নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির মানুষের পক্ষে । বহুরুপি বা

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

প্রেক্ষাপট ফিলিস্তিন ও ইজরায়েল।

১৪ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৭


একান্তই আমার দৃষ্টিতে কিছু অনুধাবন বলছি বর্তমান ইজরায়েল ও ফিলিস্তিনের প্রেক্ষাপটে। প্রথমত হামাস স্বাধিন ফিলিস্তিনের পক্ষে কাজ করছে এটাই বিশ্বাস করিনা আমি।
হামাসের কি কোন সক্ষমতা আছে ফিলিস্তিনিদের রক্ষা করার⁉️না একটুও নেই , তাদেরকে যারা সৃষ্টি করেছে ঠিক তাঁদেরই পারপাস সার্ভ করছে এই জঙ্গি সংগঠনটি।
ইজরায়েলের মত আধুনিক সমরাস্ত্র পৃথিবির কয়টি দেশের আছে। উত্তরটা খুবই সহজ , খুব অল্প কয়েকটি দেশের মধ্যেই পাবেন ইজরায়েল নামক রাষ্ট্রটিকে।সেই রাষ্ট্রে কেউ আক্রমন করলে তার জবাব দিবেনা এটা কোন নির্বোধও বিশ্বাস করবেনা। খুব পরিকল্পনা করেই ফিলিস্তিনিদের হত্যা করে সেটলারদের জন্য ভুমি দখল করার সহজ উপায় হিসেবে বেছে নিয়েছে।
ফিলিস্তিন যারা ভ্রমন করেছে তাদের কোন সাক্ষাতকার কখনও দেখেছেন কেউ। সোসাল মিডিয়ার সুবাদে কিছু মানুষের করা ভিডিও দেখেছি আমি। রিতিমত ইচ্ছে করে অপমান অপদস্থ করা হয় যাতে ইচ্ছে করেই আপনি নিজে থেকেই ফিরে যাবেন। কিংবা বিন্দুমাত্র অজুহাত দেখিয়ে আপনি যে ইজরায়েলের জন্য হুমকি সেটা প্রমাণ করার অপচেষ্টা করা হয়। যারা শুধু আল আকসা মসজিদে নামাজ পড়ার জন্য সেখানে যায় তারা এগুলো মোকাবেলা করে ধৈর্যের পরিক্ষা দিয়েই পাস করেন।
হামাস এত গোলা বারুদ সংগ্রহ করে ফেললো পৃথিবির সর্বশ্রেষ্ঠ দুটো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে‼️কি বোধগম্য হয় কিছু ? ইজরায়েল যতটুকু চেয়েছে ঠিক ততটুকুই পেরেছে। ইনসাইড জব বলে একটি টার্ম আছে। ঐ যে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবেনা আর কি।

নাইন ইলেভেনের কথা মনে আছে আপনাদের? আজ পর্যন্ত আমেরিকা একটিও অকাট্য প্রমাণ হাজির করতে পারে নাই কয়েকজন সন্ত্রাসী সেই হামলা চালিয়েছিলো। সেটা ছিলো আমেরিকার বুকে মুসলিমদের এগিয়ে যাওয়া রুখে দিয়ে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে কোনঠাসা করে ফেলা। সমগ্র বিশ্বের সমিকরন পাল্টে দিয়েছে সেই ঘটনা । কতগুলো সমৃদ্ধশালি মুসলিম দেশ লুটপাট করার উৎসবে পরিনত করাই ছিলো মুল উদ্দেশ্য । শতভাগ জয়ি হয়েছে তারা / আজকের পৃথিবির আদর্শ হলো শক্তি যার ক্ষমতা তার। সত্য আর অসত্যের লড়াই নেই আজকের পৃথিবীতে । আছে , খল চরিত্রকে নায়করুপে প্রতিষ্ঠিত করা।

এখন আসি বিবেকবান কিছু মানুষের প্রতিবাদ করার বিষয়ে। বিশ্বব্যাপি কিছু মানুষ সবসময় সত্য ন্যায় ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রকৃত ঘটনা প্রকাশ করে তা রোধ করার মত সংখ্যা বা শক্তি কখনই হয়নি এতে। বরং এই প্রতিবাদের উদাহারন টেনে ফায়দা লুটেছে তারাই যারা এগুলো জন্ম দিয়েছে।

বুঝতে পারার জন্য ছোট্ট করে বলি একাত্তরে বাংলাদেশের গণহত্যা কি রুখতে পেরেছিলো আমেরিকার সেই স্বল্প সংখ্যক মানবিক মানুষ?
চুয়াত্তরের কৃত্তিম দুর্ভিক্ষের সৃস্টির নায়কদের কি কোন শাস্তি হয়েছিলো? হ্যা আমি তাদের নায়কই বলবো কারন তারা যা চেয়েছিলো তাই ঘটিয়েছিলো । কাজেই তারা তাদের মিশনে সফল।
আমাদেরকে পিছিয়ে দিয়েছে ত্রিশ বছর। অদম্য বাঙালীকে দমাতে পারেনি আমাদের মৃত্যুন্জয় সংগ্রামের জন্য। আমি বিশ্বাস করি ফিলিস্তিনের মানুষও একদিন তাদের গৌরবের ইতিহাস সৃষ্টি করে দেখাবে।
পৃথিবির সকল মানুষ তার অধিকার নিয়ে বেচে থাকুক।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩১

গেঁয়ো ভূত বলেছেন: প্রথম পোস্ট সংক্ষেপে বেশ সুন্দর গুছানো লেখা। ভাল লেগেছে। লিখতে থাকুন।

হ্যাপি ব্লগিং।

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪১

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, গে.ভূত । উৎসাহব্যঞ্জক মন্তব্যে।
ভূত বলেই আমার পোষ্ট খুঁজে পেলেন।

২| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৫

শেরজা তপন বলেছেন: দুর্ভাগ্য যে আপনার সুন্দর গোছানো পোস্টটি প্রথম পাতায় আসেনি। ভাল লিখেছেন যদিও তবে আরেকটু ডিটেইলে গেলে ভাল হত।

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:২০

ক্লোন রাফা বলেছেন: সবাই এত এত লিখেছে যে আমার আর লেখার মত কিছু নেই এই বিষয়ে।
ধন্যবাদ , শে.তপন উৎসাহব্যঞ্জক মন্তব্যে

৩| ১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হামাসকে ইরানের অস্ত্র সহায়তা এবং লেবাননের সহযোগিতা কি সাহস যুগিয়েছে বলে আপনি মনে করেন?
তাহলে জল কোনদিকে গড়াচ্ছে?

ভাল লিখেছেন। তবে ছোট্ট একটা পরামর্শ, বানানে আরেকটু যত্নবান হবেন।

অনেক অনেক শুভকামনা।

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৩৭

ক্লোন রাফা বলেছেন:
ওরা নয় , যাঁদের উপকার হলো তারাই সাহস যুগিয়েছে।
বানান ঠিক করে দেওয়ার দায়িত্ব আপনার। আশা করি এটুকু করবেন।
পরামর্শের জন্য , ধন্যবাদ চ.রাজশ্রী।
এখন ঝটপট ভুলগুলো শুধরে দিন

৪| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পোস্ট হলেও আপনার লেখনীতে পরিষ্কার লেখালেখিতে আপনার হাত আছে। বলিষ্ঠ যৌক্তিক আলোচনা +। আগামীতে ব্লগকে হৃদ্ধ করুন এই প্রত্যাশা করি।

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪০

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, প.চৌধুরি ……ধন্যবাদ ভুলে গিয়ে প্রশংসা করার জন্য।

৫| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩২

শায়মা বলেছেন: আগের নিক কি হয়েছে ভাইয়া?

২৫শে এপ্রিল ২০২০ এর পর আর কোনো পোস্ট দেখছি না তোমার আমি। :(

২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪০

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, পরী আপু।
সমাধান হয়নি। এই আইডি খুলে দিয়েছে । ব্লগার বন্ধু চ. রা...।

৬| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:০৭

অধীতি বলেছেন: হামাস নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। সবাই নিজ নিজ বক্তব্য পেশ করতেছে কিন্তু কেহই নিশ্চিত না।

২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫২

ক্লোন রাফা বলেছেন: আমি মোটামুটি নিশ্চিত । একটু। লজিক্যাল চিন্তা করে দেখুন । হামাস কি ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করতে সক্ষম⁉️তাদের’কে প্রটেকশন দেওয়ার ক্ষমতা কি আছে‼️ এটা ১৯৭০ সাল কিংবা ভিয়েতনাম না যে হিট এন্ড রান পলিসি ইফেক্টস রাখবে । পক্ষান্তরে হামাস ইজরাইলিদের পক্ষেই সুযোগ করে দিলো শতভাগ সেটলারদের জন্য আরো ভুমি দখলের । যা নেতানিয়হু জাতিসংঘে প্রদর্শন করেছিলো ম্যাপ দেখিয়ে। সেখানে ফিলিস্তিনের কোন চিহ্নই ছিলোনা। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একটু মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছুই অনুমান করা যায়।
ধন্যবাদ,অধীতি।

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: আপনাকে "রাফা' তে দেখতে চাই।

১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

ক্লোন রাফা বলেছেন: আমাদের সংগ্রাম চলবেই। সমাধানটা ব্লগ কতৃপক্ষের হাতে। আমার বর্তমান ইমেইলে লগইন পাসওয়ার্ড’টা দিলেই সমাধান হয়ে যায়। এই সহজ কাজটাই তাদের’কে বুঝাতে পারলামনা। ধন্যবাদ বি.রয় আপনার প্রত্যাশার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.