নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

মনে এতো প্রশ্ন কেন ?(আগে লিখলে অনেক LIKE পেতাম, এখন পাইনা কেন ?) কেন ? কেন ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

আ' লীগ ৯৫,৯৬,২০০২,০৫ সালে SSC,HSC পরীক্ষার সময় হরতাল দিয়েছ, এখন তারা এর বিপক্ষে বলছে ! আমরা দেখছি বিএনপি ও বর্তমানে পরীক্ষার সময় হরতাল দিচ্ছে ! তাহলে দেখছি আ' লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ ! তাই আ' লীগ এর মত বিএনপি কে সাপোর্ট করার কোন কারন দেখছি না। কারন আছে কি ?



ব্যারিস্টার আন্দালিভ facebook এ আ' লীগ এর পরীক্ষার সময় হরতাল নিয়া বিশাল স্ট্যাটাস দিয়াছেন তাদের সমালোচনা করছেন কিন্তু বিএনপি ও যে সমঅপরাধি সে বিষয়ে কোন কথা না বলে উলটো সমবেদনা জানিয়াছেন ! কি বিচিত্র তার রাজনীতি ! তার ব্রেইন সম্ভবত ডান পাশে কাজ করেনা ! করে কি ?



রাজনীতিবিদরা গনতন্ত্রর জন্য জনগণকে পুড়িয়া মারে কিন্তু গনতন্ত্রর জন্য নিজের গায়ে বা তাদের পরিবারের কারো গায়ে আগুন দেইনা কেন ?



রাজনীতিবিদরা জনগনের যানবাহনে আগুন দেই , এটা কি তাদের গনতান্ত্রিক অধিকার?



শুধু উন্নয়ন করাই কি সরকারের কাজ ?



জনগন কি ভোটের মাধ্যমে তাদের গনতান্ত্রিক অধিকার সরকারকে চিরো বন্দোবস্ত দিয়া দেই নাকি ?



আ' লীগ, বিএনপি উভয় রাজনৈতিক দল বলে জনগণ তাদের সাথে আছে ! আসলে জনগণ কার সাথে আছে?



কোন মনীষী যেন বলেছেন , কোনো দেশের জনগণকে দেখলেই বুঝা যায় তার সরকার

ব্যাবস্হা কেমন ! তিনি কি আসোলেই ঠিক বলেছেন ?



যে যুদ্ধ অপরাধীই ধরা হয় সে নিজেকে নির্দোষ দাবী করে ! আসলে দেশে কি কোণ যুদ্ধ অপরাধী আছে ! তাহলে গোলাম আজোম, নিজামী এরা কারা ?



কি আজব দেশ !



আগে লিখলে অনেক LIKE পেতাম, এখন পাইনা কেন ?



কি আজব আমার বানান ও লেখা !









মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

নিলু বলেছেন: আসলেই চিন্তার বিষয় , লিখে যান

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

হাসানুর বলেছেন: পারতাম না, কষ্ট লাগে !

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

একজন সত্যবাদী বলেছেন: ছোটবেলায় আমার মনেও এমন অনেক প্রশ্ন জাগত ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

হাসানুর বলেছেন: তার মানে আপনি এখন অনেক বড় হয়ে গেছেন ! এবং উত্তর ও হয়ত জানেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

রাফা বলেছেন: কারন এখন না লিখেই লাইক চান তাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

হাসানুর বলেছেন: শুধু লিখলেই কি আর লাইক পাওয়া যায় ! ১ টা লাইক পেয়েছি, আপনি দিয়াছেন বোধয় !

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

শহিদুল বলেছেন: ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামীলীগ নিসংসতার নতুন নতুন পথ আবিষ্কার করে পরবর্তিতে বিএনপি সেই একই পথে হেটে যায়, সাথে জামাত থাকায় আরো একষ্ট্রা নিসংস কিছু যোগ হয়। আর আমরা সাধারন জনগণ এই দুই দল ছাড়া কিছুই বুঝি না! আমরা সারা জীবন ঝগড়া করেই কাটাইয়া দেই কে কার চেয়ে কম খারাপ সেইটা নিয়া। তাই আমাদের ভাগ্যে একপ্রকার নির্ধারিতই থাকে উনাদের লগিবইঠার বাড়ি এবং পেট্রোলবোমার আগুন!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

হাসানুর বলেছেন: আমাদের জনগনের আজ্ঞতার কারনেই সরকার ও বিরোধী দলের এই ভয়ঙ্কার রুপ !
(কোনো দেশের জনগণকে দেখলেই বুঝা যায় তার সরকার ব্যাবস্হা কেমন !)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.