নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
দেশটা চালায় মেধাবীরা
রাজা চড়ান মোষ!
যাইনা ঘটুক দেশে সবই
নাকি সৈরাচারের দোষ।
দেশে এখন সবই হারাম
মানুষ জবাই হালাল!
আমি কিছু বললেই বলবে
সৈরাচারের দালাল।
মালাউনের বাচ্চা বলো
বলো বোকা....ছেলে।
বলছি দাদা ডি,এন,এ টেস্ট’টা করান
দেখুন যদি ইয়াহিয়ার সাথে মেলে।
রাজার পক্ষে বলো
ওদের পা চেটে চলো।
তবে তুমি পাবে সফলতা ।
সাসপেন্ড হয়ে গেলো
তাবাস্সুম উর্মি
বলতে গিয়ে মনের কথা ,
ভন্ডামিটা ছাড়ুন দাদা
মানুষ তো নয় বোকা।
সেন্টু মেরে জনতাকে
দিয়েছিলেন ধোকা!
এবার দেশে শান্তি আনুন।
মানুষ যদি চায়-
গদি যাবে গামছাটাও
থাকবেনা তো গায়।
সংগৃহিত- একটি প্রতিবাদী গানের কথা।
২০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:০৫
ক্লোন রাফা বলেছেন: অস্বাভাবিক সময়ে সব কিছু স্বাভাবিকই মনে হয়! সরকারের দালালী করলে সেটা আইনসিদ্ধ হয়ে যায় ! আর সত্য বললে সরকারের বিরুদ্ধে গেলে সেটা বেআইনি‼️তাইপে শেখ হাসিনার লজিক’তো ঠিক ছিলো কি বলেন⁉️
উর্মি শুধু একজন সাধারন সরকারি কর্মচারী নয় ! উর্মি স্বাধীন বাংলার , সচেতন স্বাধীন নাগরিক। কাজেই সত্য বলার অধিকার তার আছে এবং ভবিষ্যতেও থাকবে.......।
২| ১৯ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:০৪
সোনাগাজী বলেছেন:
ক্ষোভ পুন্জিভুত হচ্ছে ক্রমেই
২০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৪
ক্লোন রাফা বলেছেন: জি , কিন্তু মানুষ বিরক্ত / যখন দেখে দাঁড়োয়ান , ড্রাইভার,পিওন হাজার কোটি টাকার মালিক ! আর অল্প কয়েকজন মিলে ব্যংক , শেয়ার বাজার লুট করছে । প্রতিটি উন্নয়নের পেছনে দুর্নীতির পাহাড় । পুলিশ যেনো পুরো দেশটার মালিক! সরকারি কর্মচারির জিবন যাপন রাজকিয়। তার উপর দব্যমুল্যের লাগামহীন উর্ধ গমন তখন মানুষ দ্বিধান্বিত হয়। হাসিনা সবকিছু দেখছে , কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছেনা ‼️ অসন্মান করে সন্মান অর্জন করা যায় না। উনি যে বঙ্গবন্ধু না তার কন্যা এটা ভুলে গেছে । মানুষ, কিছুটা শাস্তি হোক এটা চাইছে ।
ধন্যবাদ॥
৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:১৩
কামাল১৮ বলেছেন: সময়ের ছড়া।ভালো লাগলো।
২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫১
ক্লোন রাফা বলেছেন: ছড়া না গান ......।
ধন্যবাদ॥
৪| ১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩২
আমি সাজিদ বলেছেন: আগের সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তো উনি করেন নাই।
মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্যিকর-ন নিয়েও সরব হন নাই !
খুবই কমপ্লিকেটেড সিনারিও।
২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৩১
ক্লোন রাফা বলেছেন: সবাই সব কিছুতে কি কথা বলে⁉️আপনি যখন আক্রান্ত হন ঠিক তখনই’তো চিৎকার করেন । কাজেই সব দায় সবার না । আমার আদর্শের জন্য লড়াইটা আমাকেই করতে হবে। এবং আমাকে দেখ যদি ১জন মানুষও প্রতিবাদ করে সেটাই আমার সার্থকতা!
ধন্যবাদ ॥
৫| ১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৫
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: মানুষের বাক স্বাধীনতা হরণকারী দল এবং তাদের দোসররা এখন বাক স্বাধীনতার পক্ষে বেশ সরব। একজন সরকারি কর্মচারী হয়ে চাকুরিবিধি লঙ্গন করে সরকারের সমালোচনা করা উর্মির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তারা বেশ শোকাহত। অথচ পতিত স্বৈরাচারের আমলে উর্মি সবকারের বেতন গ্রহণ করে সরকারের সমালোচনা করলে তাকে নির্ঘাৎ এখন চৌদ্দশিকের ভিত্রে থাকতো হতো।
২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫১
ক্লোন রাফা বলেছেন: হাসিনার সরকার যদি অবৈধ হয়ে থাকে এনজিওগ্রাম ও কোটার সরকার ডবল অবৈধ‼️ কারন বিগত সরকারের রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে তারা উপদেষ্টা হয়েছে । সেই সরকার বড়াই করে বলেছে মন খুলে সমালোচনা করেন। আর যখনই কেউ সমালোচনা করছে তারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে সৈরাচারের দালাল বলে ‼️ উপরন্তু মামলা দিয়ে হয়রানি করছে সাধারণ মানুষ’কে! জেড আই খান পান্না তার জলন্ত উদাহারন। প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বললেন মেটিকুলাসলি ডান এই আন্দোলনের চক্রান্ত। রিসেট বাটন এখন আবার বলছে রিস্টার্ট । ১৫ই আগস্ট, ৭ই মার্চ, জাতির জনক, জাতিয় সংগীত ৭১ নিয়ে হারামিপনা শুরু করেছে । তাহলে কি করবে সাধারন মানুষ! প্রত্যেকের অধিকার আছে ন্যায় ও আদর্শের জন্য প্রতিবাদ করার।
ধন্যবাদ , আশা করি আপনার উত্তর পেয়েছেন। জয় বাংলা , জয় বঙ্গঁবন্ধু
৬| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৬
আজব লিংকন বলেছেন: কি সাংঘাতিক!!!
বিপ্লবী এই গায়ক ছাত্র হত্যা নিয়ে কিন্তু কোন বিপ্লবী গান লেখেননি। আফসোস!!!
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮
ক্লোন রাফা বলেছেন: ছাত্র হত্যা নিয়ে কি বলবে⁉️ মিটিকুলাসলি হত্যা করা হয়েছে হাসিনাকে নামানোর জন্য! ড. ইউনুস নিজেই’তো বললেন সব কিছু হয়েছে সুদূরপ্রসারি প্ল্যান করে‼️এটাও তাদের প্ল্যানেরই অংশ।
আচ্ছা বলুন’তো ড.ইউনুস আজ পর্যন্ত ৭১-এর শহিদদের নিয়ে একটি বাক্যও কি ব্যায় করেছে⁉️উপদেস্টা হওয়ার পর বাধ্য হয়ে জাতিয় সৃতিসৌধে যেতে দেখলাম প্রথম‼️
আপনি যা বীরত্বের বা মহান মনে করেন আমি তা নাও মনে করতে পারি!
just Mind it. ধন্যবাদ॥
৭| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮
বিদ্রোহী পুরুষ বলেছেন: এরা ভারতের র এর ডিপ্লয়েড লোকজন। এরা দেশদ্রোহী।
নীতি আর্দশ বলে এদের কিছুই নেই। এদের কাছে মুজিববাদ মানেই চেতনা।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩
ক্লোন রাফা বলেছেন: তা’হলে যারা আন্দোলনের স্বপক্ষে ছিলো তারা নিশ্চই আই,এস,আই⁉️
৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৬
ক্লোন রাফা বলেছেন: Click This Link
৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫০
ক্লোন রাফা বলেছেন: শুনুন কি বলছে এই প্রত্যক্ষদর্শি ছোট ছেলে ‼️https://www.facebook.com/share/r/1AjwGRqVru/?mibextid=gYSGZt
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫১
ক্লোন রাফা বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৭
আমি নই বলেছেন: তাবাস্সুম সরকারি চাকরিবিধি মানেনি, প্রমান ছারা আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন, দুইটার একটাও সরকারি কর্মচারী হিসেবে করতে পারেন না। সাসপেন্ড হওয়াইতো উচিৎ, এখানে ভন্ডামির কি আছে।
স্বৈরাচারের দালালী করলে দালাল বলবে এটাও স্বাভাবিক।
মানুষ না চাইলে যে ক্ষমতা টুডে-টুমরো যাবেই এটা লেখকের উচিৎ ছিল সাবেক প্রধানমন্ত্রীকে বুঝানো, এই সরকার মনে হয় না দির্ঘদিনের ক্ষমতায় থাকার কোনো প্লান করেছে।
যাইহোক আমরা শান্তিচাই।