নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

নবনীতা

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:০৯

[একট সময় ব্লগকে ঘরবাড়ি মনে হতো। তারপর মাঝে মাঝে যেন ঘুরতে আসতাম, উঁকি মেরে যেতাম। মাঝখানে তো ভুলেই গেছিলাম! তাই বেশ কিছুদিন আগের লেখা দিয়ে হলেও ফিরে আসলাম।]

নবনীতা শুনছো?
না শুনলে নাই
তবুও আমি বলে যাব
অতীতের কথা আত্মার কথা
যে খানে নিয়ন আলো
ছিল না রাত্রী জুড়ে
জোছনা যেন আসতো ঠেলে
দূরে, কালো আকাশটাকে চিরে
আমার স্বপ্ন জোনাকীরা
মিটিমিটি জ্বলতো তোমার
কোমলতর ছায়াখানি ঘিরে
নবনীতা, শুনছো? নবনীতা?

তোমার শরীর
শরীরের গন্ধ
তোমার স্পর্শ
চুড়ির টুংটাং
অথবা কিন্নরী হাসি
তোমার তুমি
যাকে আমি, চিনতাম
ছ'কোটি আলোকবর্ষ আগে
হারিয়ে যাওয়া সভ্যতার
প্রেম ও ছলনা'র দেবী হিসাবে
তুমি কি দেবী?
ঈশ্বরী?
নবনীতা, এই নবনীতা? শুনছো?

তোমার উত্তপ্ত ঘামে ভেজা বুকে
মাথা গুঁজে আমি শীতল হয়েছিলাম
সেদিন তো তোমাকে দেবী মনে হয়নি
মানবীর তৃষ্ণা ছিল তোমার দু'চোখে
ছিল আকুতি আকাঙ্খা প্রেম কামনা
কান না পাতলেও শোনা যায় সে আহ্বান
যা উপেক্ষা করার শক্তি ছিল কি না জানি না
ইচ্ছা ছিল না
নবনীতা, শুনছো তো?

ওরা তখনও বোঝেনি
এখনও বোঝে না
পরেও বুঝবে না
তুমিও কি অবুঝ থাকবে
ওদের মতো?
যে দেশে প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ
তার ঠুনকো ম্যরালিটির দোহাই দিয়ে
তুমি এড়িয়ে যাবে দায়?
নবনীতা, ওহ্ নবনীতা!

আমি আর পারছিনা
আমি পারছিনা সহ্য করতে
এই অমানবিক তুমিহীনতা
অতীতের পথে তোমার খোঁজে
হেঁটে হেঁটে আমি ক্লান্ত
আজও খুঁজি তোমায়
যাকে আমি হারিয়েছিলাম
অজানায়, মনের অজান্তে
আমি জানতে চাই না তুমি মানবী না দেবী
আমি শুধু চাই তোমাকে
নবনীতা, শুনছো? এই নবনীতা?

নবনীতা
মাগুর রুবায়েত
ঢাকা, ২৬ মে, ২০১৫.

অফটপিকঃ আব্বে ঘঁচু, ইয়ে নবনীতা কৌন হে বে? :p

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ ভোর ৪:২৩

নিয়েল হিমু বলেছেন: এডিট কৈরা শেষের ফান অংশটা বাদ দেন X( X(
লগাউট দিয়া বাইর হয়া গেছিলাম । খালি মাগুর নামটা দেইখা আবার ব্যক করছি ।

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: মাগুর ,



ফিরে আসার জন্যে ধন্যবাদ ।


নবনীতা হয়তো শুনবে ......

সুন্দর তবে নিয়েল হিমু র মন্তব্যের প্রথম লাইনটিতে সহমত ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: ছ'কোটি আলোকবর্ষ আগে আলোকবর্ষ কিন্তু সময়ের একক না, এটা দূরত্বের একক :-B

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: তাও হয়, ছ কোটি আলোকবর্ষ 'আগে' না দিয়ে 'দূরে' দিলেই ঠিকঠাক। কারণ অতো দূরে সময়ের পার্থক্যও বিশাল হবার কথা।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

আশা করি, নিয়মিত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.