নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
ছবিগুলি ফেইসবুক থেকে সংগৃহীত । এ ধরনের ছবি আমরা ফেইসবুকে প্রচুর পরিমানে দেখে থাকি । ছবিগুলির ক্যাপশনে আল্লাহর ক্ষমতার গুনগান করা হয়।মুসলমান হিসাবে সরল বিশ্বাসে অনেকে লাইক দেন বা প্রশংসা সুচক কমেন্ট করে থাকেন । অনেকে যাচাই-বাচাই করে কোন সত্যতা পাননা বিধায় বিরুপ কমেন্টস করে বসেন । শুরু হয় বিতর্ক । আসলে সহজে এডিট করে ছবি গুলি প্রকাশ করা সম্ভব বিধায় এই বিতর্কের সুত্রপাত হয় ।
আমার আশংকা যারা ছবিগুলি ক্যাপশন সহ প্রকাশ করছে তারা জেনে বুঝেই তা করছেন । সস্তা আবেগ নিয়ে খেলে ইসলামকে বিতর্কিত করা এবং ইসলাম সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাব সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য হতে পারে ।আল্লাহর একত্তবাদ এবং ক্ষমতার দৃষ্টান্ত তুলে ধরার জন্য আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকানোই যথেষ্ট ।
২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
সরদার হারুন বলেছেন: ছবিগুলির সাথে ইসলামের সম্পর্ক কি ? এত মানুষের কংকাল ।
৩| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: এই নাস্তিক সরকার থাকলে
থাকবে না ঈমান, থাকবে না মান
করো সবে জামায়াতের জয়গান
ধর্ম থাক বা না থাক, মাথায় থাকবে টুপি
সাঈদীর মতো কামনা মেটাব চুপি চুপি
ইহকালে নারী, পরোকালে হুর
ভোগের বস্তু থাকবে ভরপুর
করো সবে জামায়াতের জয়গান
যদি থাকে তিল পরিমাণ ঈমান
যারা এসব করছেন তারা এখন ইসলামের একমাত্র ইজারাদার। তাদের মূল বক্তব্য এটাই। মুখে বলতে পারে না তো, তাই নানাভাবে এসব করে থাকে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২২
ইলুসন বলেছেন: ধইরা ধইরা থাব্রানি উচিত এগুলারে।