নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

ভয়

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

অনেক দিন যাবত ব্লগে লিখিনা,তার কারন আর কিছু নয় ভয়।দেশে যে ভাবে ব্লগার হত্যার উম্মাদনা চলছে তাতে ভয় না পাবার কারন নেই।অনেক বছর থেকে পত্র -পত্রিকায়,ব্লগে কিছু না কিছু লিখছি তাই সারা দেশে আমার লেখক নামটি কিছুটা হলেও পরিচিত (যদিও এটি আমার ছদ্ম নাম,সে আর এক কাহিনি।সময় পেলে সে কাহিনি অন্য একদিন বলবো)।আর পরিচয়ে অনেক কিছু হয়।মনে পড়ে সে অনেক আগের কথা,আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পয়েট ক্লাবের সাপ্তাহিক সাহিত্য আসর বসাতাম,সে আসরে মৌলবাদ , জঙ্গিবাদ ও যুদ্দাপরাদীদের বিরুদ্দে সবাই ছিলাম একজোট।এদের বিরুদ্দে আমাদের ছিল কবিতার লড়াই।সে সময় সিলেটে আমরা যারা কবি সাহিত্যক ছিলাম তারা নানা ধরনের হুমকি দামকি এমনকি হত্যার হুমকিও পেয়ে যাচ্ছিলাম।মনে পড়ে অনেকদিন আসর থেকে উঠে শহীদ মিনারের বাইরে গিয়ে দেখে আসতাম,কারন আসরের সময় থেকে চারপাশে নানা অপরিচিত লোকের আনাগোনা হত।দেশে বলতে গেলে তখন জংগিবাদের সুচনা পর্ব।সারা দেশে একত্রে চারদিকে বোমা ফুটতে লাগল।আমি তখন "ফেরেস্তাদের বিস্ব সফর"নামক দীর্ঘ একটি ছড়া লিখি যা অনেক পাঠক প্রিয়তা পেয়েছিল।তো বলছিলাম ভয়।তখন বয়স কম ছিল এত বুঝতাম না,এখন বুঝি।অনেক কিছুই বুঝি।অন্যায় করে মৃত্যু হলে তা মেনে নেয়া যায় কিন্তু সত্য বলতে গিয়ে অতি সাধারন মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায়না(অমশ্য লেখার মাধ্যমে কেউ অন্যায় করলে তার পক্ষে আমি নয়)।এ ধরনের মৃত্যু মেনে নেয়া ও একটি বড় অপরাধ।এদিকে রাষ্ট ও এদের কিছুতেই থামাতে পারছেনা।এদিকে কিছু যত সামান্য ব্লগারদের কিছু কর্মকান্ডের কারনে সাধারন মানুষের মাঝেও প্রতিক্রিয়া লক্ষ করেছি।শাহবাগের একটি ঘটনা বলছি। যুদ্দাপরাধিদের ফাঁসি ও জঙ্গিবাদের বিরুদ্দে এক সভায় দৈনিক সমকালে আমার একটি ছবি প্রকাশিত হয়।সে ছবির কারনে আমাকে অনেক নাজেহাল হতে হয় (বিস্তারিত লিখবনা,কারন দেশে এ পরিবেশ এখন নেই)। পরিবার থেকে আমাকে সতর্ক করে দেয়া হয়। সত্যি কথা আমিও কিছুটা হলেও ভয়.....................।একজন কবি বা লেখকের মৃত্যু সাধারন কথা নয়,এটি একটি জাতির বিবেকের মৃত্যুর সমান।আর মরব বা কেন?মরার জন্য তো আমাদের বাপ দাদারা যুদ্দ করে এদেশ স্বাধীন করেনি।কিন্তু সত্য তো হল ভয় করছে তাই লিখতে অনেক দিক ভাবতে হচ্ছে,তার পর কলম ধরতে হচ্ছে।এদেশে খ্রিষ্টানরা অনিরাপদ হবে কেন?হিন্দু,বৌদ্দরা অনিরাপদ হবে কেন ? এদেশ তো সবার।সবাই মিলে এদেশ স্বাধীন করেছে।বিদশিদের কেন গুলি করা হবে ?ওরা তো আমাদের সম্মানিত মেহমান। মেহমান কে কি কেউ গুলি করে মেরে ফেলে? চার দিকে এত ভয় কেন? আমরা আর ভয় পেতে চাইনা।আমিও ভয়হীন ভাবে লিখতে চাই( অবশ্যই কারো ধর্ম,বর্ন,জাতি,রাষ্টকে হেয়, বিদ্বেষ বা কটাক্ষ মুলক কোন লেখা নয়)। হে ঈশ্বর আমাদের ভয় দূর করে দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.