নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

গালীব পাশার সমকালীন ছড়া (পড়ুন,বিবেককে নাড়া দিন)।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০


এ ছড়াটি লেখার পেক্ষাপট ; আমি জীব বিজ্ঞানের ছাত্র নয়,তাই প্রাণী জগতের জীবন রহস্য তেমন জানি না।অনেক আগে প্রাণী জগতের রহস্য নিয়ে লেখা মিশরীয় বিশ্ব বিখ্যাত বই “হায়াতুল হাওয়ানের” কিছু কিছু অংশ পড়েছিলাম।জেনেছিলাম প্রানীজগতের অনেক আশ্চর্য্য কাহিনি।এখন আর তা তেমন মনে নেই।যাক,এবার আসি আসল কথায়।বর্তমানে ১লা বৈশাখে পান্তাভাতের সাথে ইলিশ খাওয়া এক ফ্যাশন হয়ে দাড়িয়েছে।বিশেষ করে যারা চুরি ছোট্টামি করে বা দেশের সম্পদ লুট করে তথাকথিত ধনিক শ্রেণিতে পরিনত হয়েছে তাদের কাছে ইলিশ ছাড়া বৈশাখ কল্পনাও করা যায় না।এ সময়ে তাদের ইলিশ চাই-ই চাই।এ নিয়ে আমার মাথা ব্যথা ছিলনা।কিন্তু ঘটনা ক্রমে আমি জানতে পারি ঠিক এ মৌসুমই হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম।এ সময় মা ইলিশ পেটে ডিম ধারন করে,ডিম বড় করতে পরম মমতায় পেটে ধারন করে বয়ে বেড়ান।সময় মত ডিম ছাড়ে,হাজার হাজার লক্ষ লক্ষ ইলিশ পোনা তৈরী হয়,সাগর নদী ভরে যায়।ঠিক এ সময়ে ১লা বৈশাখের কারনে এ ডিমওয়ালা মা মছগুলো আমাদের বিলাসী মনের খোরাক যোগাতে মারা পড়ে।এমন যদি না হত তাহলে পরবর্তী সময়ে দেশে ইলিশের কোন অভাব হতনা,দেশের ধনী গরীব সবাই এর স্বাদ আস্বাদন করতে পারত।দেশ ও অর্থনৈতিক ভাবে অনেক লাভবান হত। শুনে আমার খুব খারাপ লাগলো।ভেবে দেখলাম সত্যি তো তাই,এ আমরা কি করছি।অতচ বৈশাখের সাথে তো ইলিশ খাওয়ার কোন সম্পর্ক নেই।তাই আমি নিজে সিদ্ধান্ত নিলাম অন্তত বৈশাখে ইলিশ খাবো না।আর সবাইকে(অন্তত বিবেকবানদের)সচেতন করার জন্য আমার এ ক্ষুদ্র সংগ্রাম।আর তারই পইপেক্ষিতে এ ছড়া লিখিত।
“বৈশেখেতে ইলিশ নয়”
তোমরা যারা করছো বৈশাখ
তাদের শুনুন, বলি
বৈশাখ করেন ভাল কথা
ইলিশ কেন বলি ?
এ সময়ে মা ইলিশের
পেটে থাকে ডিম
তাদের মেরে কেমন তর
হাট্টি মাটিম টিম।
মানুসত্ত্ব আর মানবতা
কোথায় গেল মোদের
দয়া মায়া সে সাথে কি
মৃত্যু হল বোধের?
গর্ভবতী মা যেমন আর
ইলিশও এখন তাই
তাহলে ভাই বিবেক খুয়ে
কেমনে ইলিশ খাই।
বৈশাখ যদি হয়রে ভাই
পান্তা ভাতে ইলিশ
তাহলে যে বিবেক জানায়
অনেক বড় নালিশ।
আসুন সবাই নালিশ থেকে
বিবেক করি প্রেস
বৈশেখেতে ইলিশ খাওয়া
করি নিরুদ্দেশ।
এ সময়ে বাচ্ছাদানে
করি তাদের খাতির
জীবপ্রেমে যে খ্যাতি আছে
এ বাঙ্গালী জাতীর।
বৈশেখেতে ইলিশ নয় আর
সবাই করি পণ
সমুদ্রেতে দেই ভরে দেই
এই রুপালী ধন।
রচনাকালঃঢাকা ২০১৬ ইং।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.