নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি আত্ম প্যাঁচমুলক অকাব্য

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৫



শূন্য আকাশে মেঘেরা আজ থাকতে রাজি নয়

মেঘেরাও নাকি মন মতো সঙ্গী চায়

ডানা ভাঙা কাকেরা উদাস পানে চেয়ে

রাজকীয় উল্লাস দেখে সাথে নেকড়ের নৃত্য

আঁধারের বুক চিরে ফুটে ওঠা ১০১টি নীলপদ্ম

মাথায় পেরেক ঠুকে মরা প্রেম

ভালোবাসার বিষে নীলচে কালো হৃদয়

রক্তের মতো লাল তার আভা

অথবা একটি জীবনের গল্প

শুরুর আগেই হয়েছিল যার সমাপ্তি।



#

একটি প্রেমের কবিতা লিখবো বলে

শব্দের ঝুলি হাতড়াচ্ছি সেই কখন থেকে

প্রেমময়ী শব্দ গুলো যেন সব হারিয়ে গেছে।



#

ফেলে আসা পথে ফিরে যাওয়া ভালোবাসা

শুধু দুটি মনের পুনর্মিলন নয়

আরেকটি নতুন প্রেমের জন্ম।



#

সভ্যতার আস্তাকুঁড়ে পড়ে থাকা শ্রমিকের ঘর্মাক্ত মুখ

ক্যাঁচকোঁচ করে ঘুরতে থাকা মটরের চাকা

ক্ষুধার জ্বালায় ক্লান্ত নেড়ী কুকুরের দল

সাত শালিকের এক শালিক আজ মারা পড়েছে ছররা গুলিতে

গর্ভে থাকা শিশুর কান্নায় ভারি আকাশ বাতাস

মানবিকতা নয়, পাশবিকতা আজ হাসছে হায়েনার বেশে!



অকবি হওয়ার মজাই আলাদা! মনের ভেতরে বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়ানো বিচ্ছিন্ন লাইন গুলো একসূতোয় গেঁথে ফেলাই অকবির কাজ। যা খুশি যে ভাবে যত খুশি একটা পর একটা লাইন সাজিয়ে যাও। লেখা শেষ হওয়ার পর যদি কোন মানে দাঁড়ায় তো ভালো, না হলেও কোন সমস্যা নাই!

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩১

উদাস কিশোর বলেছেন: নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

হাসান মাহবুব বলেছেন: +

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

আকিব আরিয়ান বলেছেন: ভালো

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খন্ড খন্ড কাব্য ভালো লাগলো !
খুব চমৎকার !

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো সুন্দর হইছে!!! :) :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

সুমন কর বলেছেন: ভালো।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

শুঁটকি মাছ বলেছেন: সভ্যতার আস্তাকুঁড়ে পড়ে থাকা শ্রমিকের ঘর্মাক্ত মুখ
ক্যাঁচকোঁচ করে ঘুরতে থাকা মটরের চাকা
ক্ষুধার জ্বালায় ক্লান্ত নেড়ী কুকুরের দল
সাত শালিকের এক শালিক আজ মারা পড়েছে ছররা গুলিতে
গর্ভে থাকা শিশুর কান্নায় ভারি আকাশ বাতাস
মানবিকতা নয়, পাশবিকতা আজ হাসছে হায়েনার বেশে।
ভাল লিখেছেন মৎসজাতি!!!!!!!!!!

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: বেশ.....!!

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.