নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

নীলফামারীর ধোবাডাঙ্গা থেকে বলছি

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪



আপনি কি কখনো সাইবেরিয়া গেছেন? না গেলে চরম মিস করেছেন! ঢাকা থেকে ০৯ তারিখ রাত ১০টায় রওনা হয়ে আজ দুপুর সাড়ে বারটায় এসেছি নীলফামারী, আমাদের গন্তব্যস্থলে। শীতের তীব্রতা এতো বেশি যে মনে হচ্ছিল সাইবেরিয়া চলে এসেছি! তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস! এই তীব্র শীতের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছিলো কিছু মানুষ একটু উষ্ণতার আশায়।





দুপুরের পর থেকে আমরা ধোবাডাঙ্গা হাইস্কুল মাঠে আমাদের নিয়ে আসা কম্বল এবং অন্যান্য কাপড় গুলো বিতরণ শুরু করি। আজকের মতো প্রথম স্টেপের বিতরণ শেষ। আগামীকাল আবার মাঝপাড়া গ্রামে আবার শুরু হবে বিতরণ।





ছবি: শীতবস্ত্র হাতে তুলে দিচ্ছেন সবার প্রিয় কাল্পনিক ভালোবাসা।





ছবি: স্নিগ্ধ শোভন আর আমি।





ছবি: কম্বল গায়ে হাসি মুখ :)





ছবি: প্রতিবন্ধী শিশু মায়ের কোলে কম্বল হাতে :)





ছবি কৃতজ্ঞতা: ব্যাক পকেটের চিঠি।



শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আমাদের সাথে ছিলো আমিনুর ভাই, কাল্পনিক ভালোবাসা, কান্ডারী অথর্ব, একজন আরমান, কুনোব্যাঙ, স্নিগ্ধ শোভন, স্বপ্নবাজ অভি, জেরিফ, আড়িয়াল খাঁ, ব্যাক পকেটের চিঠি, শাওন, সজিব, সাগর, নাজমুল সহ আরো অনেকে।



ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা সেই সকল মহান মানুষদের প্রতি যারা নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ ধন্যবাদ পল্লব ভাইকে। পল্লব ভাই এবং তার পুরা পরিবার দুই দিন যেভাবে আমাদের আপ‌্যায়ন করেছেন এবং সহ্য করেছেন আমাদের সকল জ্বালা যন্ত্রণা তাতে আমরা অভিভূত! সকলের প্রচেষ্টায় আজ আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। আগামীতে ইনশাল্লাহ আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

মন্তব্য ৬৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

বটবৃক্ষ~ বলেছেন:



অনেক ভালোলাগছে দেখে!!!

আপনাদের কষ্টগুলো সার্থক হোক!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

মাগুর বলেছেন: ধন্যবাদ প্রিয় বটবৃক্ষ :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

বটবৃক্ষ~ বলেছেন:




পুরো টীম কে অনেক অনেক অভিনন্দন। :)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

মাগুর বলেছেন: আপনাকেও অভিন্দন সাথে থাকার জন্য :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: পুরো টিমের জন্য শুভকামনা :) :)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

মাগুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই সাথে থাকার জন্য :)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

চিরতার রস বলেছেন: শুভ কামনা কমরেডস্ :)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

মাগুর বলেছেন: ধন্যবাদ কমরেড :)

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: দুর্দান্ত কাজ কমরেডস।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: অনেক ভাল লাগল দেখে । পুরা টিমকে স্যালুট :)

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: :) :) :)

আপনাদের সাথে যাইতে পারলে হয়তো লিখতে পারতাম ধোবাডাঙ্গার শীতবস্ত্র বিতরন কার্যক্রম এবং আমার সম্ভব্য প্রেমের গল্প ! ;)

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

মায়াবী ছায়া বলেছেন: মানুষ মানুষের জন্য .....
অনেক শ্রদ্ধা যারা এগিয়ে এসেছেন....
শুভকামনা ।।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

মশিকুর বলেছেন:
উদ্দেশ্য সফল হোক। সবাই নিরাপদে ফিরে আসুন। শুভকামনা রইলো।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: আপনাদের কার্যক্রম দেখে দেখে প্রাণ ভরে গেল।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

ইখতামিন বলেছেন:
প্রশংসিত উদ্যোগ।
পুরো টিমের জন্য শুভকামনা রইল। :)

১২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

রাফা বলেছেন: অসাধারণ~~মানুষ মানুষের জন্য।
যদি পৃথিবীতে কেউ আমাকে প্রশ্ন করে স্বর্গের স্বাদ পাওয়া কি সম্ভব? আমি বলবো নিপিড়িত আর অসহায় মানুষের পাশে দড়ালে সেই অনুভুতি আপনি পাবেন।

গ্রেট জব মাগুর ব্রাদার সহ পুরো দলকে অসংখ্য ধন্যবাদ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: গ্রেট ওর্য়াক।
আপনাদের দেখে ভাল লাগছে। সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করে নিরাপদে ফিরে আসুন।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: গল্পের পিছনে আর একটা গল্প থাকে সেই পিছনের গল্পটা প্রায় অজানাই থাকে সকলের। আমি সেই অজানা গল্পটা প্রকাশ করে দেই।


প্রিয় ব্লগাররা আপনারা কি জানেন যে গত কাল রাত ৯ টায় ঢাকা থেকে ১৫ জন্য তরুণ এই শীতের রাতে সম্পূর্ণ খোলা ট্রাকে করে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়ে ১৬ ঘণ্টা পরে আজ দুপুর ১ টায় গন্তব্যে পৌঁছেছে। যে শীতে আপনারা ১ ঘণ্টা বাহিরে দাড়িয়ে থাকতে পারবেন না সেই শীতে তারা খোলা ট্রাকে নীলফামারী পৌঁছেছে।


আসুন এই সকল বীর দের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই সেই সাথে তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

সামাইশি বলেছেন: আপনাদের সশ্রদ্ধ সালাম। ভালবাসা সকল সময়।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

বাতায়ন এ আমরা কজন বলেছেন: মানুষের জন্য কিছু করতে চাইলে তা যে কোন অবস্থানে থেকেই করা যায়। স্যালুট আপনাদের। এরাই আমাদের দেশের মানুষের প্রকৃত চিত্র। অথচ সামান্য কজন মানুষ আমাদের প্রতিনিয়ত কতটাই না পিছিয়ে দিচ্ছে, তারা কী কখনও ভেবে দেখেছেন? সব কিছুকে এড়িয়েই আমরা এভাবেই এগিয়ে যাব। নিরন্তর শুভকামনা, আপনাদের সবাইকে।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

সোজা কথা বলেছেন: মহতী উদ্দ্যোগ।সাহায্যের হাত বাড়িয়ে দেয়া মানুষদের প্রতি শ্রদ্ধা।আপনারা কাজ করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

খেয়া ঘাট বলেছেন: শীতার্ত মানুষের পাশে আপনাদের এ প্রচেষ্ঠা সফল হোক। দীর্ঘায়ু হোন।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের শুভেচ্ছা যারাএত কষ্ট করে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন।পোস্ট স্টিকি করায় ধন্যবাদ কর্তৃপক্ষকে।

প্রচেষ্টা সুন্দর ও সফল হোক।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

অন্তরন্তর বলেছেন:

স্যালুট আপনাদের সকলকে।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫

প্রবাসী পাঠক বলেছেন: আপনাদের এই মহৎ উদ্যোগ সফল হোক। এই উদ্যোগের সাথে জড়িত সবার জন্য রইল শুভ কামনা ।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

সাইলেন্স বলেছেন: স্যালুট বস।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

এম মশিউর বলেছেন: পুরো টীমের প্রতি শ্রদ্ধা রইলো।


সফল হোক এই প্রচেষ্টা ।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮

রক্ত নজরুল বলেছেন: স্যালুট জানাই।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

হেডস্যার বলেছেন:
শ্রদ্ধা ও সালাম।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪

লাবনী আক্তার বলেছেন: শুভ কামনা সবার জন্য।

আল্লাহ নিশ্চয় আপনাদের এই ভালো কাজের প্রতিদান দিবেন। সবাই নিরাপদে ফিরে আসুন এই দুয়া করি।

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

সেমিবস বলেছেন: শুভকামনা রইল..............মানুষ মানুষের জন্য

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

নাহিদ রুদ্রনীল বলেছেন: একটা গানের লাইন খুব মনে পড়ছে,

''মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না''

আপনাদের মত মানুষ থাকলে সহানুভূতি অবশ্যই পাবে। :-)

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

জুন বলেছেন: শুভকামনা রইল আপনাদের জন্য আর সহানুভূতি রইলো সেই শীতার্ত মানুষগুলোর জন্য ।

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

আমি নিন্দুক বলেছেন: দুর্দান্ত...! এই শীতের রাতে সম্পূর্ণ খোলা ট্রাকে করে নীলফামারীর.....!!!???
উরিবাবা...!!
স্যালুট...!!
স্যালুট...!!
স্যালুট...!!

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

স্পেলবাইন্ডার বলেছেন: শুভকামনা।

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: স্যালুট। পথ হারাবে না বাংলাদেশ।

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

নাহিনরানা বলেছেন: পুরো টীম কে অনেক অনেক অভিনন্দন। :)

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

ডট কম ০০৯ বলেছেন: আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

জনাব মাহাবুব বলেছেন: প্রশংসিত উদ্যোগ।
পুরো টিমের জন্য শুভকামনা রইল। B-) B-) B-)

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন। :)

প্রতি বছরই আমরা এরকম শীত বস্ত্র দিয়ে থাকি, ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে। যারা বস্ত্রগুলো গ্রহণ করছেন, তাদেরকে আমরা সচেতন করতে পারি, যাতে শীত বস্ত্রগুলো তারা যত্ন সহকারে ব্যবহার করেন এবং অনেক বছর ব্যবহার করতে পারেন।

যারা দিচ্ছি, তারা একটা ব্যপার খেয়াল করতে পারি, একটু ভাল মানের শীত বস্ত্র যাতে দেয়া যায়, এতে তারা সেটা অনেক বছর ব্যবহার করতে পারবেন।

দেশের বাইরে আছি, তাই কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারলাম না। তেহরানে আছি, তাপমাত্রা এখন ২ ডিগ্রী, রাতে মাইনাসে চলে যায়, অবশ্য ঘরে থাকলে কোন সমস্যা হয় না, হিটার আছে। একটু আগে হালকা তুষারপাত হল যদিও তাপমাত্রা ২ ডিগ্রীই আছে এই দুপুর বেলায়।

আমাদের দেশে গ্রামে হিটার সম্ভব না, তাই মোটামুটি ভাল মানের কম্বল পেলে তারা অনেক দিন ব্যবহার করতে পারবে। শুভকামনা।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

হাসান মাহবুব বলেছেন: নীলফামারীতে ছিলাম দীর্ঘকাল। ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ভয়ানক হয়ে যায় জায়গাটা শীতের সময়। অনেক শুভকামনা রইলো।

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

এম আর ইকবাল বলেছেন:
একদল তরুণ যখন জীবনকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের পাশে,
আরেক দল তরুণ মানুষত্ব হারিয়ে,
জীবনকে দূর্বিযহ করে তুলছে ।
মানুষত্ব কে জাগিয়ে রেখেছে যারা
স্যালুট তোমাদের ।

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গর্ব করার মতো কাজ হয়েছে।
এই প্রেরণা ছড়িয়ে পড়ুক সকল মহলে... :)

৪০| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

গরম কফি বলেছেন: উদ্দেশ্য সফল হোক। সবাই নিরাপদে ফিরে আসুন। শুভকামনা রইলো।

৪১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: শুভকামনা এই নবীন অভিযাত্রী দলের প্রতি। শীতার্তকে শীতের সম্বল জুগিয়ে শীতকে জয় করে তারা ফিরে আসুক শুভেলাভে।


একটি পরামর্শঃ আগামীতে অগ্রহায়নের শুরুতেই এই উদ্যোগ নেওয়া হোক। তাহলে শীতার্ত মানুষগুলি পুরো শীতকালটাতেই আরেকটু ভাল থাকবে।

৪২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

সূর্য হাসান বলেছেন: পুরো টিমকে স্যালুট জানাই।

৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই মাত্র ব্লগার কাল্পনিক ভালবাসার সাথে কথা হলো।

নীলফামারী থেকে সকাল ১ টায় আবারও খোলা ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে বর্তমানে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত পৌছেছে।

রাস্তায় প্রচন্ড জ্যাম। আগামী কাল থেকে আবারও অবরোধ তাই যত তারাতাড়ি সম্ভব ঢাকা পৌছাতে চেষ্টা করতেছে।

আপনারা সকলে উনাদের জন্য দওয়া করবেন যাতে করে নিরাপদে ঢাকা পৌছাতে পারেন যথা শিঘ্রই।

৪৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

আমিনুর রহমান বলেছেন:



সামু'র প্রতিটি ব্লগারকেই ধন্যবাদ যাদের উত্সাহ, উদ্দিপনা ও সহযোগিতার কারনে একের পর এক মানবিক কাজগুলো করার সাহস পাচ্ছি আমরা।

উত্তরবঙ্গের এই অসহায় শীতার্ত মানুষগুলোর কাছে কিছুটা উষ্ণতা পৌছে দিতে পেরেছি তার জন্য পিছনে থেকে আরো কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ তারা হলো RIDE FOR A SMILE ও হালিমা-ফারুক ফাউন্ডেশন, সাভারের "সবার জন্য আমরা"।


ভবিষ্যতেও এভাবেই সকলকে পাশেই পাবো জানি তাই ঢাকায় পৌছেই হয়ত আবারো কোন মানবিক উদ্দোগে নেমে পড়বো।

৪৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসাধারণ কিছু কাজ করছেন মাগুর ভাই আপনারা ।

পাশে থাকতে পারিনি বলে আমি লজ্জিত ।

৪৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

আমি শুধুই পাঠক বলেছেন: অসাধারণ কাজ করলেন আপনারা। কিছু তরুণ পেট্রোল বোমা মেরে উষ্ণতা ছড়াতে চায় আর কিছু তরুণ গরম কাপড় জড়িয়ে দিয়ে। আপনাদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল কাজ
আল্লাহ আমাদের নিঃশব্দের প্রতি সুমতি দিক
পোস্ত এ ধন্যবাদ

৪৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: অভিনন্দন সবাইকে। আপনাদের বিদায় দেবার পর খারাপ লেগেছে না যেতে পারার জন্য । মিস করেছি.....
পাশে আছি।

৪৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

তওসীফ সাদাত বলেছেন: ভাই, পরাণ জুড়ায় গেলো :)

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এভাবেই একদিন দূর হবে সব দুঃখ । শুধু পাশে চাই কিছু সত্যিকারের মানুষ !
শুভকামনা সবসময় !

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮

ঐতিহাসিক বলেছেন: আপনাদের সবার প্রতি শুভকামনা ।
ভালো কাজের জন্য ইচ্ছাই যথেষ্ট, তার যথাযথ প্রমান দিলেন আপনারা ।

আগামীতে ইনশাল্লাহ আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

পি কা চু বলেছেন: অসম্ভব ভালো লাগল, আল্লাহ আপনাদের সহায় হোন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

মাগুর বলেছেন: ধন্যবাদ পি কা চু :)
শুভকামনা রইলো।

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

মৈত্রী বলেছেন: আপনাদের সাথে যেতে পারলে ভালো লাগতো...

যাইহোক, খোলা ট্রাকে নীলফামারি যাত্রা কেমন হল আশাকরি খুটিনাটি সহ বিস্তারিত লিখবেন :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

মাগুর বলেছেন: পরের বার যাওয়ার জন্য প্রস্তুতি নেন। ;)

খুঁটিনাটি নিয়ে একটা পোস্ট রেডি করছি :)

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

একজন আরমান বলেছেন:
সেইরকম এক অভিজ্ঞতা !


বিস্তারিত পরে কইতেছি। জমাট হইয়া আছি ঠান্ডায়।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪

মাগুর বলেছেন: হ, সিরাম অভিজ্ঞতা!

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

ভোরের সূর্য বলেছেন: অসাধারণ একটি ভাল কাজ। আল্লাহ্ আপনাদের ভাল এবং নিরাপদে রাখুক যাতে আপনারা ভাল থাকেন এবং এরকম আরো ভাল কাজ করেন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

মাগুর বলেছেন: ধন্যবাদ ভোরের সূর্য :)
সাথে থাকবেন সবসময়, শুভকামনা জানবেন।

৫৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত কাজ কমরেড

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

মাগুর বলেছেন: জী কমরেড ;)

৫৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

মহামহোপাধ্যায় বলেছেন: দারুণ কাজ করেছেন আপনারা। শ্রদ্ধা এবং সাধুবাদ রইল ভাই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.