নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

একজন মুক্তিযোদ্ধার গল্প

২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১


এই বীর মুক্তিযোদ্ধার নাম ‘ বীর প্রতিক হামিদুল হক ’ আমি এই ছবিটি আজকের (২৫.০৩.১৮) ইত্তেফাক পত্রিকা থেকে নিয়েছি।বয়স ৭০।বাড়ী টাঙ্গাইলের সখিপুর কচুয়া গ্রামে।খবর পড়ে যা জানলাম ,তা হল;অনেক দিন ধরে অসুখে ভুগছেন।চোখে দেখেন না প্রায়ি।কানেও কম শুনেন।টাকার অভাবে ঠিকমত খাবারও খেতে পারেন না,ঔষধ পাবেন কোথায় ?এক সময় শিক্ষকতাও করতেন।এখন বিচানায় শুয়ে ধুকে ধুকে মরছেন।এই পত্রিকায়ই অন্য একটি ছবি যুক্ত খবরে দেখলাম,একজন ক্রিকেটার খেলতে এসে মাঠেই রাজকীয় জন্মদিন পালন করছেন।এই মুক্তিযোদ্ধার খবর পড়ে মন ভরাক্রান্ত হয়ে গেল ( আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন,কিন্তু আজও কিছু করতে পারিনাই।হয়ত ভরাক্রাতের এও এক কারন )।একজন ক্রিকেটার যিনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন।এর পরেও কোন খেলায় জয় লাভ করলেই সরকার থেকে টাকার বন্যা বয়ে যায়।সে সাথে এই সুবিধা,সেই সুবিধা।পেতে পেতে খেলার মাঠেও রাজকীয় জন্মদিন পালন করছেন (ইয়া মোটা কেক কাটছেন)।একজন সামান্য লেখক হিসেবে মনে প্রশ্ন এসে গেল,একজন যদি এত পেতে পারে (পাক,তাতে আমাদের আপত্তি নেই ) তা হলে অন্যজন কেন কিছুই নয় ?একজন খেলে দেশকে দিচ্ছে তাই পাচ্ছে।কিন্তু একজনের পাওয়ায় গলার হলকুম পর্যন্ত এসে যাচ্ছে আর অন্যজন কিছুই না পেয়ে না খেতে খেতে চোখের জ্যোতিই নিবে যাচ্ছে, এ কেমন কথা ? কেমন যুক্তি ?কেমন আইন ? কেমন মানবতা ? অতচ একজন যদি এদেশটা বানাতে সাহায্য না করতো তাহলে অন্য জনের আজকের এই পর্যায়ের অস্তিত্যই থাকতো না।দেশকে এখন যে যেভাবেই যা কিছু দিক না কেন তা পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদেরই অবদান।তাদের রক্তদান,তাদের ত্যাগ,তাদের ঝরে যাওয়া শরীরের গামেরই ফসল।তাই আসুন, যে যেভাবে পারি অসহায় মুক্তিযোদ্ধাদের সাহায্য করি।ওদের অবহেলা মানে নিজের দেশ ও জাতিকে অবহেলা।মুক্তিযুদ্ধের স্বপক্ষ সরকারের প্রতি আবেদন করছি;এ মহান মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয়ভাবে সকল সমস্যার সমাধান করা হোক।যেন মৃত্যু পথযাত্রী এই বৃদ্ধা মৃত্যুর সময় তার প্রিয় সন্তান তুল্য এই দেশের মাটিতে একটু সুখে একটু শান্তিতে মরতে পারে।
রচনাকাল,ঢাকা.২৫ মার্চ ২০১৮ ইং।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


ঐ এলাকায় আর কোন মুক্তিযোদ্ধা নেই? উনারা কি করছেন? কাদের সিদ্দীকি কেন কিছু করছে না?

২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: সত্যিকার মুক্তিযোদ্ধারা কষ্টে আছে। আর নকল মুক্তিযোদ্ধারা খুব কষ্টে আছে।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: উপরের মন্তব্যটা ভুল হয়েছে। দয়া করে মুছে দিবেন।
সত্যিকার মুক্তিযোদ্ধারা কষ্টে আছে। আর নকল মুক্তিযোদ্ধারা নানান সুবিধা টিবিধা পেয়ে বেশ ভালো আছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.