নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

ভাবনায় একটি নারীর শরীর

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫





[যারা শিরোনাম দেখেই ক্লিক করে ভেতরে ঢোকার চিন্তা করছেন তাদেরকে বলছি, আমি প্রথাগত কোন কবি নই। আমি যে গুলো লিখি সেগুলোকে বলি অকবিতা। এই অকবিতার শিরোনামেই লিখতে পারতাম "প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিষ্ঠাচার বঞ্চিত" কবিতা! কিন্তু সেটা লিখলে অপ্রাপ্তবয়স্ক যারা আছে তারা আরো আগ্রহ নিয়ে পড়তে আসতো! অকবিতা পড়ে কারো কোন প্রকার অনুভূতি বা শিষ্ঠাচারে আঘাত লাগলে আমি দায়ী নই।]



একটি নারীর শরীর নিয়ে আমি যা খুশি ভাবতে পারি

মস্তিষ্কের বিকৃত অংশে জাগিয়ে তুলতে পারি

কামনার জ্বলজ্বলে আগুন অথবা ধর্ষণের আকাংখা

শকুনের মতো খুবলে খুবলে খেতে পারি আমি

স্নিগ্ধ সোনালি যৌবন অথবা অমৃত সুধা

শরীরের ক্ষুধা না মিটুক

মনের ক্ষুধা তো মিটাতে পারে একটি নারীর শরীর!



নারীর স্তনের দিকে চেয়ে থাকি যৌনতা ভরা চোখে

ভাবনার জগতে ভুলে যাই আমি

কোন এক নারীর স্তনজাত দুগ্ধ শিশুকালে মিটিয়েছিল আমার পেটের ক্ষুধা

মনের ক্ষুধার কাছে পেটের ক্ষুধা নিবারনের মূল্য

মুহূর্তে হয়ে যায় তুচ্ছ

যেন মন মন্দিরের মাতৃমূর্তির স্থান দখল করেছে আজ যৌনদেবী!

একটি নারীর শরীর

শরীরের নিম্নাঙ্গের যে স্থান দিয়ে আমার এই পৃথিবীতে আগমন

সেরকমই একটি অংশ নিয়ে

করতে পারি জঘন্যতম যৌনতার সর্বচ্চ কল্পনা

করতে পারি মনে মনে বিচরণ

দিতে পারি না আমি শ্রদ্ধা আর নিরাপত্তা

কারন শরীরের ক্ষুধা না মিটুক

মনের ক্ষুধা তো মিটাতে পারে একটি নারীর শরীর!



উৎসর্গ: সেই সব মানুষদের যারা মস্তিকের বিকৃত অংশের ভাবনাগুলোকে মৃত্যুদন্ড দেয় নির্দ্বিধায়।

মন্তব্য ৪৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ, ডোডো কবিতা?

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মাগুর বলেছেন: অকবিতা ভাই, অকবিতা....

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০২

আমি অপদার্থ বলেছেন:
কবিতা ও উৎসর্গ দুটিই সুন্দর। আপানার রক্ত নেয়া কেমন চলছে? ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই। রক্ত দেওয়া-নেওয়া চলছে ভালোই :)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৭

বেঈমান আমি. বলেছেন: হাহাহাহা কেউ মানা করে নাই ।ইউ আর আসল পুরুষ ;) B-)) :P

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মাগুর বলেছেন: ১০০% আসল পুরুষ ;) B-)) :P

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

খন্দকার আরাফাত বলেছেন: আমি অপদার্থ বলেছেন:
কবিতা ও উৎসর্গ দুটিই সুন্দর। আপানার রক্ত নেয়া কেমন চলছে?

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মাগুর বলেছেন: ধন্যবাদ আরাফাত ভাই। রক্ত দেওয়া-নেওয়া চলছে ভালোই :)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

বাঁশ আর বাঁশ বলেছেন: খন্দকার আরাফাত
বলেছেন: আমি অপদার্থ
বলেছেন:
কবিতা ও উৎসর্গ দুটিই
সুন্দর। আপানার রক্ত
নেয়া কেমন চলছে?

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মাগুর বলেছেন: ধন্যবাদ বাঁশ ভাই। রক্ত দেওয়া-নেওয়া চলছে ভালোই :)

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮

মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মাগুর বলেছেন: আপনার মন্তব্য দেখে ভালো লাগলো মামুন ভাই, ধন্যবাদ। শুভকামনা জানবেন :)

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

এহসান সাবির বলেছেন: বেশ বেশ মাগুর ভাই....!!!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

মাগুর বলেছেন: ধইন্যা নিয়েন গো সাবির ভাই ;)

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

একজন আরমান বলেছেন:
মাগুর ভাই কি বিশেষণ দিব ভাষা হারায়ে ফেলছি। আমি ব্লগ ডের দিন ই ভেবেছিলাম কিছু আসছে !

কবিতার প্লট নিঃসন্দেহে দুর্দান্ত। আর কবিতার বিশেষণ নাই বা দিলাম। উৎসর্গপত্র ভালো লেগেছে।

শুভকামনা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মাগুর বলেছেন: থাক, আর বিশেষণ দেওয়া লাগবে না ভাই! :P

ধইন্যা নিয়েন গাদি খানেক ;)

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা সুপ্রিয় মাগুর। দারুণ গুরুত্বপূর্ণ একটি উপলব্ধি ছন্দ দিয়ে বুঝিয়ে দিলেন।




বাই দা ওয়ে লুল রুলস । ;)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

মাগুর বলেছেন: ধন্যবাদ কবি সেলিম ভাই। আপনার প্রশংসা সত্যিই আমার অন্যতম পাওনা :)

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

মাগুর বলেছেন: ধন্যবাদ হামা ভাই :)

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: অনেকটা আরব্য কবি ইমরুল কায়েসের মত লেখার ধরন। :!> :!>

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

মাগুর বলেছেন: উত্তেরী! এখন তো দেখছি ইমরুল কায়েসের কবিতা পড়া লাগবে ;)

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

তাসজিদ বলেছেন: দারুণ উৎসর্গ।

আসলে চোখ দিয়ে নারী রেপ হচ্চে প্রতিনিয়ত।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

মাগুর বলেছেন: ধন্যবাদ তাসজিদ ভাই। চোখ আর ভাবনা মানুষকে যেমন উপরে উঠাতে পারে তেমন নিচেও নামাতে পারে।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

মাগুর বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই এতগুলা প্লাসের জন্য। শুভকামনা জানবেন।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

বাসুরী বাসীয়ালা বলেছেন: ভাই আপনার অকবিতার কথা গুলো অসাধারন আর উৎসর্গ টা একদম পারফেক্ট করেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

মাগুর বলেছেন: ধন্যবাদ বাসুরী বাসীয়ালা :)
যে কথা গুলো আমরা মনে মনে ভাবি সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করি সবসময়। ভালো থাকবেন।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

নতুন বলেছেন: খুবই ভাল লাগলো... :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

মাগুর বলেছেন: ধন্যবাদ নতুন, অকবিতা লেখার ঝোঁক আরো বৃদ্ধি পাচ্ছে আপনাদের মন্তব্য পড়ে :P

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

জেরিফ বলেছেন: মাগুর ভাই !!

এক্কেরে মনের কথা ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

মাগুর বলেছেন: জেরিফ ভাই, মনের মিল থাকলে মনের কথা এভাবেই মিলে যায় ;)

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

ফালতু বালক বলেছেন: উৎসর্গ: সেই সব মানুষদের যারা মস্তিকের বিকৃত অংশের ভাবনাগুলোকে মৃত্যুদন্ড দেয় নির্দ্বিধায়।

ভালো বলছেন, মাগুর ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

মাগুর বলেছেন: ধন্যবাদ ফালতু বালক। মস্তিকের বিকৃত অংশের ভাবনাগুলোকে যারা মৃত্যুদন্ড দিতে পারে তারাই তো মানুষ :)

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: আপনার এই অকবিতায় প্লাস দেওয়াটা নিতান্তই কম হবে।
এই অসাধারণ কবিতার আপনার প্রতি অগাধ শ্রদ্ধা।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

মাগুর বলেছেন: এভাবে বইলেন না আলমগীর ভাই! লইজ্জা লাগে :P

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

পরের তরে বলেছেন: প্রিয় মাগুর ভাই, কি সুন্দরভাবে কিছু সত্য কথা ছন্দ আকারে তুলে ধরলেন সত্যিই প্রশংসা না করে পারছি না। বহু দিন পর সামহোয়ারইন এ লগইন করতে বাধ্য করলেন ভাই। তবে আপনার নিক টি যথার্থ মানিয়েছে লিখাটির সাথে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই, এই অধমের অকবিতা যে আপনাকে লগইন করাতে পেরেছে এটা শুনেই আমি খুশি। :)

আমি মাগু, আর ইহা আমার বড়ই পচ্ছন্দের নাম ;)

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

সুমন কর বলেছেন: আমার তেমন ভাল লাগেনি। তবে ভূমিকা আর উৎসর্গ ভাল লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

মাগুর বলেছেন: তেমন ভালো না লাগারই কথা। এটা আসলে শিষ্ঠাচার বঞ্চিত অকবিতা, শিষ্ঠাচার বর্জিত নয়। আমরা যে কথা গুলো মনে মনে ভাবতে পারি সেগুলো লেখার মাধ্যমে প্রকাশ করলে এরকমই হয়।

ধন্যবাদ আপনাকে পাঠ এবং মন্তব্যের জন্য।

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

ম্যাড ইন বাংলাদেশ বলেছেন: এক রাশ ভাললাগার অন্তিম শুভেচ্ছা।
++++++

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা :)

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মাগুর বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

নূর আদনান বলেছেন: মস্তিকের বিকৃত অংশের ভাবনাগুলোকে যারা মৃত্যুদন্ড দিতে পারে তারাই তো মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.