেন - শুভকামনা রইলো সিদ্ধান্তের প্রতি! দোয়া রাখবো যাতে এই সিদ্ধান্তে অটুট থাকতে পারেন!
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
এইচ তালুকদার বলেছেন: ধন্যবাদ সকাল হাসান
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
মহামহোপাধ্যায় বলেছেন: নতুন করে শুরু করা জীবনের জন্য শুভকামনা রইল।
১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
এইচ তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
শহীদুল ইসলাম অর্ক বলেছেন: অভিনন্দন।
১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
এইচ তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
নুরএমডিচৌধূরী বলেছেন: নতুন করে শুরু করা জীবনের জন্য শুভকামনা রইল।
আপনি নতুন আরেকটা জীবন পেলেন
এবং এটাতে সাক্সেস হলে বাকী জীবনের
সব গুলি সমস্যা আপনাকে বিচলিত করতে পারবেনা
আশা করছি
শুভ কামনা রইল
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এইচ তালুকদার বলেছেন: আপনাকে ধন্যবাদ
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
খেলাঘর বলেছেন:
কলেজে পড়ার সময়, সিগারেট কেনার মতো পয়সা কখনো হাতে না থাকায় ভালো ছিলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
এইচ তালুকদার বলেছেন: ভালো বলেছেন
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
হাসান মাহবুব বলেছেন: ভালো করেছেন। শুভকামনা রইলো।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৪
এইচ তালুকদার বলেছেন: ধন্যবাদ,আমার বাবা কেন যেনো এখনও বিশ্বাস করতে পারছেন না যে আমি ধুমপান ছেড়ে দিয়েছি,এখনও উনি ধুমপানের কুফল সম্পর্কে প্রতিদিন ১০মিনিটের লেকচার শোনাচ্ছেন
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১
মাতাল ভাবনা বলেছেন: মজা পাইলাম আপনার কাহিনি পড়ে ।