নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

আকুতি, পিশাচ এবং সভ্যতার মুখোশ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫



একটা ঝড় এসে এলোমেলো করে দিল সব
ঘুটঘুটে কালো অন্ধকারময় বিষাদ
মন গহীনে আর্তনাদ করে প্রাণপাখী
খাঁচা ছেড়ে যেতে চেয়েও যায় না
চিকন বাঁশের ডালায় বুনে স্বপ্ন
আর, আর অট্টোহাসি হাসে নিষ্ঠুরতার কাঁকড়াগুলো!

অথচ সেদিন সবুজ ঘাসে নদীর পাশে
ডানা ঝাপটে উড়ছিল দুটি সাদা বক
ঝড় আসার কথা ছিল না
দুঃখ কান্না ঘৃণা কিংবা করুণা?
না, এসবের কোন কথা ছিল না
এসবের কোন কথা হয়নি
কক্ষনো না!
আমি মানি না
আমি জানি না
আমি শুনতে চাই না
আফ্রোদিতি, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে চাই না!

যদি বলো ভালবাসা কি?
যদি বলো, কি এমন মায়ার বাধন?
যদি শুনতে চাও, প্রণয়ের কথামালা
আমি বলবো না
আমি বলতে পারবো না
আমি বলতে চাই না
আমি শুধু পারি চিরে দেখাতে এ হৃৎপিন্ড
যেটা প্রতিনিয়ত ধুকপুক করছে তোমার নামে!

আফ্রোদিতি, ভালোবাসা দাও
শীতের রাতে আমাকে তোমার উষ্ণতা দাও
গৃষ্মের খরতাপে আমাকে তোমার ছায়া দাও
প্রেম সূধা পান করে আমি উন্মাদ হতে চাই
ঝড়ের মাঝে, ঘোরের মাঝে
দুনিয়া জোড়া নীলচে আকাশ
সারি সারি বনের মাঝে
তোমার পিঠ ছড়ানো এলো কেশে
হারিয়ে যেতে চাই আমি
নাম না জানা নদীর মাঝে!
আফ্রোদিতি, ও আফ্রোদিতি ভালোবাসা দাও!

শিশুর মতো কেঁদে উঠেছিলাম আমি সেদিন
আঁকড়ে ধরতে চেয়েছিলাম তোমার হাত দুখানি
আকুতি জানিয়ে ছিলাম তোমার পদতলে লুটিয়ে
অথচ তোমার পাঁজরাবদ্ধ উল্লাস আমাকে ছুড়ে ফেলেছে
ধূলায়, বড্ড দেরীতে অবেলায়
যেখান থেকে ফেরার আর কোন পথ নাই
ঘৃণার চোরাবালিতে আটকে মরিচিকার পিছু ছুটি আমি
তোমার আশায়, ভালবাসায় হন্যে হয়ে বন্য হয়ে!

আফ্রোদিতি, আমাকে তোমার ফুসফুস ভরা বাতাস হতে দাও
তোমার শিরায় ধমনীতে প্রবাহিত লাল টকটকে রক্ত হতে দাও
তোমার চোখের পলক না পড়া পাতা হতে দাও
তোমার ঘামে ভেজা শরীরের গন্ধ হতে দাও
তোমার হাতের চুড়ির রিনিঝিনি শব্দ হতে দাও
কোমর জড়িয়ে থাকা রূপার বিছা হতে দাও
বাহু বন্ধনে আবদ্ধ নকশী বাজু হতে দাও
তোমার বাঁকানো নাখের নথ হতে দাও
পায়ের সোনালী জোড়া নূপুর হতে দাও
আফ্রোদিতি, ওহ্ আফ্রোদিতি আমাকে একটু বাঁচতে দাও
আমি আর পারছি না সইতে দূরত্ব
এর চেয়ে মরণও ভাল আফ্রোদিতি
আমাকে একটু শান্তিতে মরতে দাও!

আকুতি
নভেম্বর ১৫, ২০১৫.
-------------------------------------------------------------------



জীবনের আরেক নাম পিশাচ
যদি জানতে সব কিছু এভাবে
ছিন্নভিন্ন এলোমেলো হবে না
তবু কি বদলাতে না
বর্ণচোরা গিরগিটির মতো
অনবরত পাড় ভেঙে
দানবীয় ধ্বংশলীলা চালানো
খরস্রোতা নিঠুর গহীন নদীর মতো
এক গুচ্ছ আগুনে পুড়তে থাকা
সাদা কাগজে মোড়া নিকোটিন
আর একরাশ ধোঁয়া, ছাইয়ের মতো
ইট চাপা পড়া মলিন ধূুসর
রুগ্ন নেতানা ঘাসের মতো
কিংবা কখনো না জন্মানো শিশুর
ক্ষুধাক্লিষ্ট তীক্ষ্ণ কান্নার শব্দের মতো?
আফ্রোদিতি, আমি বলছি শোন
জীবনের আরেক নাম পিশাচ
যার রক্তে রাঙা লকলকে জিভ
করে হাজারো স্বপ্নের শিখা লেহন
গলাটিপে মারে আকাঙ্খা স্বাধ আহ্লাদ
বিণিময়? শুধু অবিরাম করুণ আর্তনাদ!

যদি তুমি বলো শুধুই পিশাচ
শুধু কি যন্ত্রণা
তবে জেনে রেখো আছে শান্তি সাফল্য
যে জীবনের কথা আমি বলবো না
কারণ দীর্ঘতম যাতনার বিষে
বিষাক্ত পথে কয়েক ফোঁটা সুখবিন্দু
আমাকে বারবার মনে করিয়ে দেয়
জীবনের আরেক নাম পিশাচ!

পিশাচ
ঢাকা, সেপ্টেম্বর ০৮, ২০১৫.
-------------------------------------------------------------------

প্রচণ্ড ক্রোধ নিয়ে চেয়ে দেখি অর্থের উলঙ্গ নৃত্য
তাদের মস্তিষ্কের মানবিক দিক গুলোর অসহায়ত্ব
ঘৃণা করতে শেখায় সভ্যতায় মোড়ানো সমাজকে
জড় পদার্থেরও তো একটা ইহজাগতিক স্থান আছে
তবু কেন হিঁচড়ে টেনে চলে কালের দগ্ধ হায়েনা
তাদের পচে যাওয়া হৃদয়কে?

সভ্যতার মুখোশ
২৫ আশ্বিন ১৪২২.


কবিতা কখনো জীবন, কবিতা কখনো দর্শন, কবিতা কখনো বাস্তবতা, কবিতা কখনো বিপ্লব-বিদ্রোহ আবার কবিতা কখনো কিছুই না!

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৮

জান্নাত রেহান নিশা বলেছেন: অফ্রোদিতিরে কানের নিচে চটকানা X(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

মাগুর বলেছেন: নিজ দায়িত্বে মেরে যেও! :P

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

তার আর পর নেই… বলেছেন: আকুতি দেখে মনে হইছে, কী আকুতি! !! ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

মাগুর বলেছেন: হা হা হা, আসলেই গভীর আকুতি! ;)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আরণ্যক রাখাল বলেছেন: খুব একটা ভাল লাগেনি কবিতাগুলো। অর্ডিনারি হয়ে গেছে খুব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

মাগুর বলেছেন: ধন্যবা; আরণ্যক রাখাল মতামতের জন্য। অর্ডিনারি কবির কবিতা অর্ডিনারি হওয়ারই কথা!

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: আফ্রোদিতির প্রতি আকুলতাটা বেশ মন কাড়ার মতো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

মাগুর বলেছেন: ধন্যবাদ হামা ভাই! আপনি আকুলতার গভীরতা টের পেয়ে গেছেন কিন্তু আফ্রোদিতি তো বুঝতেই চাইছে না! :P

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

সুমন কর বলেছেন: মোটামুটি....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

মাগুর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। চলুক না হয় মোটামোটিই!

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো ভাই :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

মাগুর বলেছেন: থ্যাংকিউ শোভন ভাই! :)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: সাধারন ভাবে অসাধারন হতে পারত যদি ছন্দটা জানা থাকত।

সুন্দর১

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

মাগুর বলেছেন: কবিতা মানে যে শুধু ছন্দ আর অন্তমিলের সমষ্টি এই ধারণা আমি পোষণ করি না। যার ফলে ছন্দ জানার পেছনে সময় নষ্ট করতে ইচ্ছা করেনি। ধন্যবাদ, ভাল থাকবেন।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: ছন্দ মানে যে অন্তমিল তা তো নয় । কবিতায় ছন্দ থাকবেই। না হলে তা শ্রুতিমধূর হয় না। আধুনিক গদ্য কবিতায়ও ছন্দের কারুকার্যতা থাকে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

মাগুর বলেছেন: কবিতাকে কেন যে আপনারা একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে রাখতে চান বুঝি না! কবিতায় কি থাকবে কি থাকবে না সেটা কবির উপরেই ছেড়ে দিন। যে কবি যেভাবে তার কথা বলতে চায় তাকে বলতে দিন। কবিতা সাহিত্যের একটা অংশ। আর সাহিত্য প্রকাশিত হয় ভাষার মাধ্যমে। ভাষা নিজেই যেখানে পরিবর্তনশীল সেখানে সাহিত্য বা কবিতাকে ছক বাঁধা নিয়মে আটকানো কেন?

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বিজন রয় বলেছেন: অসাম অসাম।
+++++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

মাগুর বলেছেন: ধন্যবাদ বিজন রয়। শুভকামনা জানবেন।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষটা পছন্দ হল। সভ্যতা নিয়ে ভাবনায় হতাশায় অদ্ভুত রকম রেজোন্যান্স আছে। আর বানানে নজর দিলে খুশি হতাম। অট্টোহাসি বা গৃষ্মের মত ভুল চোখে পীড়াদায়ক।

শুভেচ্ছা রইল।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

পথে-ঘাটে বলেছেন: লাইক

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝড়ের মাঝে, ঘোরের মাঝে
দুনিয়া জোড়া নীলচে আকাশ
সারি সারি বনের মাঝে
তোমার পিঠ ছড়ানো এলো কেশে
হারিয়ে যেতে চাই আমি
নাম না জানা নদীর মাঝে!
আফ্রোদিতি, ও আফ্রোদিতি ভালোবাসা দাও!

বাব্বাহ! সেইরাম আকুলতা ;)

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.