নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

একেই বলে গণতন্ত্র (Democracy)

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৯



কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

#collected

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টা ক্লিয়ার হতে পারলাম না।

২| ২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

ঢাকার লোক বলেছেন: গণতন্ত্র সম্বন্ধে কবি ইকবালের এক বিখ্যাত উক্তি, "২০০ গাধার নিকট থেকে একজন মানুষের সমান বুৎপত্তি আশা করা যায় না !" গণতন্ত্রের সুফল পেতে হলে দরকার সচেতন জনগণ। এক প্যাকেট বিরিয়ানী পেয়ে যদি আমাদের ভোট বেচে দেয়ার মানসিকতা বদলাতে না পারি তো এর সুফল পাওয়া দুস্কর। তদুপরি, সর্বজনপরিচিত ক্রিমিনালদের নির্বাচনে প্রতিযোগিতা করার পথ রুদ্ধ করার কোনো instrumnet ইন্ট্রোডিউস করতে না পারলে গণতন্ত্র কোনো ভালো কিছু আনবে আশা করা বৃথা !

৩| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজের চোর, ডাকাত, টাউট, বাটপার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, নিপীড়ক, ধান্ধাবাজ, বিবেকহীন, নীতিহীন মানুষ, নারী নির্যাতনকারী, নারী পাচারকারী, কালোবাজারি, নেশাখোর, ইয়াবা ব্যবসায়ী, ছাত্রলীগ সবার ভোট দেয়ার অধিকার আছে। একজন সৎ লোকের ভোটের ওজন আর একজন অসৎ লোকের ভোটের ওজন সমান। সমাজে খারাপ লোকের পরিমান বেড়ে গেলে ভোটের মাধ্যমে সঠিক লোককে নির্বাচিত করাও কঠিন হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.