নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এর আগে এ গানটা ব্লগে শেয়ার করেছিলাম। একটা শব্দ বদলে গানটা আবার নতুন করে গাইলাম।
তুই আমারে এই জীবনে বেঁচে থাকতে দিলি না রে
তোর প্রেমেতে জ্বলে পুড়ে ছাই করলাম এই দেহটারে
ও আমার সহেলিয়া
ধুঁকে ধুঁকে আজো আমি বেঁচে আছি তোর লাগিয়া
সখীগণরে সাথে লইয়া
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস
কলকলাইয়া ঢেউ খেলাইয়া
আচম্বিতে দেখে তোরে এক ধেয়ানে থাকি চাইয়া
চোখে চোখ পড়তেই তুই এক ঝলকে যাস পালাইয়া
মরণের ভয় ভুলিয়া
তোর ঘরের চান্দুরার পাশে
চুপটি করে রই লুকাইয়া
পাড়া পড়শি দেখে যদি মুচকি হেসে যায় চলিয়া
তোর জল্লাদ ভাইরা দেখলে অমনি দাবড়ানি দেয় রাম দা লইয়া
০৩ মার্চ ২০২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুই আমারে এই জীবনে বেঁচে থাকতে দিলি না রে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
এ গানটার উপর পুরোনো পোস্ট : অনেকদিন পর একটা নতুন গান করলাম
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
দুর্বল চিত্তের মানুষ আমি; গান শোনার সাহস আর করলাম না।
অনেক ভালো করেছেন। গান শুনে আপনার কিছু হইয়া গেলে আমি ফেঁসে যেতাম যে
হাউএভা, কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮
জনারণ্যে একজন বলেছেন: আহা! কি অসাধারণ, অপূর্ব সুন্দর লিরিক!!
পড়েই মন-প্রাণ ভরে গেছে। দুর্বল চিত্তের মানুষ আমি; গান শোনার সাহস আর করলাম না।