নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
কাল আমার মেয়ের জন্মদিন। গত কয়েক দিন থেকে মেয়েটা অনবরত জিজ্ঞাস করে যাচ্ছে বাবা হ্যাপি বার্থডে হবেনা? কাল ২৫-০২-১৫ বয়স দুই বছর হবে।
প্রথম বার্থডে তার দাদা বাড়িতে হয়েছিল সেকেন্ড বার্থডে এবার তার নানা বাড়িতে হবে। তার নানা তার ছবি সহ বিশাল বার্থডে পোস্টার করে এনেছে !
মেয়েটা আমার ভীষণ দুস্তমি করে। কয়েক দিন আগে তার ছোট খালাকে বলেকি, আনতি তোমার মাথায় উকুন আছে কি? সবাইত হাসতে হাসতে অস্থির !
এইতো সেইদিন রাত চারটার সময় ঘুম থেকে উঠে পড়ল, বলে কিনা ঘুম শেষ! আমরা তো হতভম্ব ! অনেক বুঝেয়ে আবার ঘুম পারালাম।
এর দুদিন পর রাত তিনটার সময় আবার ঘুম থেকে জেগে আমাদের ও জাগিয়ে তুলল বলে কিনা বাবা কোক খাব ! দেখেন অবস্থা...
মেয়েটা কেমন যেন একটু অলস হয়েছে...তার মা বলে আমার মত নাকি। বললাম মা তুমি কেমন আছো? প্রথম তো বলতে চাই না, কয়েক বার জিজ্ঞাস করাতে বলল, আম্মু বলবে!
বাসায় থাকলে সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে...বাবা কলে নাও...বাবা কলে নাও ! এখন শুরু হয়েছে নতুন খেলা, মাঝে মাঝে আমাকে মা আর তার মাকে বাবা বলে ডাকে। দেখেন অবস্থা...
তার ছোট একটা জায়নামাজি আছে, আমরা নামাজ পরতে বসলে সে ও নামাজ পরতে বসে যায়। সবাই তার জন্য দোয়া করবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫
হাসানুর বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মেয়ের নামই তো বল্লেন না!
অনেক অনেক শুভ কামনা রইল ছোট্ট সোনামণির জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
হাসানুর বলেছেন: মেয়ের নাম নুসাইবা নুর,
ধন্যবাদ
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল সোনামনির জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
হাসানুর বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
এনামুল রেজা বলেছেন: মাশাল্লাহ। আপনার পিচ্চির জন্য দোয়া রইলো ভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
হাসানুর বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৮
তিথীডোর বলেছেন: উলি বাবা!!!!!!!!!!!!!!!!!!!!!!...কি কিউট!
৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫
শায়মা বলেছেন: এটা পুরাই একটা পুতুলসোনা।
আর বুঝাই যাচ্ছে নাম্বার ওয়ান পাক্কুবুড়ি একটা।