নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন অবাধ্য পৃথিবী জারজের অধিকার
কাকের কন্ঠে ভাসে কোকিলের গান
খোলসের অন্তরালে অবাধ্য শয়তান
অহরহ কেড়ে নেয় মানবের প্রাণ।
আকাশ আঁধারে ঢাকে আলোর তারা
সবারে শৃঙ্খলে বাঁধে দানবের কারা
চারদিকে শব্দ শুধু বিকট চিৎকার
ক্ষুধীত শূন্য পেট করে হাহাকার।
মানবতা মাথা খুঁড়ে গড়াগড়ি যায়
কান্নার শব্দ ভাসে আকাশ নীলায়
সুফলা শস্যের মাঠ পুড়ে হয় ছাই
চারদিকে শূন্যতা নাই নাই নাই।
স্রষ্টার শ্রেষ্ঠ জীব খোঁজে তপবন
চারদিকে শয়তানের নিষিদ্ধ সঙ্গম।
©somewhere in net ltd.