নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

এক গুচ্ছ অকবিতা সাথে একটি মহাকাব্য!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪



সাইকো ভালোবাসার এপিঠ

তোমার জন্য

আমি আমৃত্যু ঝুলে থাকতে পারি ফাঁসিকাষ্ঠে

করতে পারি আরো কয়েকটা খুন

ধরতে পারি চেপে কোন অষ্টাদশীর কোমল উরু

অমৃতের পেয়ালা আজ রক্তে পরিপূর্ণ

তোমার জন্য, শুধু তোমার জন্য!





সাইকো ভালোবাসার ওপিঠ

তোমার জন্য

রংধনুর সাত রঙে রাঙিয়ে আনতে পারি সাতটি ফুল

মেঘের ভেলায় ভাসিয়ে দিতে পারি সব পাপ

আকাশ ভরা মিটিমিটি তারা আনতে পারি আমি অমাবস্যার রাতে

তোমার জন্য, শুধু তোমার জন্য!





হট্টোগোলে ভরা বর্ণমালা

চন্দ্রবিন্দুর সাথে নাকি খন্ড 'ত' আর কথা বলবে না

শিক্ষক বানানে 'ক' বাদ দিয়ে 'ষ' এর উপর বেশী চাপ দিয়ে ফেলেছে ছাত্ররা,

বিসর্গ বিষন্ণতায় ভুগছে গত সাত মাস থেকে!

শেষ পর্যন্ত ব্যাভিচারের দায়ে অভিযুক্ত হলো 'য' ফলা

নামের শুরুতে যৌনতার 'য' থাকার কারনে!

অংকের অনুস্বর মিলছে না কিছুতেই

কাগজে লিখলেও কেউ বানান করতে পারেনি ব্রাহ্মণ!

হ য ব র ল সব বর্ণ

হৈ হট্টোগোলে ভরা অট্টোহাসিতে হাসছে বর্ণমালা!





সুখ ও ছোট ডিম

দূরে থাকা মেঘের বৃষ্টি পড়ছে

মনের জানালার কাঁচে

মৃদু হেসে গান গাইছে দক্ষিণা বাতাস

চিলেকোঠায় ঘর পেতেছে একজোড়া চড়ুই

ছোট ছোট ডিম বড় হচ্ছে

স্বপ্নেরা ডানা না মেলুক

চড়ুই ছানা আজ ঠিকই আসমানে।





শরীর

তোমার কোমরের সরু বাঁকে

ব্রেক কষতে গিয়েও ব্যর্থ আমি

পড়েছি পিছলে নিতম্ব খাঁজে

সরু বাহু গুলো নুয়ে আছে

যেন কলমীলতা হেলছে দুলছে

তোমার পিঠ ভরা এলো কাশফুলের মতো চুলে।





জীবনের ঘানি

সাদা কাগজে ময়লা

বিচ্ছিরি মন মাদুলী

শব্দের টানে বেসুরাসুর বাঁশী

বিভ্রান্ত মোরগ ডাকে সাঁঝের বেলায়

ছুটন্ত পিঁপড়ের সারি ভেঙে একটা গুবরে পোকা

টেনে যাচ্ছে জীবনের ঘানি!





এক শব্দের মহাকাব্য



ভালোবাসা!



আমার বিছানায় সব সময় একটা খাতা থাকে। শুয়ে শুয়ে যখন যেটা ইচ্ছা লিখে ফেলি। কখনো একলাইন, কখনো দুলাইন, কখনো বা পাতার পর পাতা! সেখান থেকে কিছু কিবোর্ডে টাইপ করলাম আজ।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ ভাবনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

মাগুর বলেছেন: জী, মোটামোটি সেরকমই...

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

শাপলা নেফারতিথী বলেছেন: সাইকো ভালোবাসার এপিঠ
আর
হট্টোগোলে ভরা বর্ণমালা
ভালো লেগেছে..

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৯

মাগুর বলেছেন: ধন্যবাদ আপি :)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

হেডস্যার বলেছেন:
কবিতা কঠিন লাগে...বুঝি কম।
বর্ণমালা আর গুবরে পোকার ছবিটা সুন্দর...

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

মাগুর বলেছেন: কবিতা আমার নিজের কাছেও খুব কঠিন লাগে! তাই তো অকবিতা লিখি! :P

ছবি গুলো গুগল থেকে সংগ্রহ করা...

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

সুমন কর বলেছেন: বেশ হয়েছে!!

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩২

মাগুর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, শুভকামনা জানবেন :)

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

এহসান সাবির বলেছেন: বেশ!!!

ছবি গুলোও বেশ...!!!

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩২

মাগুর বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ ;)

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত! আপনিতো চমৎকার লিখেন!

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

মাগুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! শুভকামনা অনেক অনেক :)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: চড়ুই আর বর্ণমালা বেশ লাগল!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অদ্ভুত সুন্দর!
কবিতার অন্তর্নিহিত ভাবনায় শ্রদ্ধা আর ভালোলাগা, ভাবী ভাগ্যবতী বটে :)
দারুণ লিখেছেন মাগুর ভাই!

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: বেশ লাগলো।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

একজন আরমান বলেছেন:
সাইকো ভালোবাসার এপিঠ এর চার নাম্বার লাইনে জাতি কনফিউশনে পড়ছে ! /:) /:) /:)


শিরোনামে ১৮+ ট্যাগ দেন নাই কেনু? :-P :-P :-P

এপিক মানেই মহাকাব্য ! এপিক এপিক !! এপিক ভালোবাসা !!!

এপিক মাগুর !!!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫

রাকিব শেখ বলেছেন: মাগুর ভাই এটা কি ভাবী টাকির উদ্দেশ্যে লেখা?

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



পুরো মাগুরময় কথামালা, ভালো না লেগে উপায় নেই।

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: কবিতা লিখেই কোথায় পালালেন? কবিতাখানা চমত্‍কার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.