নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
গত ২ বছরে আমরা দেখিয়েছি কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে রক্ত যোগাড় করতে হয়। এখন প্রতিদিন শত শত মানুষ এগিয়ে আসছে রক্ত দিতে। কিন্তু অনেক সীমাবদ্ধতা থেকেই গেছে। আমরা হয়তো ফেসবুক ব্যাবহারকারীদের আমাদের নেটওয়ার্কের আওতাই আনতে পেরেছি বা পারছি কিন্তু সেটা দেশের ১৬ কোটি জনগনের দিকে তাকিয়ে হিসাব করলে খুবই নগণ্য একটা পরিমান। তাই বলে কি অনলাইনের বাইরের মানুষগুলো রক্তের অভাবে ধুকে ধুকে মরতেই থাকবে?
না, আমরা থাকতে বাংলার একটি মানুষকেও রক্তের অভাবে মরতে দেব না! আগামী ২৩ নভেম্বর, ২০১৩ আমি মাগুর এবং নজরুল ভাই বের হচ্ছি সাইকেল নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ রক্তের ডাক ছড়িয়ে দিতে।
সম্ভাব্য রুটঃ বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড়-রংপুর-বগুড়া-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-গাজিপুর-ঢাকা-নারায়ণগঞ্জ-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ।
মোট পথঃ ১০৪৩ কি.মি. (+)
বাহনঃ বাই সাইকেল
উদ্দেশ্যঃ
- বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা
- দেশ ব্যাপী রক্তদান বিষয়ে মানুষকে সচেতন করা
- কিভাবে নিজে নিজেই প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা যায় সেটা শেখানো
- ডোনার গ্রুপ তৈরি করা
- ভলান্টিয়ার গ্রুপ তৈরি করা
- রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি শেখানো
আমরা মূলত হাইওয়ে ধরে যাবো। আমাদের যাত্রা পথে যে জেলা গুলো পড়বে সেই জেলার যারা যারা আছেন তারা যদি আমাদের সাথে যোগ দিতে চান, ক্যাম্পেইন করতে চান অথবা সহযোগিতা করতে চান তাহলে জানান।
যোগাযোগঃ 01686959899 (মাগুর), 01717173992 (নজরুল)
এখানে ক্লিক করে ফেসবুক ইভেন্টে যোগ দিতে পারেন
আমরা প্রস্তুত ☼ Ride For Blood ☼ এর জন্য।
আসছি আপনার এলাকায়, আপনার পাশে, আপনার কাছে রক্তের ডাক নিয়ে। আপনি প্রস্তুত তো?
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
মাগুর বলেছেন: সম্ভবত ২৭ তারিখের দিকে ঢাকায় আসবো। জানাবো ভাই
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ কামনা রইলো ভ্রাতা।
আপনার এই উদ্যোগের প্রতি শ্রদ্ধা!!!
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
মাগুর বলেছেন: ধন্যবাদ শোভন ভাই
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩০
বটবৃক্ষ~ বলেছেন: উদ্যোগের প্রতি শ্রদ্ধা!!!
শোভনের সাথে সহমত!!
অনেক ভাল একটি আইডিয়া!!
হ্যাটস অফ!!!!!!!
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
মাগুর বলেছেন: থ্যাংক ইউ বটবৃক্ষ, এটা কেবল শুরু
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার উদ্যোগে অনেক শুভকামনা !
সাধ্যের সবটুকু দিয়ে পাশে থাকার ইচ্ছে আছে !
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
মাগুর বলেছেন: ধন্যবাদ অভি ভাই। দেখা হবে রাস্তায়
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
আমিনুর রহমান বলেছেন:
শুভ কামনা রইল তোমাদের জন্য।
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
মাগুর বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই। দোয়া করবেন
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভ কামনা।
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
মাগুর বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়াও !
বেস্ট অফ লাক!
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
মাগুর বলেছেন: থ্যাংক ইউ মাসুম ভাই
৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক শুভকামনা ! পাশে থাকতে পারলে আরও খুশি হোতাম মাগুর ভাই।
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
মাগুর বলেছেন: এটা তো কেবল শুরু। সামনের রাইড গুলোতে আপনাকে পাশে পাবো আশা করছি
৯| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
খাটাস বলেছেন: মাগুর ভাই যাত্রা শুভ হোক। সাথে সব সময় না থাকতে পারলে ও সাধ্য অনুযায়ী প্রয়োজনে - অপ্রয়োজনে পাশে থাকব।
১০| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।
১১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
আমি ইহতিব বলেছেন: অনেক অনেক শুভ কামনা রুবায়েত ভাই।
ফেবুতে দেয়া রক্ত চাওয়া পোস্টগুলো শুধু শেয়ার করেই দায়িত্ব পালন করি। নিজের শারীরিক সীমাবদ্ধতার জন্য রক্ত দিতে পারিনা বলে খুব আফসোস হয়।
১২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো মাগুর ভাইয়া
১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: RIDE FOR BLOOD (তেঁতুলিয়া থেকে টেকনাফ) সফল হোক।
অনেক অনেক শুভ কামনা।
১৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
রায়ান ঋদ্ধ বলেছেন: আমরা দিনাজপুরে একটা ব্লাড ডিরেক্টরি করার কাজ শুরু করছি। এখানে ব্লাড গ্রুপ অনুযায়ী ভাগ করে ডোনারদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে সেই লিস্ট দেওয়া থাকবে।প্রতি ৩ মাস পর পর সেটাকে আপডেট করা হবে। এটা করতে আমাদের বেশ সময় লাগবে। বিভিন্ন সংগঠন থেকে প্রথমে ডোনারদের ফোন নাম্বার কালেক্ট করবো তারপর আরও যারা আগ্রহী হবে তাদের নাম্বার নেওয়া হবে।
আপনারা যেদিন ১০ মাইলে পৌঁছাবেন সেদিন দেখা হবে, ইনশাহ্আল্লাহ্।
১৫| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
রায়ান ঋদ্ধ বলেছেন: আমরা দিনাজপুরে একটা ব্লাড ডিরেক্টরি করার কাজ শুরু করছি। এখানে ব্লাড গ্রুপ অনুযায়ী ভাগ করে ডোনারদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে সেই লিস্ট দেওয়া থাকবে।প্রতি ৩ মাস পর পর সেটাকে আপডেট করা হবে। এটা করতে আমাদের বেশ সময় লাগবে। বিভিন্ন সংগঠন থেকে প্রথমে ডোনারদের ফোন নাম্বার কালেক্ট করবো তারপর আরও যারা আগ্রহী হবে তাদের নাম্বার নেওয়া হবে।
আপনারা যেদিন ১০ মাইলে পৌঁছাবেন সেদিন দেখা হবে, ইনশাহ্আল্লাহ্।
১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৩
এহসান সাবির বলেছেন: শুভকামনা মাগুর ভাই।
১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন এবং দূর্দান্ত একটা উদ্যোগ!!! খুব ভালো লাগতে পারত যদি আপনাদের সাথে আমিও যেতে পারতাম। কিন্তু সামগ্রিক কারনেই পারছি না। অনুরোধ থাকবে যে কোন প্রয়োজনে জানাবেন, ইনশাল্লাহ আমরা সফল হবই।
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
একজন আরমান বলেছেন:
চলুক...
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৯
মোফিয বলেছেন: amar khub ichha chhilo blood niye kichu korar.
shomoy shujog hoi nai , emnite karo blood laglei amake bole ami jogar kore dei, nothing official or organized but I am doing this from 1990.
apnader shongi hote parle khub valo lagto, Dhakay kobe asben ? janale chesta kortam kichu korar.