নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

“কবি ও কবিতার শরীরে রক্ত ঝরে”

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

গালীব পাশার সময়ের সঠিক কবিতা
[অন্যায় সব হত্যাকান্ডের প্রতিবাদে]
“কবি ও কবিতার শরীরে রক্ত ঝরে”
কবি ও কবিতার এখন দুঃসময়,
কেমন করে বলো কবিতা লিখব ?
শ্বাপদের এই বিচরন ভুমিতে
কবি ও কবিতারা এখন বড় অসহায়।
শকুনির নগ্ন নখরের আঁচড়ে
প্রতিদিনই ক্ষতবিক্ষত হচ্ছে কবি ও কবিতার শরীর
আর সে শরীর খুবলে খুবলে খাচ্ছে শ্বাপদের যত লোভী পেট।
আমরা তা দেখেও না দেখার ভান করি
জেনেও তা না জানার ভান করি।
কারন আমাদের বিবেক গিয়েছে মরে,
আর তা দাফন করেছি প্রাচীনতার কোন মরু জঞ্জালে।
আমিতো কবি;
আমার স্বপ্ন কবিতার মত হবে দেশ,আর এ সুন্দর পৃথিবীও।
কিন্তু আমার স্বপ্নেনেরা বার বার বাধাগ্রস্থ হয়,
নগ্ন নখর আমার কবিতার গায়ে বসিয়ে দেয় বিসাক্ত সব আঁচর।
তাহলে আমি কেমন করে কবিতা লিখবো ?
যেখানে কবি ও কবিতার শরীরে রক্ত ঝরে ?
রচনাকালঃ২৬ এপ্রিল ১৬, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.