নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)
বিশকাপ এর উন্মাদনার প্রথম আঁচ টা পাই ১৯৯৮ বিশ্বকাপ এর সময়,ইউরোপে খেলা হওয়ায় ম্যাচ গুলো শুরু হত অনেক রাতে তাই একটা খেলাও পুরোপুরি দেখা হয় নাই,৯৮ এর বিশ্বকাপ এর কথা মনে পরলেই শুধু চোখে ভাসে হল্যাণ্ড এর অদ্ভুত দর্শন ডিফেণ্ডার এর কথা যিনি সানগ্লাস পরে খেলতেন।সিরিয়াসলি বিশ্বকাপ দেখা শুরু হয় ২০০২থেকে,কোরিয়া জাপান এ অনুস্ঠিত হওয়া সেই বিশ্বকাপ আমার কাছে স্মরনিও হয়ে থাকবে অলিভার কান এবং জার্মানি আর সাউদি আরব এর ৮ গোল এর ম্যাচ এর জন্য,অবশ্য ঔ বিশ্বকাপ থেকেই আমি সেনেগাল এর বিশাল ভক্ত হয়ে যাই এখনো ইপিএল,লালিগা বা সিরি আ এর টিম গুলো তে সেনেগাল এর খেলোয়ার দের খুজি ,তবে আমার দেখা সবচে সুন্দর ম্যাচ টি আসে ২০০৬ এর বিশ্বকাপ এর সেমিফিনালে,ইতালি এবং জার্মানি মধ্যকার সেই ম্যাচ টি এখন পর্যণ্ত আমার দেখা সবচে সুন্দর ম্যাচ,যদিও সেই মাতছ এ জার্মানি হেরে যাওয়ায় কস্ষ পেয়েছিলাম,তবে দেল পিয়েরোর সেই দুই গোল এখনো আমাকে মুগ্ধ করে রেখেছে,২০১০ বিশ্বকাপ এর হল্যান্ড আর ব্রাযিল ম্যাচ টিও অনেক উপভোগ্য ছিল বাট ইতালি জাার্মানির সেই ম্যাচ টি আমার মতে বিশ্বকাপ এর সেরা ৫টা ম্যাচ এর একটা
(বি;দ্র;জার্মানির জন্য অনেক অনেক শুভকামনা)
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৭
এইচ তালুকদার বলেছেন: তাহলে তো আপনি বিশ্বকাপের ব্যাপারে একজন এক্সপার্ট।
২| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: লেখাটা আরেকটু বড় হলে ভাল হতো।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৪ ভোর ৫:২৮
রাজিব বলেছেন: আমার দেখা সেরা ম্যাচ ১৯৮৬ সালে ফ্রান্স বনাম ব্রাজিল