নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

মায়ের পায়ের ধুলো

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৮


সেদিন কেয়ামতের বিভীষিকাময়
বিচার মাঠে,
বিধাতা যখন আসীন হবে বিচারাসনে।
পাপাস্পদ বান্দাদের পাপ পূণ্যের সুক্ষ বিচারে
ফয়সালা হবে সবার বেহেস্ত-দোজখের।
আর যখন ডেকে বলবেন আমাকে
হে বান্দা?হাজির কর তোমার
পাপ ও পূণ্যের অদৃশ্য খতিয়ান,
যা করেছিলে পৃথিবীতে।
আমি তখন বিধাতার সামনে নির্ভয়ে
নাজরানা পেশ করবো
মায়ের পায়ের এক মুঠো ধুলো।
আর বলবো; হে বিধাতা,
আমার আর কোণ পূণ্য নেই আমি পাপী।
মায়ের পায়ের এ এক মুঠো ধুলো
নাজরানা দিলুম তোমার পবিত্র দরবারে,
এর বিনিময়ে ক্ষমা কর এ বান্দাকে।
জানি,বিধাতা আমাকে ক্ষমা করবেই
কারন,মায়ের পায়ের ধুলোর মুল্যের বিনিময়
বেহেস্ত তো সামান্যই,তার চেয়েও অনেক বেশী।
রচনাকাল,সিলেটঃ ২০০৪ ইং

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫২

বিজন রয় বলেছেন: মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.