নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
বর্তমানে জামাত-বিএনপির জালাও - পোরাও আর সরকারের অনমনীয় রাজনিতির কারনে প্রতিদিন যানবাহনে পেট্রোল বোমা মারা হচ্ছে ! এতে নিরিহ জনগন পুড়ে মরছে ও যানবাহনের ক্ষতি হচ্ছে।
তাই আমরা ছোট একটা প্রতিরোধ মুলক বেবস্থা নিতে পারি। প্রতিটি ছোট গাড়ির জন্য ১ টা এবং বড় গাড়ির জন্য ২ টা portable fire extinguisher রাখা বাধ্যতা মুলক করা হোক।
প্রতিটি ড্রাইভার ও হেল্পেরকে extinguisher ব্যবহার এর উপর ট্রেনিং দিতে হবে ।
আইনশৃঙ্খলা বাহিনি কেও পর্যাপ্ত পরিমানে portable fire extinguisher সরবরাহ করতে হবে। আমরা দেখতে পাই আইনশৃঙ্খলা বাহিনি শুধু অস্র হাতে নেয়া টহল দেয়। তাদের কারো কারো হাতে যদি portable fire extinguisher থাকে তবে তারাও সহজে কোন ঘটনা ঘটলে সাহায্য করতে পারবে নয়ত ফায়ার বিগ্রেট এর জন্য অপেক্ষা করতে হবে ।
ঝুকিপূর্ণ স্হানে রাস্তার পাশে কোন নিদিস্তি দোকান বা প্রতিষ্ঠানে সরকার করতিক portable fire extinguisher স্হাপন করতে হবে যেন নিদিষ্ট বেক্তি দরকারের সময় extinguisher ব্যবহার করতে পারে ।
এছাড়া জনগন কে সচেতন করতে হবে এবং তাদের ও portable fire extinguisher ব্যবহার শেখানোর জন্য ছোট ছোট ত্রাইনিং এর বেবস্থা করতে হবে ।
বানান ভুলের জন্য ক্ষমা করবেন ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪
হাসানুর বলেছেন: আপনি ছাড়া কেঊ তো কিছু বলছেনা !
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫
একজন সত্যবাদী বলেছেন: খুবই দরকারি পোস্ট