নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি?
শিক্ষক: কর!
ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন?
শিক্ষক: জানি না তো!
ছাত্র: খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢোকাবেন, ব্যস। আরেকটা প্রশ্ন..
শিক্ষক: কি?
ছাত্র: একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতর রাখবেন?
শিক্ষক: খুব সহজ, ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দেব, ব্যস।
ছাত্র: হয়নি স্যার, আগে হাতিটাকে বের করতে হবে তারপর.. !!
শিক্ষক: ওহহহো...তাইতো!!
ছাত্র: স্যার আরেকটা প্রশ্ন.. বনের সমস্ত পশুপাখি সিংহমামার জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছে কিন্তু একজন ছাড়া। সেটা কে?
শিক্ষক: মনে হয় বাঘ! কারন একজন আরেকজন কে দেখতে পারে না।
ছাত্র: হয়নি স্যার, এটা হবে গাধা
কারন সে তো এখনো ফ্রিজের ভিতর।
শিক্ষক: আমার সাথে মজা করা...না!
ছাত্র: না স্যার, আরেকটা শেষ
প্রশ্ন...
প্লীজ স্যার।
শিক্ষক: আচ্ছা বল..।
ছাত্র: জঙ্গলের ভেতর একটা নদী, যাতে অসংখ্য কুমীর থাকে, সেটা
আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে?
শিক্ষক: কোন অবস্থাতেই সম্ভব না
তবে একটি বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে।
ছাত্র: এটাও হয়নি স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারন কুমীর গুলোও সিংহের জন্মদিনে গিয়েছে
শিক্ষক: হতচ্ছাড়া, তোর জন্মদিন ভুলিয়ে দেব
(Collected)
২| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০
ভিশন ২০৩০ বলেছেন: ভালো হয়েছে। আইকিউ টাইপের।
৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
জোকস বলেছেন: আহত বাঘ পড়ে আছে রাস্তার মাঝখানে। পাশ দিয়ে যাচ্ছিল খরগোশ।
বাঘকে দেখে কাঁপতে কাঁপতে বলল সবিনয়ে- হু- হু- হুজুর, আপনি রাস্তার মাজখানে শুয়ে আছেন যে? আজ সিংহমামার জন্মদিনে নিমন্ত্রণ খেতে যাবেন না??
-শুয়ে আছি কি আর সাধে রে? গুলি খেয়েছি।
-তাই বলে হারামজাদা গোটা পথ জুরে তোকে শুয়ে থাকতে হবে?
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক আগে পড়েছিলাম। তবুও ভালো লাগলো।