নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)
২০০৪ সাল থেকেই সেক্স এণ্ড দা সিটি টিভি সিরিজটার নাম শুনে আসছি।পরে এই নামে দুটো ছবিও হয়েছে।যতদূর মনে পরে ২০০৫এ জনকন্ঠে এটা নিয়ে একটা রিভিউও পরেছিলাম,সম্প্রতি এই সিরিজের দ্বিতীয় মুভি টা দেখলাম।যেহেতু নামই এই মুভির বিষয়বস্তু বলে দেয় তাই এ ব্যাপারে আর কিছু বলার আছে বলে মনে হয় না।এই মুভির যে বিষয় টা আমার হযম করতে কষ্ট হয়েছে তা হচ্ছে জীবন সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি,যেমন ক্রিস্টিন ডেভিস এখানে দুই বাচ্চার মা হিসেবে অভিনয় করেছেন এবং তার বাচ্চারা তার কাছে মুর্তিমান আতঙ্ক,এমনকি বাচ্চাদের এই আতঙ্ক থেকে বাচতে তিনি বেবিসিটারের সাথে তার স্বামীর অবৈধ সম্পর্ক মেনে নিতেও রাজী
এই তাকেই আবার দেখা যায় আরবদের একটা এ্যাংরি মব এর কথা পুরোপুরি ভূলে যেয়ে তার বাচ্চাদের জন্য জামা কিনতে।এটা হিপোক্রেসি নয়তো কি।তবে এই মুভির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে আরব দের ভিলেন না বানিয়েই আরব সমজে নারীর অবস্থান তুলে ধরতে পারা।
মুভির অভিনয় শিল্পীরা কমবেশী সবাই চমৎকার অভিনয় করেছেন।বিশেষ করে কিম কেট্রাল তো ফাটিয়ে দিয়েছেন
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৩২
এইচ তালুকদার বলেছেন: দেখে ফেলুন আহসানের ব্লগিং।
২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:১৯
সিস্টেম অ্যাডমিন বলেছেন: মুভিটা দেখিনি , আগে স্টার ওয়ার্ল্ড এ কয়েকটা এপিসোড দেখেছি । তেমন নতুনত্ব কিছু নেই পশ্চিমী ভোগবাদ আর কি !
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৬
এইচ তালুকদার বলেছেন: টিভি সিরিজ এর কথা বলতে পারবো না,তবে এই মুভিতে তারা দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে ডিল করার চেষ্টা করেছে এবং 'দুনিায়াটা মস্ত বড় ঘুরে ফিরে শুট্যিং কর' টাইপের একটা সমাধানও দেেয়ার চেষ্টা করেছে।
৩| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: "এটা ঠিক মুভি রিভিউ নয়" - তা হলেও, মুভিটা সম্পর্কে পাঠকের কিছুটা আগ্রহ জাগাতে পেরেছেন।
২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৩
এইচ তালুকদার বলেছেন: পাঠকের আগ্রহ জন্মে থাকলে আমার লেখা সার্থক
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২১
আহসানের ব্লগ বলেছেন: দেখা হয় নাই ।