নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

“বিবেক মাঝে পেচ্ছাব করো”

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

গালীব পাশার সাম্প্রতিক রেহিঙ্গা বিষয়ক ছড়া


বিবেক মাঝে পেচ্ছাব করো
যে বিবেকে দেয়না সাড়া
একটু দূরে চোখের কাছে
হাজার মানুষ যাচ্ছে মারা।

আমি কবি তুমি পন্ডিত
করছেনা কেউ প্রতিবাদ
ঐ পাড়েতে মরছে মানুষ
নামছে গভীর কালোরাত।

সবাই আছি চুপটি করে
বিবেক দিয়ে বিসর্জন
মৃত্যু কুপে রেহিঙ্গারা
নেই যে পাশে কোন স্বজন।

আসুন সবাই পেচ্ছাব করি
নীতিহীন সব বিকেক মাথায়
মানুষ নামের নামটি কেটে
লেখাই যে নাম ছাগল খাতায়।
রচনা কালঃ০৬.০৯.১৭ ইং।

আমার কফিয়তঃ আমার মতে মায়ানমারের রাষ্ট্রযন্ত্র নিরীহ রেহিঙ্গাদের যে ভাবে আগুনে পুড়িয়ে,গুলি করে কুকুরের মত মারছে,নারী ও শিশুদের গনিমতের মাল মনে করে ধর্ষন করে হত্যা করছে তা কোন বিবেক বিবেচনায় গ্রহন যোগ্য নয়।আর তা দেখেও বিশ্ব বিবেক যা করছে তা মেনে নেওয়া যায়না।যে ভাবে প্রতিবাদ বা প্রতিরোধের কথা ছিল তা আমরা করছি না ,যা সম্পুর্ন অন্যায়।আর এ অন্যায় দেখে আমার মতো ক্ষুদ্র একজন কবির বিবেকেও নাড়া দিচ্ছে,আর এ জন্যই এ ছড়া লিখিত।আসুন যে যে ধর্মেরি হইনা কেন (হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান) এর প্রতিবাদ করি।বিপন্ন মানবতার পাশে দাড়াই।আর না হয় মানুষের নাম কেটে দিয়ে ...............নাম লেখাই।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

নুসরাত অনি বলেছেন: আসুন সবাই পেচ্ছাব করি
নীতিহীন সব বিকেক মাথায়
মানুষ নামের নামটি কেটে
লেখাই যে নাম ছাগল খাতায়।


ছড়া খুব ভালো লাগলো বাস্তবায়ন দরকার।

ভালোলাগা রইল।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন আগে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার নাম- 'তাজমহলের গায়ে মদ ঢালো।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.