নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

মাদক ও রাজাকার মুক্ত দেশ চাই........................

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮


মাদকের সাথে যারা সামান্যতমও জড়িত সব সালাদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক. চাই সে যদি আমার বাপও হয়।মাদক দেশটাকে শেষ করে দিচ্ছে। এখন দেশে মাদক বিরোধী অভিযান চলছে আমরা তাকে সাধুবাদ জানাই সে সাথে এও কামনা করি যেন মাদকের নামে একজন ভালো মানুষও মারা না যায়। শুনেছি বদি বাবা নাকি এর সাথে জড়িত। এ যদি সত্য হয় তাহলে এ বাবাকে হাঙ্গরের মুখে নিয়ে ছেড়ে দেয়া হোক। আমরা মাদক ও রাজাকার মুক্ত দেশ চাই.
31.05.18

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমরাও বিচার চাই। তবে ব্লগে শালা, দুলাভাই শব্দগুলো না ব্যবহার করলে ভাল হয়।
ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

গালীব পাশা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"মাদকের সাথে যারা সামান্যতমও জড়িত সব সালাদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক."

-- আইনের ধারা বাদ দিয়ে একেবারে লটকানো(ফাঁসি)??B:-)
সামান্যতম জড়িত থাকলেও?
আচ্ছা, বিড়ি, সিগারেট কি মাদকের মধ্যে পড়ে?


পুনশ্চঃ ঘুষখোর, দুর্নিতীবাজদের কি হইবে??
চলেন, আগে তাদের করি তালাশ
নাকি তারা বেকসুর খালাশ???;)

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

গালীব পাশা বলেছেন: মাফকরবেন,আমি মাদকের কথা বলেছি,আর মাদক কি আপনার জানা থাকার কথা।ঘুষখোর, দুর্নিতীবাজদের ও একই শাস্তি দেয়ার দরকার।

৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

নীল মনি বলেছেন: কেমন আছেন কবি?

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯

গালীব পাশা বলেছেন: মাশাল্লাহ।আপনি কে ভাই---------------?

৪| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই??

ক্রসফায়ার কোন সমাধান নয়!
মাদক নির্মুলের জন্য প্রচলিত আইন আছে!
আমার তো মনে হয়, সেটার যথাযথ প্রয়োগই যথেষ্ট!!
১৯৯০ সালের আইন ও ধারা Click This Link

৫| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড়ই কঠিন কাজ,
ইচ্ছা করলে মাদক দূর করা সম্ভব হলেও হতে পারে,
কিন্তু রাজাকার মুক্ত দেশ, তা সুদূর পরাহত !!

৬| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

নীল মনি বলেছেন: আমাকে আপনি চেনেন। রুবাইদা গুলশান।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

গালীব পাশা বলেছেন: িনতে পেরেছি।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.