নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরওয়ার ধরার মাঝে
ভালোবাসার তুফান দাও
যুদ্ধ নামক দানবটাকে
কেয়ামততক ধ্বংস দাও।
এই যে বিশাল কবির হৃদয়
সব যাতনা সহ্য হয়
কিন্তু শিশুর চোখের পানি
এই হৃদয়টা হয় যে ক্ষয়।
আবার বলি ধংস কর
যারা মানুষ হত্যা করে
সাড়ে সাতমন গজব ঢালো
যুদ্ধবাজদের মাথার পরে।
তারিখঃ ১৮/০৩/২০২২ ইং।
২| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩০
জ্যাকেল বলেছেন: মানুষ মরে, মানুষ কষ্ট পায়, তারপরেও মানুষেরই একদল যুদ্ধ বাধায়।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: কবিতাটি ভালো লাগে নি।