নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)
অতিরিক্তসিনেমাটিক হবার কারনে তামিল বা তেলেগু মুভি আমার তেমন পছন্দ হয় নি,আবার এই মুভি গুলোতে ভায়োলেন্স আর ইরোটিক দৃশ্যের ছরাছরি থাকে বলে অনেক সময়ই দেখতে বসে বেশ বিব্রতো হয়েছি,তবে একবারেই যে দেখি না তা নয়,চ্যানেল ঘুরতে ঘুরাতে যদী কখনো সামনে পরে যায় তাহলে .....
কয়েকদিন আগে এরকমি একটা মুভি দেখে ফেললাম "হাম পাচ এক টিম"প্রায় কাছাকাছি নামের মিঠুন চক্রবর্তির একটা মুভি আছে,তবে সেটা নয় আমি যে মুভিটার কথা বলছি সেটা তেলেগু মুভি "রেনিগুনটার" হিন্দী নাম
এই মুভির মুল গল্প টা পাচ জন কিশোর অপরাধী কে নিয়ে,জেল থেকে পালিয়ে যারা চলে আসে রেনিগুনটা নামের এক শহরে,সেখানে তারা কিশোর অপরাধী থেকে পেশাদার অপরাধি হবার সাধনা শুরু করে,পাচ জনের মধ্যে একজন আবার প্রায় নির্দোশ,ভাগ্যের ফেরে জেল,সেখান থেকে বাকি চার জনের সাথে মিলে যায়,এর নাম শক্তি সে এই মুভির ন্যারেটর এবং পুরো মুভিতে কেবল এর নামই জানা যায়,বাকি দের নাম ঠিক হয় শারিরিক আকৃতি দিয়ে যেমন মোটু,ছোটু
বাকি চার জন যেহেতু পেশাদার অপরাধি হবার চেষ্টা করছে,তাই যেকোনো ধরনের অপরাধকে ঘোরোতরো পাপ বলে মনে করা শক্তি ওদের কাছে বোঝা হয়ে ওঠার বদলে ওদের সহানুভুতি পায়,শক্তির দুঃখের কাহিনি শুনে আপাতো দৃষ্টিতে তাদের বিকার না হলেও,দেখা যায় তাদের সবারই বলার মতো একটা কাহিনি আছে,আছে দুঃখ গুলো ভাগাভাগি করে নেবার তীব্র আকাঙ্খা,এর মধ্যে শক্তি আবার একটা বোবা মেয়ে কে ভালোবেশে ফেলে,বাকি চারজন শক্তির ভালোবাশা কে পুর্নতা দেবার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সমাজ সভ্যতার কাছে এদের কোন দাম নেই,নেই এদের দুঃখো গুলো ভাগ করে নেবার কেউ,
মুভির কেন্দ্রীয় চরিএ গুলোর অভিনেতারা সবাই ,টিনেজার তাই এক অর্থে এটাকে টিনেজ মুভি বলা যায়,মুুভির শেষটা অনেকটা অনুমিতই ছিলো,তবে ভায়োলেন্সের ছরাছরি বেশ দৃষ্টিকটু,কিন্তু মুভির শক্তিশালী কাহিনি সব দুর্বলতাই ঢেকে দিতে পেরেছে মুভির মিউজিকের কথা আলাদা করে বলতেই হয়,এক কথায় চমৎকার ।
(লিনক দিতে পারি না)
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২
এইচ তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬
মোঃ সাঈদ উদ্দীন বলেছেন: এখানে মুভিটা দেখতে পারবেন
Click This Link
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৩
এইচ তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩
আবু শাকিল বলেছেন: সাবটাইটেল খোজে পাচ্ছি না বলে মুভি দেখার ইচ্ছা চেপে গেলাম।
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪
এইচ তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০
এইচ তালুকদার বলেছেন: াবটাইটেল,ডাউনলোড এসব ব্যাপারে আমি একদমই শিশু।তাই দুঃখিত আবু শাকিল
৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: মুভিটি দেখা হয়নি।
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১
এইচ তালুকদার বলেছেন: দেখে ফেলুন,খারাপ লাগবে না।
৫| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫১
রুপ।ই বলেছেন: মুভিটি দেখতেি হচ্ছে কি বলেন ?
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫
এইচ তালুকদার বলেছেন: দেখে ফেলুন,খারাপ লাগবে না।
৬| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
খায়রুল আহসান বলেছেন: "এটা ঠিক মুভি রিভিউ নয়" - যতটুকু 'রিভিউ' দিয়েছেন, তাতেই মুভি দেখার আগ্রহ জন্মেছে।
পোস্ট পড়ার পর সদ্য প্রয়াত আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর প্রথম মন্তব্যটি পড়ে ছবি দেখার আগ্রহ আরও বেড়ে গেল।
২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৮
এইচ তালুকদার বলেছেন: প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ। এত পুরনো পোষ্টে মন্তব্য পেয়ে অবাক হলাম। ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর প্রয়ান এর খবর শুনে কষ্ট লাগছে।
আসলে আমি ব্লগ ছেড়েছি প্রায় চার মাস আগে, এ বছরে আজকেই প্রথম ব্লগে এলাম।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মুভির পাঁচ কিশোরের মধ্যে ন্যাংড়া ছেলেটির অভিনয় আমার ভালো লেগেছে। পাঁচ জনই সুঅভিনয় করেছে। এই ছবিতে ভায়োলেন্স কিন্তু আরোপিত নয়, কাহিনীর প্রয়োজনেই এসেছে। তা' ছাড়া বোবা মেয়েটির সাথে কেন্দ্রীয় চরিত্রের কিশোরটির নীরব প্রেম সত্যিই অসাধারণ। শেষে ছেলেটির মর্মান্তিক মৃত্যু দর্শকের মনে দাগ কেটে যায়।
ধন্যবাদ, এইচ তালুকদার।