নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
কোন মনিষী যেন বলেছিলেন, কোন দেশের জনগণ কে দেখলেই বুঝা যায় তাদের সরকার ব্যবস্থা কেমন । শুধু শুধু সরকারকে দোষ দিয়া কি লাভ এই সরকার তো আমাদেরই সৃষ্টি । জাতিগত ভাবে আমরা অনেক নষ্ট হয়ে গেছি । সামান্য গুজবে কান দিয়ে আমরা নিজেদের সম্পদ ধ্বংস করে ফেলি, মানুষ কে পুড়িয়ে মারতে আমাদের একটুও বিবেকে বাধেনা ! ভণ্ড রাজনিতিবিদ দের মিষ্টি কথায় আমরা ঝাপিয়ে পড়ি পৌশাষিক উল্লাশে ! আমরা বড় স্বার্থপর হয়ে গেছি । আমাদের কপালে অনেক দুঃখ আছে । এখন আল্লাহ্ই আমাদের একমাত্র ভরসা।
বাশেরকেল্লা নামক একটা পেইজে দেখলাম শেখান হচ্ছে কিভাবে পেট্রোল বোমা বানাতে হয়, কিভাবে রেললাইনের স্লিপার খুলে ফেলতে হয় ! কিভাবে পুলিশকে আক্রমণ করতে হবে ! তাতে কাজও হয়েছে। আজ পেট্রোল বোমার মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে জনতা, রাতের আাঁধারে রেলের স্লিপার খুলে ফেলাতে ট্রেনগুলো পথ হারাচ্ছে, আহত হচ্ছে হাজারো জনতা। ভাবা যায় ? তারা এই দেশেরই সন্তান !তারা নাকি সরকারের বিরুদ্বে যুদ্ধ করছে কিন্তু মারছে নিরীহ জনগণকে !
কি আজব দেশ, রণ হুঙ্কার দিয়ে পালিয়ে যায় সেনাপতিরা আর পথহারা সৈন্যরা অন্ধ আক্রোসে দিক-বিদিক ছুটে বেড়ায়, নিজে মরে সাথে নিরিহ জনগণ ! যা কোন নিয়মের আওতায় পড়েনা ।
২| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
পংবাড়ী বলেছেন: মগজহীনের ভাবনা
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
শাহিন মিশু বলেছেন: "কোন মনিষী যেন বলেছিলেন, কোন দেশের জনগণ কে দেখলেই বুঝা যায় তাদের সরকার ব্যবস্থা কেমন । শুধু শুধু সরকারকে দোষ দিয়া কি লাভ এই সরকার তো আমাদেরই সৃষ্টি ।"-
শুধু এই এতুটুকু কথাই আমাদের জাতির জন্য,জাতীয়তাবাদের জন্য নিখাদ ও পরিপূর্ণ পরিচয়ের বাহক।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
পংবাড়ী বলেছেন: বাঁশের কেল্লার কল্লারা বাংলাদেশে আছে কি করে?