নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।
শাহবাগ প্রজন্মের আন্দোলন । জনাব কাদের সিদ্দিকী, ছাত্রলীগকে দোষ দিচ্ছেন(প্রজন্ম কোন দল চেনেনা,প্রজন্ম চেনে প্রজন্মকে), আপনি কি কখনো এখানে এসেছেন ? কাকে ফাঁসি দেয়া হবে মানে ! এখানে সকল রাজাকারে (প্রকৃত যুদ্বাপরাধী) ফাঁসির দাবীতে আন্দোলন হচ্ছে । রাজাকারদের ফাঁসি দেয়া এত সহজ নয় কথাটা ঠিক নয় (৭১ এর যুদ্ব আরো কঠিন বিষয় ছিল, আপনি ঐ পরীক্ষায় পাশ করলেন কিভাবে বুঝিনা !)। রাজনীতি আপনা চিন্তা-চেতনা পরিবর্তন করে ফেলেছে । বুঝা যাচ্ছে আপনার বয়স হয়েছে ।
৪২ বছরেও আপনারা রাজাকার সমস্যার সমাধান করতে পারেননি । রাজাকার নিয়ে অনেক রাজনীতি করেছেন শেষ পর্যন্ত মুক্তিযুদ্বের চেতনাটুকুও হারিয়ে ফেলেছেন ! প্রজন্ম রাজাকারমুক্ত বাংলাদেশ দেখতে চায় । দাবী একটাই, সকল রাজাকারের ফাঁসি চাই । তাতেও আপনাদের রাজনীতি । এর মধ্যে চলমান বা সাম্প্রতীক রাজনীতিও ডুকাচ্ছেন । আপনারা পদ্মাসেতু দুর্নিতির বোল তুলছেন, শেয়ার কেলেঙ্কারির বোল তুলছেন ! বলি, সবই যদি নতুন প্রজন্মের কাছেই চান তাহলে আপনারা এতদিন কিসের রাজনীতি করেছেন? আপনাদের উদ্দেশ্য সবাই বুঝে, নতুন নতুন বোল তুলে আন্দোলন বিভক্ত করা । এত সহজ ! আর আপনাকে কেউ ৭১এর রাজাকার বলেনাই এটা বুঝে নিতে হয় তাই শুধু শুধু বঙ্গবন্ধুর প্রসঙ্গ অপ্রাসঙ্গিক। কোথায় যেন শুনে ছিলাম, "একজন রাজাকার সব সময়ই রাজাকার আর একজন মুক্তিযোদ্বা সব সময় তা নাও থাকতে পারে "।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
মো ঃ আবু সাঈদ বলেছেন: হয় একজন লীগ সব সময় লীগ নাও থাকতে পারে...
যারা ঐ খানে বক্তব্য দিচ্ছেন তাদের ব্যাকগ্রান্ড এর খোজ নিয়ে কাথা বলুন..
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
হাসানুর বলেছেন: হাসানুর বলেছেন: @মো ঃ আবু সাঈদ- জেনে শুনেই কথা বলছি । নেতৃত্ব দিতে যোগ্যতা লাগে, তেমন যোগ্যতা থাকলে আপনাকে কে মানা করেছে ! নাকি ভিড়ের মাঝে হারিয়ে যান আপনারা ? সব কিছুতেই সন্দেহ !
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
বোকামন বলেছেন:
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
আজব প্রাণী বলেছেন: চোরকে চোর বললে যদি অপরাধ হয়, বুঝে নিতে হবে এটা মগের মুল্লক।
লেখক যে বাংলার জারজ প্রমাণ দিলেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
হাসানুর বলেছেন: 'জারজ সন্তান' আপনাদের কাছে এত সহজ বুলি !
আপনি আসলেই একটা আজব প্রানী, মানুষ নয় !
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
নিয়েল ( হিমু ) বলেছেন: কিছু বলার নাই
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
পাব্লিক বলেছেন: কাদের সিদ্দিকীকে নাচিনলে মুক্তি যুদ্ধ চেনা হবেনা, মুক্তি যুদ্ধ নাচিনলে প্রজন্ম মিথ্যা হয়ে যাবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
হাসানুর বলেছেন: প্রজন্মে হাত ধরেই হয়তো মুক্তি যুদ্ধ বারে বারে ফিরে আসে....
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
িমল্টসুিম বলেছেন: গুনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে আর না হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা ঠিক হবেঃ যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা।
সবশেষে বলবো ধর্মীয় অনুভুতিতে আঘাত দানকারী , রাজাকার ও জাতীয় পতাকা/শহীদ মিনারে হামলাকারীর শাস্তী হোক।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
িমল্টসুিম বলেছেন: শাহবাগের এদের এতো বড় দুঃসাহস কি করে হয় যে তারা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলে??? তার বঙ্গবীর উপাধি কেড়ে নেওয়ারো হুমকি দেয়!!!!
বঙ্গবীর উপাধি কি কারো বাব দাদার সম্পদ???
যে কাদের সিদ্দিকীকে বর্গা দেওয়া হয়েছিল এখন চাইলেই কেড়ে নেওয়া যাবে!!!
কাদের সিদ্দিকীকে যারা এ সব হুমকি ধমকি দেন আপনারা কি ৭১ জন্ম নিয়েছিলেন?
আর কাদের সিদ্দিকী শাহবাগে র্যাব পুলিশ প্রহরায় সরকারের খিচুড়ী খাইয়া বঙ্গবীর উপাধি পায় নাই, তাকে দীর্ঘ ৯ মাস জীবন বাজি রেখে হানাদার পাকিস্তানি ও রাজাকারদের বিরুদ্বে মুক্তিযুদ্ব করতে হয়েছে,হাজারো ত্যাগ স্বীকার/বীরত্ত্ব আর বঙ্গবন্দ্বুর প্রতি চরম আনুগত্যের কারনে তাকে বঙ্গবীর উপাধি প্রধান করা হয়েছিল।
উনি ছিলেন কাদেরিয়া বাহিনির প্রধান,তার অধিনে ছিল ১০ হাজার সশস্ত্র মুক্তিযোদ্বা,বঙ্গবন্দুর প্রতি চরম আনুগত্যের কারনেই তিনি সেই ১০ হাজার মুক্তিযোদ্বা সহ নিজে বঙ্গবন্দ্বুর পায়ে অস্ত্র জমা দিয়েছিলেন, না হলে আজ বাংলদেশের ইতিহাস অন্যরকম হতে পারতো!
বঙ্গবন্দ্বুকে হত্যার পর তিনিই প্রচন্ড প্রতিবাদ করেছিলেন,আপনারা বলবেন তাহলে উনি কেন দিগন্ত টিভিতে যান? সরকার দলের মন্ত্রী যদি দিগন্তের জন্মদিনের কেক কাটতে পারে তা উনার দোষ কোথায়?
গুনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে আর না হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা ঠিক হবেঃ যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা।
সবশেষে বলবো ধর্মীয় অনুভুতিতে আঘাত দানকারী , রাজাকার ও জাতীয় পতাকা/শহীদ মিনারে হামলাকারীর শাস্তী হোক। স:
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
শার্লক বলেছেন: @ লেখক সিদ্দিকী বঙ্গবীর উপাধি রাজনীতি করে পায়নি, যুদ্ধ করেই পেয়েছিলেন। আর বঙ্গবন্ধুকে মারার পর তিনিই একমাত্র ব্যক্তি যে প্রতিবাদ করেছিলেন। তাকে নিয়ে কথা বলার আগে দশবার চিন্তা করবেন। বুঝাই যায় আপনার এসব বোঝার মতো বয়স এখনো হয়নি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
হাসানুর বলেছেন: তিনি ৭১ এর বঙ্গবীর ।
তাঁর পতাকা আজ ভূলুন্ঠিত , তিনি কি প্রতিবাদ করেছিলেন?
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
জিললুর রহমান বলেছেন: এখন সময় নাই, লম্বা কমেন্ট জমা রাখছি। শুধু এটুকু বলি, বাঘা বিরানি খাইয়া যুদ্ধ করেনাই।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
নীলতিমি বলেছেন: শাহবাগ এখন ছাগুবাগ । প্রথমে জোশ থাকলেও এখন একটা লেজেগোবরে অবস্থায় পরিণত হয়েছে!
স্রেফ FunFair ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: ৭১ এ কাদের সিদ্দিকীকে নিয়ে আমরা যতটুকু গর্বিত, এখন তারচেয়ে বেশি লজ্জিত ...
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
হ্যারিয়ার টু বলেছেন:
বঙ্গবীর একজন মুক্তিযোদ্ধা ছিল।
কিন্তু সে এখন জামাতের (দিগন্ত) বেতন ভুক্ত ভন্ডবীর
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
কর্ণেল সামুরাই বলেছেন: আমাদের প্রজন্ম আন্দোলন ব্যর্থই হয়ে যাবে আপনাদের মত কিছু অতি উৎসাহিদের জন্য, যাদের নিজেরই মুক্তিযুদ্ধের ব্যাপারে ভাল কনসেপ্ট নাই। সকল রাজাকারকে ফাসি দিবেন কেমনে? রাজাকার একটা বাহিনীর নাম ছিল যার পরিধী বিশাল। তাদের সবাই যে খুন, ধর্ষণ করছে এমনটা নয়। আমার বাবা যিনি একজন মুক্তিযোদ্ধা তার বক্তব্যনুসারে সেসময়ে শিক্ষক সহ পরিচিত রাঘববোয়ালদের বাধ্যতামূলক রাজাকার লিস্টে নাম দেয়া হইত, যার নাম দিত সে নিজেও অনেক সময় জানতো না।
এইসব ক্যাচালের জন্যই সরকার পরে রাজাকারের পরিবর্তে "যুদ্ধপরাধীদের বিচার" ট্রাইবুনাল বানায়। তাই সকল যুদ্ধপরাধীদের বিচার চাই, এটা বলুন।
অন্যদিকে বঙ্গবীর কাদের সিদ্দীকির হাটুর বয়সেও আমাদের হয়নাই। তিনি দেশের জন্য যা করছেন তার মূল্য পুরা শাহবাগ বেচলেও হইব না। তাই, পুলাপাইন মার্কা সমালোচনা করবার কোন প্রয়োজন নাই। শাহবাগ যে ধারায় চলতেছে তাতে, আজ বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলা হইলে কাল বঙ্গবন্ধুকেই না রাজাকার বানিয়ে দেয়া হয়। কারণ, তিনি সব রাজাকারদের ক্ষমা করে দিয়েছিলেন!
একটা সুন্দর ও ঐক্য নিয়ে আমরা প্রজন্মে এসছিলাম। আমরা চেয়েছি ফাসি ফাসি এবং ফাসি। যুদ্ধপরাধের বিচার শুধুই ফাসি! এরসাথে জামাত শিবির নিষিদ্ধ করাটাও অযৌক্তিক ছিলনা। কিন্তু এরপর থেকে যা হইতেছে তা আউট অফ কন্ট্রোল। ট্রেন লাইনচূত্য হয়ে শাহবাগ থেকে এখন বাইতুল মোকারমে যাইতেছে মনেহয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হাসানুর বলেছেন: 'প্রকৃত যুদ্বাপরাধী' ই হবে । ধন্যবাদ ।
ভাল । আপনার কমেন্টের শেষ অংশে অনেকেই কনফিউজড হতেপারে।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
অস্তিত্বহীন বলেছেন: এখানে কিছু বেয়াদবের দেখা মিলছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরানি খাইয়া বঙ্গবীর হয় নাই,পুলিশের প্রহরায় গিত গেয়ে যুদ্ধ করেন নাই। বালের সাথে একমত না হইলেই খারাপ।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
হাসানুর বলেছেন: কাদের সিদ্দিকী বঙ্গবীর এটা সবাই স্বীকার করে । এই লেখায় তাঁকে অসম্মান করা হয়নি বরং তাঁর বর্তমান অবস্হানের বিরুদ্বে প্রতিবাদ জানানো হয়েছে । তিনি বঙ্গবীর হলেও রাজনীতিবিদ। আর এই রাজনীতির জন্য তিনি জাতীর দেয়া উপাধি নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না ! আদর্শের জন্য তিনি আ'লীগ ছেড়েছেন তাঁকে সাধুবাদ, তাই বলে তার অর্জিত স্বাধীনতা রাজাকার শক্তি ছিড়ে ফেলবে, ভেঙ্গে ফেলবে আর তিনি সেই রাজাকারের ঘরে(দিগন্ত টিভি) গিয়ে প্রজন্মের বিরুদ্বে কথা বলবেন ! তাঁকেতো আমরা জাতীয় বীরের মানদন্ডে আশা করেছিলাম ।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
লুৎফুল কাদের বলেছেন: কাদের সিদ্দিকীকে নাচিনলে মুক্তি যুদ্ধ চেনা হবেনা, মুক্তি যুদ্ধ নাচিনলে প্রজন্ম মিথ্যা হয়ে যাবে।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
লুৎফুল কাদের বলেছেন: কাদের সিদ্দিকীকে নাচিনলে মুক্তি যুদ্ধ চেনা হবেনা, মুক্তি যুদ্ধ নাচিনলে প্রজন্ম মিথ্যা হয়ে যাবে।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
কলাবাগান১ বলেছেন: আপনাদের উদ্দেশ্য সবাই বুঝে, নতুন নতুন বোল তুলে আন্দোলন বিভক্ত করা ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
অজানাবন্ধু বলেছেন: "একজন রাজাকার সব সময়ই রাজাকার আর একজন মুক্তিযোদ্বা সব সময় তা নাও থাকতে পারে "।