নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
এমন একটা সময় ছিল যখন ব্লগে হাই বললে জনা দশেক হাই-হেল্ল কমেন্টস করত, লাইক দিত । কিন্তু এখন মানুষের মধ্যে আগের মত সেই আবেগ আর নাই। সবাই ব্লগ পড়ে আস্তে আস্তে কেটে পড়ে। লেখা বড় হলেত কথাই নাই ! আগের মত সেই তরক-বিতরক আর হয় না। অনেক কিছু লিখতে ইচ্ছা করে কিন্তু আমার নিজেরও লিখতে তেমন ভাল লাগেনা। তাই ঠিক করেছি জিবনের ছোট ছোট ঘট্না গুলি সাবার সাথে শেয়ার করব।কারো কারো ভাল লাগতেও পারে।আসা করি বিষয় ভিত্তিক ছোট্ট ছোট্ট কমেন্টস করবেন বা লাইক দিবেন।কারো ভাল না লাগ্লে আস্তে করে কেটে পরবেন আশা রাখি ।
সাজনা ডাটা আমার খুব প্রিয় । অফিস থেকে ফেরার পথে হাফ কেজি সাজনা ডাটা কিনলাম ৪০ টাকা দিয়ে। একটু দূরে আসতেই এলাকার মাছ বাজার। ভাবলাম , সবসময় তো ডাল দিয়েই খাই আজ এক্টু মাছ দিয়ে খেলে কেমন হয়? তাই পরিচিত মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করলাম ভাই, সাজনা ডাটা কোন মাছ দিয়ে রান্না করলে ভাল হবে? মাছ বিক্রেতা ঝটপট উত্তর দিল ভাই, শোল মাছ দিয়ে রান্না করলে ভাল হবে। দেখলাম সে শোল মাছ নিয়ে বসে আছে। পাশে আরেক জন বসে আছে টেংরা আর পাবদা মাছ নিয়ে। সে বলল, ভাই টেংরা মাছ নিয়ে যান, ঝোল করে রান্না করলে সেই রকম টেস্ট । আর ইলিশ মাছ নিয়ে বসা লোকটা বলল, ইলিশ মাছ দিয়ে একবার রান্না করে দেখেন আবার আসবেন ! তাদের কথা শুনে না হেসে পারলাম না। আমার হাসির শব্দে তারাও হাসতে লাগলো। পরে পাবদা মাছ নিয়েই বাসায় ফিরলাম । যদিও শেষ পরজন্ত আবার ডাল দিয়েই সাজনা ডাটা রান্না হল।
কি বুজলেন ভাল লাগ্লে কমেন্টস করেন।বানান ভুল হলে ক্ষমা করবেন।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২
হাসানুর বলেছেন: কন কি ! কোন ডাকাইতেগো দেশে থাকেন ? অস্ট্রেলিয়া নাকি ?
২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো দেখি খাদ্যবিশারদ! তা কেমন লাগল আপনার সজনে-ডালের তরকারি?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪
হাসানুর বলেছেন: আবার খাওয়ার আশা রাখি।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্ট দিলেন তো ছয় মাস পরে। ব্যস্ত নাকি??
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
হাসানুর বলেছেন: ভাই চাকরি করি। তা ছাড়া আগের মত রেসপন্স নাই।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
নীল মনি বলেছেন: আমার তো খিদে পেয়ে গেল জরিমানা দেন
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮
হাসানুর বলেছেন: মালিবাগ মোড়ে সজনে বিক্রি হয়, আমার নাম বলে হাফ কেজি সজনে নিবেন, পরে টাকা দিয়ে দিব।
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১
চাঁদগাজী বলেছেন:
প্রবাসে সাজনার এত দাম কেন? আমার কিশোরকালে ঢাকা ট্রাংকরোডে একটা সাজনা গাছ ছিল, এখন নেই; এলাকার হিন্দু পরিবারেরা সেই গাছ থাকে সাজনা নিতেন।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০
হাসানুর বলেছেন: আগের ঢাকা কি আর আছে ?
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৯
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সুপার ফুড
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১
হাসানুর বলেছেন: সে কি ! আপনাকে তো আমার কপি মনে হচ্ছে ! সংগেই থাকবেন।
৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে ব্লগে আসবেন তা না হলে তো সবার সাথেই দূরুত্ব তৈরী হবে।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬
হাসানুর বলেছেন: সময় করে আসব ।
৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১
নীল মনি বলেছেন: থাকি যশোর, মালিবাগে যেতে যেতে জরিমানার পরিমাণ বেড়ে যাবে তো! খাজনার চেয়ে বাজনা বেশি আর কি
৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাজনা ডাল দিয়েই ভাল হয়।
শুটকির সাথেও যায় । সাজনা তেমন খাওয়া হয়না।
ধন্যবাদ।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০
হাসানুর বলেছেন: ডালের সাথে কয়েক টুকরা গোস্ত দিলে আরও জোস হয়।
১০| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: আমার জীবনে আমি সাজনা খাই নি।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০২
সোহানী বলেছেন: সজনে আমার অসম্ভব প্রিয়। ....
ভাইজান ৪০ টাকা দিয়ে কিনলেন। আর আমি গতকাল এখানে এক পাউন্ড কিনেছি ৯ ডলার.. মানে ৯*৬৫=৫৮৫ টাকা দিয়ে. .......হাহাহাহাহাহা বুঝেন শখের দাম কি!!!