নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
প্রথম পর্বঃ লিফট ভূতের পাল্লায় মাগুর!
২০০৪ সাল, তখন ঢাকায় নতুন আমি। যা দেখি তাতেই অবাক হই! এক বিকেলে ডাক পড়লো লালমাটিয়ায় নিয়ামুল স্যারের বাসায়। অনেক কষ্টে ঠিকানা খুঁজে বের করে যখন বিশাল এক বিল্ডিঙের গেটে নক করলাম তখন দারওয়ান নাম-ঠিকানা লিখে বলল সোজা গেলেই লিফট পাবেন। আমি ভদ্র ছেলের মতো লিফটে উঠলাম, সাথে এক আঙ্কেলও উঠলো। আঙ্কেল নিজেই বাটন চাপ দিয়ে জিজ্ঞেস করলো আমি কোন ফ্লোরে যাবো। এরপর আমি 4th ফ্লোরে নেমে স্যারের বাসায় নেমে গেলাম। তখন পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু সমস্যা হল স্যারের বাসায় কাজ শেষ হওয়ার পর! যখন আবার নিচে নামবো দেখি লিফট ফাঁকা, আমি একলা! এখন এই লিফট ক্যাম্নে নামে নিচে! শেষে অনেক বুদ্ধি করে বের করলাম সব নিচেরটা চাপ দিই তাহলেই হবে! যেমন ভাবা তেমন কাজ, নিচের বাটন চাপ দিয়ে বসে আছি! কিছুক্ষণ পর লিফটের দরজা খুললো আর আমি অবাক হয়ে দেখলাম অন্ধকার আর অন্ধকার! দূরে আবছা আলো!
ঘটনা কি! যখন উপরে যাই তখন এই জায়গাটা আলো ছিল, সামনে দারওয়ান ছিল, গেট ছিল, রাস্তা দেখা যাচ্ছিলো! সব কৈ গেল! ভ্যাবাচ্যাকা খেয়ে আবার লিফটে ঢুকলাম, উপরের দিকের একটা বাটন ইচ্ছা মতো টিপলাম! মৃদু কেঁপে লিফট আবার উপরে উঠে গেল! দরজা খুললো, আবার টিপ দিলাম সব নিচের বাটনে! মহা আগ্রহ এবং ভীতি নিয়ে অপেক্ষা করছি দরজা খুলে কি দেখবো সেটা নিয়ে! কিন্তু আগের মতোই হতাশ হলাম অন্ধকার দেখে! সাথে বেশ ভয়ও পেলাম যে শেষে লিফট ভুতের পাল্লায় পড়লাম! হঠাৎ লিফটটা আবার দুলে উঠলো, গেট বন্ধ হয়ে উপরে ওঠা শুরু করলো! আমিও ভেতরে অনড় হয়ে অপেক্ষা করছি, কিন্তু এবার লিফট থামলো 6th ফ্লোরে, দেখি আবার সেই আঙ্কেল! আঙ্কেলকে দেখে খুসিতে আমার ৩২টা দাঁত বের হয়ে পড়লো! অবশেষে আঙ্কেলের সাথে আবার সেই আগের মেইনগেটে নেমে আসলাম!
পরে বুঝেছিলাম আঙ্কেল চাপ দিয়েছিল GF এ আর আমি চাপ দিয়েছিলাম BF এ, যার ফলে অন্ধকার বেজমেন্টে চলে গেছিলাম!
*GF: Ground Floor, B: Basement.
দ্বিতীয় পর্বঃ লিফটোলাইকা, দ্য গড অফ লিফট!
কারওয়ান বাজারের "ওয়াসা" ভবনে যে লিফট গুলা আছে সেগুলাতে যে চড়েছে সে জানে কি জিনিস! তো একবার ২০১০ সালে অফিসের কাজে গেলাম ওয়াসা ভবন। ততদিনে লিফটের ভয় কেটে গেছে! কাজ শেষে যখন নামবো তখন দেখি লিফটের ভেতর আগে থেকেই ওয়াসার একটা প্রজেক্টের আমেরিকান ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে। যথারীতি লিফট নিচে নামা শুরু করলো, কিন্তু ৫ তলা আর ৬ তলার মাঝামাঝি এসে লিফট ক্যাঁচকোঁচ শব্দ করে আঁটকে গেলো! আমি নির্বিকার ভাবে পকেট থেকে N73 বের করে ফ্ল্যাশের আলো জ্বালালাম। আমেরিকানটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল,
- What the fuck!
- This is Bangla fuck!
- What?
- I mean Bangla Fact!
- Oh my god!
- গডরে ডাইকা লাভ নাই! পারলে লিফটম্যানরে ডাকো!
- What are you saying?
- Nothing, just keep cool! Everything will be ok!
- But when?
- I don't know! It Depends on Liftolaika!
- What is Liftolaika!
- He is the god of lift!
- What? You have a god for lift?
- Yup, we've. So? Lets pray...and just say..."Save me liftolaika, save me liftolaika!"
তারপর বিড়বিড় করে নিজেই বলতে থাকলাম, "সেইভ মি লিফটোলাইকা, সেইভ মি লিফটোলাইকা!" আমার দেখাদেখি আমেরিকানটাও বিড়বিড় করা শুরু করলো, "সেইভ মি লিফটোলাইকা!" কিছুক্ষণের মধ্যেই লিফট আবার নিচে নামা শুরু করলো! গ্রাউণ্ড ফ্লোরে নামার পর আমেরিকানটা মুখে ঝলমলে হাসি নিয়ে বলল, "Say thanks to your god Liftolaika, he is great!"
তৃতীয় পর্বঃ লিফটে টাইম ট্রাভেল!
লিফট নিয়ে অতীত অভিজ্ঞতার গল্প তো শুনালাম, এবার বলি কিছুদিন আগের কথা। বাল্যবন্ধু Sohail এর বোনের বিয়ে, স্থানঃ Bird's Eye Roof Top Restaurant and Convention Hall. বাল্যকালের বেশ কয়েক জন বন্ধু মিলে একসাথে সেদিন অনেক মজা হয়েছিল। এর মধ্যে আমি মাঝহারুলকে বললাম, চল নিচে যাই! তারপর দুজন মিলে টপ ফ্লোর থেকে লিফটে উঠলাম। লিফটে শুধু আমরা দুজনই, দরজা বন্ধ হয়ে গেলো একটু পর। আমি আর মাঝহারুল সমানে গল্প করে যাচ্ছি। ওর সাথে প্রায় ৫ বছর পর দেখা! ওরও একটা মেয়ে আছে, বড় হয়ে গেছে! পুরানো দিনের গল্পে দুই বন্ধু একেবারে হারিয়ে গেছি! অনেকক্ষণ পর খেয়াল করলাম লিফটের গেট খুললো। সামনে দাঁড়িয়ে একদল মানুষ, ভেতরে ঢোকার জন্য উদগ্রীব সবাই! আমরা নেমে দাঁড়ালাম।
কিন্তু একি! এতো সেই টপ ফ্লোর! আর লিফটটা চোখের সামনে দিয়ে নিচে নামতে লাগলো! মানে আমরা লিফটে ঢুকে গল্প জুড়ে দিয়েছি! GF এ চাপ দিতেই ভুলে গেছি! দুই বন্ধু গলা ফাটিয়ে হেসে উঠলাম! আশেপাশের মানুষ অবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগলো, "কি অসভ্য রে! লিফট থেকে নেমে কেউ এমন হাসি দেয়!"
[মাগুরের] ফেসবুক ওয়াল থেকে।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
মাগুর বলেছেন: তাহলে স্মৃতিচারণ সার্থক মনে হচ্ছে! ধন্যবাদ
২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২২
নিরীহ বালক বলেছেন: Save me liftolaika, save me liftolaika!
৩| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৩
নিরীহ বালক বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
মাগুর বলেছেন:
৪| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: - Oh my god! /
- গডরে ডাইকা লাভ নাই! পারলে লিফটম্যানরে ডাকো!
- What are you saying? :-*
- Nothing, just keep cool! Everything will be ok!
- But when? (
- I don't know! It Depends on Liftolaika!
- What is Liftolaika! :-*
- He is the god of lift!
- What? You have a god for lift?
- Yup, we've. So? Lets pray...and just say..."Save me liftolaika, save me liftolaika!"
লেখার এই পার্ট পড়ে হাসি আর আটকে রাখা গেলোনা। তবে লিফট ভীতি আমারও বেশ আছে। পারতপক্ষে একা লিফটে উঠিনা।যদিও কখনও লিফট ভুতের পাল্লায় পড়িনি বা লিফটোলাইকা দেবীকেও ডাকতে হয়নি।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
মাগুর বলেছেন: পাল্লায় পড়েননি, কিন্তু পড়তে কতক্ষণ!
শুভকামনা জানবেন
৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬
হাসান মাহবুব বলেছেন: হাহা!
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
মাগুর বলেছেন:
৬| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮
ইমাম হাসান রনি বলেছেন: লোল
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
মাগুর বলেছেন:
৭| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
মাগুর বলেছেন: ধন্যবাদ প্রোফেসর
৮| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২
তূর্য হাসান বলেছেন: শেষের অভিজ্ঞতাটা আমার আছে। একদিন অফিস শেষে বেশ কয়েক কলিগ একসঙ্গে কথা বলতে বলতে লিফটে উঠলাম। যথারীতি দরজা বন্ধ হলো। প্রায় মিনিট দেড়েক পর একজন বলে উঠলো লিফট তো চলছে না। কেন চলছে না। দেখা গেল লিফটের বাটনে কেউ চাপই দেয়নি। যথারীতি সবাই মিলে দম ফাটানো হাসি।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
মাগুর বলেছেন: হা হা হা! যাক আমরাতো তাও দুজন ছিলাম, আপনারা তাহলে বেশ কয়েক জন!
৯| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৬
হেডস্যার বলেছেন:
চরম মজা পেলাম
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
মাগুর বলেছেন: শুনে ভাল লাগলো স্যার
শুভকামনা আপনার জন্য.
১০| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪১
আমিনুর রহমান বলেছেন:
GF এর দিকে নজর কম দেয়াই ভালো, বেশী দিলে বউ মারবো।
ব্যাপক মজা পাইছি
১১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৯
উদাস কিশোর বলেছেন: Liftolaika ! অংশ টা পড়ে বিছানায় খানিকক্ষন গড়াগড়ি করেছি
মজা পেলাম
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১২
লাবনী আক্তার বলেছেন: মজা পেলাম পড়ে।