নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন বিষণ্ণতার অকবিতা

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮





#

আধো আলো আধো ছায়ার রাত

শুকনো হাসি হাসছে কাদা মাখা চাঁদ

গগনে গর্জে উঠতে যেয়ে ঘন কালো মেঘ

বিরহ ব্যাথায় আজ করছে আর্তনাদ!

কেন?



কেন এ মিছে সংলাপ?

কেন এই ভালোবাসার নোংরা কিলবিলে রুপ?

কেন প্রেমের নামে আজ অপছায়া হয়ে বাস করে কালসাপ?

ভালোবাসা আজ খোঁজে ভালোর মধ্যে একটু খানি আশা

খোঁজে স্নেহ, মমতা আর কোমলতার আবেশ

একটু খানি হৃদয় অথবা মায়ায় ডোবানো দিঘল কালো কেশ



প্রেম দুর্ভিক্ষ কেটে যাক

মরুভুমির মরিচিকারা সত্যে পরিনত হোক

মিটুক প্রেমিকের প্রেমের তৃষ্ণা!



#

তোমাকে ভাবতে যেয়ে

আজ সব কিছু এলোমেলো

চোখের কোণে দু'ফোটা জল এসে জমা হলো

মনের কোণে এক টুকরো মেঘ এসে ভিড়ল

স্মৃতির কোণে কিন্নরী হাসির আভাস টোকা দিল

তোমার ঘন নিঃশ্বাস ঘাড়ে ছোঁয়া দিল

তোমার ভেজানো ঠোঁট মনে হানা দিল

তোমার আঁচল যেন ছায়া দিল

তোমাকে ভাবতে যেয়ে হে আমার হারানো প্রেম!



#

সেদিন বসেছিলাম স্বপ্ন সমুদ্রের তীরে

তোমার হাতটি ধরে

রংধনুর রঙে রাঙানো প্রজাপতি

আর ক্লান্ত কোন অবিরাম আঁধারে!



[তিনটি শিরোনামহীন বিষণ্ণতার অকবিতা]

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: ১মটি ভাল লাগল। ৩য়টি আরো বড় করতে পারতেন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

মাগুর বলেছেন: প্রথমটি বড়, দ্বিতীয়টি মাঝাড়ি আর তৃতীয়টি ছোট! লিখতে যেয়ে কেন জানি এইরকম হয়ে গেল!

তবে প্রথমটা ভালো লেগেছে জেনে প্রীত হলাম সুমন ভাই।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

জুন বলেছেন: সুন্দর প্রত্যেকটি কবিতা মাগুর ।
তবে ৩ নং ছোট হলেও একটু ভাবালো আমাকে।
+

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

মাগুর বলেছেন: আপনার কমেন্ট দেখে খুব খুশি হলাম জুন আপি :)

আমিও বেশী ভাবতে যেয়েই ৩ নংটা আর বড় করা হয়ে ওঠেনি! :P

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

জেরিফ বলেছেন: সেদিন বসেছিলাম স্বপ্ন সমুদ্রের তীরে
তোমার হাতটি ধরে
রংধনুর রঙে রাঙানো প্রজাপতি
আর ক্লান্ত কোন অবিরাম আঁধারে!


++++

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

মাগুর বলেছেন: ধন্যবাদ জেরিফ ভাই। শুভকামনা জানবেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

মাগুর বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই, অনুপ্রেরণা দেওয়ার জন্য :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

শুঁটকি মাছ বলেছেন: তোমাকে ভাবতে যেয়ে
আজ সব কিছু এলোমেলো
সুন্দর!!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

মাগুর বলেছেন: ধন্যবাদ হে স্বজাতি মৎস্য ;)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অকবিতা ভালো লেগেছে !

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

মাগুর বলেছেন: খুশি হলাম অভি ভাই। অনেক অনেক শুভকামনা আপনার জন্য :)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: অকবিতা হিসেবে ভালো লেগেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

মাগুর বলেছেন: ধন্যবাদ হামা ভাই, অনুপ্রেরণা পেলাম :)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল ভাই।

তোমাকে ভাবতে যেয়ে
আজ সব কিছু এলোমেলো
চোখের কোণে দু'ফোটা জল এসে জমা হলো
মনের কোণে এক টুকরো মেঘ এসে ভিড়ল.......

দারুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

মাগুর বলেছেন: :) ধন্যবাদ সাবির ভাই, অনেক অনেক শুভকামনা রইলো :)

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

আমিই মিসিরআলি বলেছেন: ছ্যাঁক খাইসেন নি /:) /:)

কবিতার আদলে অকবিতা ভালোই লাগছে :)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

মাগুর বলেছেন: ছ্যাঁক খাওয়ার অপশন নাই জনাব, এই অধম বিবাহিত বান্দা এবং আড়াই বছরের কন্যা সন্তানের জনক ;)

ধইন্যা নিয়েন গাদিখানেক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.