নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
নতুন দিন যারা এনেছে তারা রক্ত দিয়ে নতুন দিন এনেছে। এ নতুন দিনে আগের অনেকে ভালো নেই।কারণ আগে তারা যেভাবে লাভবান হয়েছে এখন তারা সেভাবে লাভবান হচ্ছে না।উল্টা তাদের অনেকে এখন ক্ষতিগ্রস্থ্য হচ্ছে।সেজন্য তারা পুরনো দিন ফিরিয়ে আনতে চায়। তবে এর জন্য তারা রক্ত দিতে চায় না।তারা চায় এরজন্য রক্ত দিলে অন্য কেউ দিয়ে তাদেরকে ক্ষমতা ফিরিয়ে এনে দিবে।
নতুন দিনের জন্য জনগণ বেশ উৎসাহী ছিলো। তারা ভেবেছে নতুনেরা সিন্ডিকেট ভেঙ্গে তাদের দ্রব্যমূল্য কমিয়ে দিবে। কিন্তু ভাঙ্গার জন্য নতুন শাসকেরা হয়ত সিন্ডিকেট খুঁজে পাচ্ছে না, নতুবা সেই সিন্ডিকেট এমন শক্ত যে তারা তা ভাঙতে পারছে না। এদিকে দ্রব্যমূল্য কমার বদলে আরো বেড়ে যাওয়ায় তারা বেশ হতাশ। তথাপি তারা আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় বলে মনে হয় না।
নতুন দিন ফিরিয়ে আনতে রক্তদান কর্মসূচীর আয়োজন করে জামায়াত-শিবির। গর্ত থেকে বেরিয়ে এসে তারা বেশ ফুরফুরে মেজাজে আছে। ঝালকাঠি শিবিরের একজন বলল এখানে আজ তাদের জেলা কার্যালয়ের উদ্ভোদন হয়েছ। অথচ এতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিলো। এখন টিভিতে তাদের সংবাদ প্রচারিত হয়। কি আনন্দ আকাশে-বাতাসে। সামনে তাদের স্বপ্ন জাতীয় সংসদের কম পক্ষে বিরোধী দল হওয়া।
পঁচাত্তরে জুনিয়র সেনারা লড়াই করে জিয়াকে ক্ষমতা এনে দিয়েছে। সেই ত্যাজে তারা আরো দশ বছর ক্ষমতা ভোগ করেছে। এখন আবার নিজেদের প্রয়োজনে জামায়াত-শিবির আওয়ামী লীগ তাড়িয়ে তাদেরকে আবার ক্ষমতা পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এদিকে অন্তবর্তী সরকার আল্লাহর কুদরতে ক্ষমতা পেয়ে তাতে কাল-বিলম্বের চিন্তা করছে। স্মার্ট সেনা প্রধান চাচ্ছেন কুদরতি ক্ষমতা যেন বিলম্বিত হয়। মহামান্য চুপ্পু চাচ্ছেন কোন মতে তাঁর মেয়াদ পূর্ণ করতে। সোনাগাজী কোমলমতিদেরকে নিয়ে জ্বালায় আছেন।সার্জিস ও হাসনাত দেখছে তারা কিচ্ছু পাচ্ছে না।জনগণের একজন বললেন তিনি আর আশা করতে রাজি না।এদিকে শেখ হাসিনা বলছেন, তিনি অচিরেই ফিরে আসছেন। তিনি তাঁর গণভবনকে অনেক মিস করছেন।ছাত্র লীগের সাবেক নেতা নাজমুল বলছেন, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে খুব পিটাবেন। যদিও তারা নিজেরাই এখন দৌড়ের উপর আছেন। এমন কান্ড ঘটেছে যে, তাদের সবাইকে খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া যাচ্ছে। সাকিবকে খুনের মামলায় ফাঁসানোর জন্য আমার বড় ভাই খুব উত্তেজনা প্রকাশ করলেন। দূর্গাপুজা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় জামায়াত নেতারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন। এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমাদের রাষ্ট্র অচলের মত চলছে যাতে কখন কি হয়ে যায় বলা যায় না। সাকুল্যে একটু টেনশনেই আছি বলে মনে হয়।
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিদাা যখন আছে তখন আমেরিকার মত দেশ থেকে বুদ্ধি আমদানী করতে পারলে ভালোই হবে বলে মনে হয়। জিয়ার পর সেনা প্রধান হিসাবে তাঁর লুকটা বেশ সুন্দর।
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬
সোনাগাজী বলেছেন:
সিন্ডিকেটরা কোমলমতিদের চিনে গেছে; ফলে, কোমলমতিদের ভুংভাং'এ সিন্ডিকেটরা কান দেবে না।
আসলে সিন্ডিকেট থেকে বড় সমস্যা হলো, মানুষের গড় আয় বিশ্বের অন্য এলাকার মানুষের তুলনায় নগন্য
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আসলে সিন্ডিকেট থেকে বড় সমস্যা হলো, মানুষের গড় আয় বিশ্বের অন্য এলাকার মানুষের তুলনায় নগন্য এটা বুঝতে পারিনি।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: সোনাগাজী সাহেব বুঝাতে চেয়েছেন আমাদের দেশে চাকুরীতে যে শ্রম নির্ধারণ করা হয় তাতে পাশের মোটামুটি রাজনৈতিক স্থিতিশীলতা থাকা দেশ গুলোর তুলনায় অনেক কম। এদেশে প্রাইমারীর টিচার বেতন পায় ২২/২৩ হাজার টাকা অন্যদিকে ভারতে ৪০/৪৫ হাজার টাকা। আবার গার্মেন্টস এর শ্রমিক দের বেতন ও আশেপাশের দেশের থেকে কম।
১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: একজনের আয় ৯৯ টাকা, অন্য জনের আয় ১ টাকা হয়ে দু’জনের গড় আয় ৫০ টাকা হলে যার ১ টাকা আয় তার কি লাভ? দরকারী বিষয় হলো দারিদ্র দূরিকরণ। পকেটে হিউজ টাকা থাকলে দ্রব্যমূল্য বেশী হলেও সমস্যা হয় না। তবে কোন পক্ষের অতি মুনাফার বিষয়টি অবশ্যই থামানো দরকার।
৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫১
আহরণ বলেছেন: আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা নেয় নি। শুনেছি, মুজিব হত্যার পরদিনই আওয়ামী লীগের নেতারা ভোল পাল্টে জিয়ার দলে লাইনে দাড়ায়।
এবারও তাই হয়েছে। আওয়ামী ক্ষমতার হালুয়া-রুটি শেষ। ধান্ধাবাজ সাকিব এখন মিনমিন করে বলেন, "আমি মাত্র কিছু দিন এমপি ছিলাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেন" । অথচ এমপি হওয়ার পরদিনই শুল্কমুক্ত গাড়ির অর্ডার দিয়ে দেন। ১০ কোটি টাকার গাড়ি মাত্র ৭০ লাখ টাকা। ........... (কপাল মন্দ, গাড়ি হাতে আসার আগের আগেই শেখ হাসিনার পতন। এখন ভিক্ষা চাইনা, কুকুর সামলান অবস্থা) জাগতিক ভাইয়া???
১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ তাদের ত্রুটি সংশোধনের সুযোগকে কাজে লাগায়নি।
৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৯
আহরণ বলেছেন: বঙ্গবন্ধুর আদর্শের 'আগুনে পোড়া খাঁটি সোনা' ধান্ধাবাজ সাকিব আল হাসান এখন পল্টি মারার অপেক্ষায় আছেন। বলাবাহুল্য, এই সাকিব/সুমনরা কখনো মরে না। আর কিছু দিন পর এরাই ইউনুস আদর্শের লড়াকু সৈনিক হবেন। @ জাগতিক ভাইয়া???
১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতিকে যারা স্বার্থ হাসিলের হাতিয়র মনে করে তারা রাজনীতিতে ভালো কিছু উপহার দিতে পারে না।
৬| ১৯ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বঙ্গবন্ধু দলীয় নেতা থেকে জাতীয় নেতা হয়ে উঠতে পারেননি। সুতরাং অনেকেই -জয় বঙ্গবন্ধু- কথাটা বলবে না।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: সেনাপ্রধান আমেরিকা যাচ্ছে মনে হয় বুদ্ধি আনতে!