নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্তর ও শাপলা চত্তরের(হেফাজতে ইসলাম) তুলনামূলক বৈশিষ্ট্যগুলি নিন্মোক্ত ভাবে মূল্যায়ন করা যায় ।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

স্বল্প জ্ঞানে চুলচেরা বিশ্লেষন সাপেক্ষে বৈশিষ্ট্যগুলি নির্নয় করা আমার পক্ষে হয়ত সম্ভব নয় তবে জনগনের সাধারন আলোচনা সাপেক্ষে নিন্মোক্ত বৈশিষ্ট্যগুলি সবার চোখেই পড়তে পারে :



১. কোন প্রকার আয়োজন ছাড়া তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে অনলাইন ব্লগারদের অনলাইন আহবানে সাড়া দিয়ে প্রজন্ম চত্তরে আন্দোলন শুরু হয় পক্ষান্তরে দীর্ঘ আয়োজন ও ব্যাপক প্রস্তুতি তথা গণসংযোগের মাধ্যমে শাপলা চত্তরের(হেফাজতে ইসলামের লংমার্চ) সৃষ্টি হয় ।

২. প্রজন্ম চত্তর সৃষ্টিতে কোন অর্থ ব্যায় হয়েছে বলে আমার জানা নেই পক্ষান্তরে শাপলা চত্তরের সৃষ্টিতে প্রচুর অর্থ ব্যায় হয়।

৩. যুদ্ধাপরীদের ফাঁসির দাবিতে মূলত প্রজন্ম চত্তরের জন্ম হয় যদিও পরবর্তীতে আরো কয়েকটা দাবী যুক্ত হয় পক্ষান্তরে ইসলামের অবমাননা কারী ব্লগারদের ফাঁসির দাবিতে শাপলা চত্তরের(হেফাজতে ইসলামের লংমার্চ) জন্ম হয় যা পরবর্তীতে ১৩ দফায় রূপ নেয় ।

৪. প্রাথমিক অবস্হায় জামাত-শিবির ছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ আন্দোলনে যোগ দেয় পরবর্তীতে আ'লীগ সংহতী প্রকাশ করে যোগ দেয় পক্ষান্তরে দেশের বিভিন্ন স্হান থেকে দলে দলে ইসলাম ধর্মপ্রান মানুষ সমাবেশে যোগ দেয় এবং জামাত-বিএনপিও সংহতি জানিয়ে যোগ দেয় ।

৫. প্রজন্ম চত্তর একটি অরাজনৈতিক সমাবেশ তেমনি শাপলা চত্তর ও একটি অরাজনৈতিক সমাবেশ ।

৬. প্রজন্ম চত্তর একটি ধর্ম নিরপেক্ষ সমাবেশ পক্ষান্তরে শাপলা চত্তর একটি ধর্ম ভিত্তিক সমাবেশ ।

৭. প্রজন্ম চত্তর একটি অহিংস সমাবেশ পক্ষান্তরে শাপলা চত্তর ও একটি অহিংস সমাবেশ(দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া) ।

৮. প্রায় দীর্ঘ দুমাসাধিক সময় ধরে প্রজন্ম চত্তরের বিস্তৃতি পক্ষান্তরে শাপলা চত্তর ১দিনের মহাসমাবেশ ।

৯. প্রজন্ম চত্তরের জনগনের বিপুল উপস্হিতি লক্ষ্য করা যায় পক্ষান্তরে শাপলা চত্তরেও জনগনের বিপুল উপস্হিতি লক্ষ্য করা যায়(তুলনামুলক বেশী)।

১০. প্রজন্ম চত্তরে বিভিন্ন প্রতিষ্ঠান কতৃক খাদ্য সামগ্রী বিতরন করতে দেখা যায় পক্ষান্তরে শাপলা চত্তরেও বিভিন্ন প্রতিষ্ঠান কতৃক খাদ্য সামগ্রী বিতরন করতে দেখা যায় ।

১১. প্রজন্ম চত্তরে হরতাল-অবরোধ ঘোষনা করা হয়েছে পক্ষান্তরে শাপলা চত্তরেও হরতাল-অবরোধ ঘোষনা করা হয়েছে ।

১২. প্রজন্ম চত্তরের কিছু দাবী সরকার কতৃক বাস্তবায়িত এবং কিছু দাবী পুরনে আশ্বাস দেয়া হয়েছে পক্ষান্তরে শাপলা চত্তরের দাবী গুলি বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে সরকার কতৃক।

১৩. প্রজন্ম চত্তরের আন্দোলন দেশের বিভিন্ন স্হানে এমনকি দেশের বাইরে ও ছড়িয়ে পড়ে পক্ষান্তরে শাপলা চত্তরের আন্দোলন নিদিষ্ট জায়গা তথা শাপলা চত্তরে সীমাবদ্ধ থাকে । তবে চট্রগ্রাম, বগুড়াসহ বিভিন্ন জায়গার মুসল্লিরা হরতাল-অবরোধের কারনে আসতে না পারায় স্হানীয় ভাবে সমাবেশের আয়োজন করে ।

১৪. প্রজন্ম চত্তর আ'লীগ দলীয়করন অপবাদে প্রশ্নবিদ্ধ পক্ষান্তরে শাপলা চত্তর জামাত-বিএনপি দলীয়করন অপবাদে প্রশ্নবিদ্ধ ।



আপনাদের সুচিন্তিত মন্তব্য আশা করি ।





মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

আহারে আমি বলেছেন: সুতরাং শাপলা চত্বরের মহাসমাবেশ হল প্রজন্ম চত্বরের ফটোশপ ভার্সন। :P :P :P

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

হাসানুর বলেছেন: :P

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

কাজের কথা বলেছেন: একটি স্বাধীনতা ও স্বার্বভৌত্ব বজায় রাখতে হলে দুটি বিষয়ই অতীব জরুরী, কিন্তু ১৬ কোটি দুর্ভাগার দেশে এই দুই বিষয় এখন মুখোমুখি অবস্থানে দাড়িয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

হাসানুর বলেছেন: সহমত ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

বাধা মানিনা বলেছেন: ১৫. প্রজন্ম চত্তরের সাথে জড়িত অল্প সংখ্যাক লোক যারা নাস্তিক আর যারা আল্লাহ, রাসুল সা: সম্পর্কে কটুক্তি করেছে তাদের কারনে সমস্ত প্রজন্ম মঞ্চই নাস্তিক। অপর দিকে হেফাজতের সমাবেশে মাওদুদী- যে মহানবী সা: সম্পর্কে লোমহর্ষক কটুক্তি করেছে- যার অনুসারি বর্তমানে জামায়াত-শিবিরের হাতকে শক্তিশালি করার জন্যই শাপলা চত্তরের এই সমাবেশ- সেই মওদুদির বিরুদ্ধে কিছু না বলা প্রকারান্তে নাস্তিকদের পথই অনুসরণ করলো।

সারাংশ- প্রজন্ম চত্তর আর শাপলা চত্তরের মানুষদের মধ্যে আকাশ-পাতাল কোন ব্যবধান নাই।

সুতরাং- প্রজন্ম চত্তর (শাহাবাগী) আর শাপলা চত্তর (হেফাজতকারী) উভয়ই নাস্তিক।

উপসংহার- জাষ্ট লোল....

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

হাসানুর বলেছেন: কিছু নাস্তিকতো বাংলাদেশও ধারন করে তাই বলে বাংলাদেশকে তো নাস্তিকের দেশ বলা যায়না !

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

দখিনা বাতাস বলেছেন: প্রজন্মে চত্বরে জনগন মনের দাবিটা সরাসরি বলতে পারছে, কিন্তু চত্বরে ১৩টা দাবী উপরে দিয়া বললেও মনের গোপন আর আসল দাবিটা সরাসরি বলার মত সাহস হয় নাই :P

প্রজন্ম চত্বরের শুরুতে সাধারন মানুষ খুবই আশাবাদী আর খুশী ছিল। আর শাপলা চত্বরের শুরুর আগেই মানুষ ছিল চরম আতংকে। এখনও আছে আতংক

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

হাসানুর বলেছেন: সরাসরি বলার মত সাহস হয় নাই ।
সত্যি, মানুষ ছিল চরম আতংকে ।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

অচিন.... বলেছেন: প্রজন্ম চত্বরে সরকার বাধা দেয়নি, উল্টা পুলিশ প্রটেকশন দিছে, শাপলা চত্বর (সরকারী) হরতাল অবরোধ পেরিয়ে হয়েছে।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

হাসান নাঈম বলেছেন: ১৬. শাহবাগের প্রজন্ম চত্তরের প্রতি ভারতীয় মিডিয়া ও সুশীল সমাজের সমর্থন ছিল - শাপলা চত্তরের লংমার্চে কোন বিদেশী শক্তির সমর্থন ছিল না।

১৭. শাহবাগে ছেলে মেয়েরা একত্রে নেচে গেয়ে আসর জমিয়েছিল : শাপলাচত্তরের মঞ্চে কোন মেয়ে ছিল না।

১৮. শাহবাগের মঞ্চে নাটক হিসেবে দাড়ি টুপিধারী ও মক্কা-মদীনার খাদেমদের পোশাক পরিহিত ব্যাক্তিকে দেশ ও জাতির শত্রু হিসেবে উপস্থাপন করে কটাক্ষ করা হয়েছিল: শাপলাচত্তরে কোন নাটক হয় নি।

১৯. শাহবাগকে মহিমান্মিত করতে মিডিয়ার ব্যাপক ভুমিকা প্রয়োজন ছিল: অধিকাংশ মিডিয়া শাপলা চত্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

২০. শাহবাগ চত্তর এক ইসলামবিদ্বেসীকে 'শহীদ' হিসেবে ঘোষনা দিয়েছিল : শাপলা চত্তরে কোন ইসলামবিদ্বেষীর স্থান ছিল না।
. . . . .

আরো অনেক আছে: আজকে আমারদেশে শফিক রেহমানের 'পাকিস্তান যাওয়ার সহজ উপায়' লেখাটি পড়লে বেশ কিছু নতুন পয়েন্ট পাবেন।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.