নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
এটা আমাদের লিলি। ও জলে ভাসা পদ্মের মত তাই নাম রেখেছি লিলি। তখন বয়স আর কতই বা হবে সাত থেকে ১০ দিন মাত্র। কেউ একজন ছোট বাচ্চাটাকে কাপড়ের ব্যাগে ঢুকিয়ে ফেলে দিয়েছিল । ওয়ালের উপর তার কাটায় লটকে ছিল সারারাত। প্রচন্ড ঝড়ে কেটেছিল তার রাত্রি। সকালে তাকে আমি অনেক কষ্টে উদ্ধার করি। সেই থেকে আমাদের সাথেই আছে। আমাদেরই পরিবারের একজন। আমার এলাকায় অনেকের দামী দামী পোশা বিড়াল আছে কিন্তু তাদের ভিড়ে লিলিকে এলাকায় অনেকেই চিনে। এমনকি অনেকে তার খোঁজ খবরও নেয়। আমার মেয়েরা তাকে সাইকেলের সামনের বক্সে বসিয়ে এলাকায় ঘুরে বেড়ায়, সে দেখতে খুবই কিউট হওয়ার অনেকে তাকে আদর করে যায়। আমাদের সাথে অলরেডি সে কয়েক জেলায় ঘুরেও এসেছে। তার প্রিয় খাবার হচ্ছে চকলেট, মিষ্টি,আম, লাবান, মুরগির কলিজা, কেক, খেজুর তার খুবই প্রিয় আর ক্যাটফুড তো আছেই। তাকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়। মেজাজ খারাপ হলে সে আমাদেরকে দৌড়ানি দেয়।
২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২০
আরোগ্য বলেছেন: আমি যতদূর জানি ক্যাটফুড খাওয়ালে ক্ষতি হয়। বাহ্ আপনাদের লিলি তো ফলও খায়।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: আমার ভাগ্নী একটা বিড়াপ পুষে। তার নাম লিলি।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮
নাহল তরকারি বলেছেন: আমি বিলাই ভালোবাসি। আমি এক কোটি টাকার চেক হাতালেও যে শান্তি লাগবে, তার চেয়ে কোটি কোটি গুন শান্তি লাগবে বিড়াল টিপতে।