নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

আজ রাত ১১ টাই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে "আজকের বাংলাদেশ" অনুষ্ঠানে Live থাকবো আমি মাগুর :)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫





২০১১ সালের ২৬ জুলাই, তখন ফেইসবুকে Sad But True (কঠিন বাস্তব) নামে একটা গ্রুপ খুব জনপ্রিয় ছিলো। আমাদের চারপাশের বিভিন্ন অসঙ্গতির চিত্র গুলো ক্যামেরা বন্দি করে গ্রুপে আপলোড করতো মেম্বাররা। সে এক মহা আজব কালেকশন! যারা দেখেননি তারা বুঝবেন না। তো সেই গ্রুপে প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক পোস্টো আসতো। সবাই মহা উৎসাহে সেগুলোতে এগিয়ে যেত। এরকমই একটা পোস্ট দেখলাম গ্রুপ ওয়ালে,

"একজন মুমূর্ষু রোগীর জন্য সন্ধ্যার মধ্যে ঢাকায় জরুরী ভিত্তিতে ২ ব্যাগ........."



আমার আশে পাশে খুজলাম ডোনার, পেলাম না। আমার নিজের রক্তের গ্রুপও আলাদা। কি করবো ভেবে পাচ্ছিলাম না। মাত্র ২ ব্যাগ রক্তের জন্য কেউ মরতে বসেছে ব্যাপারটা ঠিক মানতে পারছিলাম না! ব্যাপারটা মাথার ভেতরে ঢুকে গেছিলো যেন! এটা নিয়ে ভাবছিলাম আর ওয়াল চেক করছিলাম। একবার ভাবলাম একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি, যেখানে ডোনাররা নাম রেজিস্ট্রেশন করবে। কারো রক্ত লাগলে ডোনার লিস্ট থেকে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করবে। কিন্তু আইডিয়াটা নিজের কাছেই পচ্ছন্দ হলো না! কারন আমাদের দেশে উচ্চ মূল্য আর ধীর গতির কারনে ইন্টারনেট ব্যাবহার এখনো সীমাবদ্ধই থেকে গেছে। রক্তদান করার জন্য একটা ওয়েবসাইটে কেও রেগুলার ঢু মারবে এটা বিশ্বাসযোগ্য ছিলো না। আর তাছাড়া শুধু রক্তদান বিষয়ক একটা ওয়েবসাইটে ট্রাফিক পাওয়া এত সহজ ছিলো না। মানে ব্যাপারটা অনেকটা আমার জ্ঞান ও সামর্থের বাইরে ছিলো।



হঠাৎ একটা পেইজের পোস্টে চোখ আটকে গেল। ১০৩টা লাইক, ১৩ টা শেয়ার! সেই সময়ে এটাই অনেক! ভেবে দেখলাম একটা পেইজের পোস্ট একই সাথে কত মানুষের ওয়ালে চলে যাচ্ছে! আর কাউকে জোর করে পেইজে আনতে হচ্ছে না! মানুষ এমনিতেই দিনে অন্তত একবার হলেও ফেইসবুকে ঢুঁ মারে। আর একটা বুহৎ অংশের নেট ব্যাবহারকারীতো শুধু ফেইসবুক ব্যবহার করার জন্যই নেট ব্যবহার করে। তাই কেউ একবার লাইক দিলেই তার ওয়ালে আমাদের পোস্ট রেগুলার চলে যাবে। তাহলে এভাবে যদি রক্তের পোস্ট দিই আর সবাই সেই পেইজে লাইক দেয় তাহলে ডোনার পাওয়া যাবে! ব্যাপারটা ভাবতেই আনন্দে মন ভরে উঠলো! খুঁজতে লাগলাম ফেইসবুকের পেইজ ক্রিয়েট করার অপশনটা।



এভাবেই জন্ম হলো একটি পেইজ, শুরু হলো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে রক্তদান প্রক্রিয়া, শুরু হলো একটি যুদ্ধ। তৈরী হলো নতুন এক বন্ধন, সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক আর শুধু যোগাযোগের কাজেই সীমাবদ্ধ থাকলো না। এর মাধ্যমে যুক্ত হলো শত শত ডোনার, তৈরী হলো প্রথম সোস্যাল নেটওয়ার্ক ভিত্তিক ভার্চুয়াল ব্লাড ব্যাংক।



পরিচিতি বাড়ার সাথে সাথে কাজের পরিধীও বেড়ে গেল। আরো অনেক উৎসাহী উদ্যোমী তরুণ যোগ দিলো এই যুদ্ধে। নতুন নতুন পেইজ তৈরি হলো, ব্যাক্তিগত উদ্যোগেও অনেকে যোগ দিলো। সেই তরুণদেরই সংগঠন Call For Blood



Call For Blood নিয়ে পরবর্তীতে বিস্তারিত লিখবো আশা করি।





আজ রাত ১১ টাই Independent চ্যানেলে Ajker Bangladesh (আজকের বাংলাদেশ) অনুষ্ঠানে Call For Blood এর পক্ষ থেকে Live থাকবো আমি মাগুর (রুবায়েত)। তুলে ধরবো অনলাইন রক্তদানের ইতিহাস, সোশ্যাল নেটওয়ার্ক ব্যাবহার করে রক্তদান কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে কথা বলবো আপনাদের সামনে।



আপনারা ইচ্ছা করলে সোশ্যাল নেটওয়ার্ক ব্যাবহার করে রক্তদান বিষয়ক বিভিন্ন তথ্য, পরামর্শ ও সমস্যা সম্পর্কে জানতে এসএমএস এবং ইমেইল করতে পারবেন।



SMS 16232 using the hotkey "AKBO" or email ajker.bangladesh@independent24.



মনে রাখবেন, Live আজ রাত ১১ টা, Independent, Ajker Bangladesh (আজকের বাংলাদেশ)।



:)

মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দেখার আগ্রহে অধীর হয়ে রইলাম প্রিয় মাগুর ভাইয়ের মুখ খানি। যদিও বহুবার দেখেছি কিন্তু টেলিভিশনে দেখতে কেমন লাগে তার জন্য অপেক্ষার পালা।


পোস্টে লেখা দুইবার এসেছে একটু এডিট করে নেবেন।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

মাগুর বলেছেন: টেলিভিশনে আমাকে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য আমি নিজেও অধীর আগ্রহী :P কিন্তু আপনারা আমার আগেই দেখে ফেলবেন!

তাড়াহুড়া করে পোস্ট দিতে যেয়ে এই অবস্থা ভাই! ঠিক করে নিলাম।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

লাবনী আক্তার বলেছেন: চিন্তায় আছি রাত ১১ টায় বিদ্যুৎ থাকবেতো? :( :P :P

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯

মাগুর বলেছেন: হে হে হে! বিদ্যুৎ না থাকলে কি হলো, পরে ইউটিউব আছে না ;)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

স্বপনচারিণী বলেছেন: রিমাইনডার দিয়ে রাখলাম মোবাইলে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

মাগুর বলেছেন: ধন্যবাদ স্বপনচারিণী :)

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

গরম কফি বলেছেন:
দেখার আশা রইলো ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

মাগুর বলেছেন: :)

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: দারুণ। শুভকামনা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

মাগুর বলেছেন: ধন্যবাদ হামা ভাই :)

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই দেখবো। :) :) :) :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

মাগুর বলেছেন: :) :)

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দারুণ। শুভকামনা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

মাগুর বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি দেখব :#>

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

মাগুর বলেছেন: উত্তেরী! স্বর্ণাপুকে দেখছি!

ধন্যবাদ আপু :)

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

আমি ইহতিব বলেছেন: অনেক শুভকামনা রুবায়েত ভাই। ইনশাআল্লাহ আজ দেখবো এই ভালো কাজের পেছনের মানুষটিকে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

মাগুর বলেছেন: ধন্যবাদ ইহতিব :)

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! দেখার অপেক্ষায় রইলাম।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

মাগুর বলেছেন: ধন্যবাদ প্রিয় কাল্পনিক ভাই :)

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ইখতামিন বলেছেন:
শুভ কামনা রইল :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

মাগুর বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ;)

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শুভকামনা এবং শুভেচ্ছা ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

মাগুর বলেছেন: ধন্যবাদ শাহ্‌িরয়ার ভাই :)

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মামুন রশিদ বলেছেন: অবশ্যই দেখবো । শুভকামনা ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

মাগুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

বশর সিদ্দিকী বলেছেন: দেখার জন্য অপেক্ষা করছি।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

মাগুর বলেছেন: ধন্যবাদ bashor ভাই...

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

শায়মা বলেছেন: ওকে পিচ্চুভাইয়া। দেখবো।:)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

মাগুর বলেছেন: আমি কিন্তু বেশি পিচ্চু না :P

ধন্যবাদ শায়মা আপু :)

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরে লিংক শেয়ার করিয়েন

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

মাগুর বলেছেন: অনলাইনেও লাইভ দেখতে পারবেন এই লিংকে:
http://www.jagobd.com/independent.html

:)

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

কয়েস সামী বলেছেন: ওয়েটিং ইগারলি!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

মাগুর বলেছেন: এই তো আর কিছুক্ষণ সামী ভাই :)

ধন্যবাদ আপনাকে...

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা।

একটা অনুষ্ঠানে থাকব। ১০-১টা পর্যন্ত ... মিস হয়ে যাবে।

@লিষ্ট একজন ব্লগারকে টিভিতে দেখে কি যে আনন্দ লাগে শুধূ ব।লগারই বুঝে ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

এম মশিউর বলেছেন: মাগুর ভাই, ১১ টা বাজে না কেন? /:)
দেখার আগ্রহ নিয়ে বসে আছি! ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫

মাগুর বলেছেন: কি দেখলা? :P

২০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইল মাগুর !:#P

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮

মাগুর বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: দেখলাম। ভালো লাগল।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:০২

মাগুর বলেছেন: দেখার জন্য ধন্যবাদ সুমন ভাই :)

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইস, দেখতে পারিনি, কারেন্ট ছিল না!

পুনঃপ্রচার হলে ভালো হত।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৪

মাগুর বলেছেন: কাল সকাল ৯ টাই আবার হবে :)

এছাড়াও ইউটিউবে দেখা যাবে আগামী কাল থেকে, আমি নিজেও দেখিনি এখনো :P

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

এহসান সাবির বলেছেন: আপনারে দেখেছি ভাই কাল রাতে। মু রুবায়েত......

লগইন ঝামেলার জন্য আগে লিখতে পারিনি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই, ব্লগে আমি মাগুর নামেই পরিচিত ;)

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অত রাতে কেমনে পাইলাম!!!

আমি ইহাকে পাইলাম ;)

যখন চ্যানেলে ঢুকলাম তখনই ভাইজানে ডায়ালগ চলতে ছিল :)

কংগ্রাচুলেশন...

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর উত্তরটা চমৎকার ছিল।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে দেখার জন্য :)

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন:





দেখলাম তোমার প্রোগামটা। বেশ ভালো লেগেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫

মাগুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আমিনুর ভাই :)

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

খেয়া ঘাট বলেছেন: Ami miss korlam. Kono upload thakle dekhte partam bhai. Onek donobad bhai

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

মাগুর বলেছেন: আপনি ইচ্ছা করলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন :)
ইউটিউব লিঙ্কঃ এখানে ক্লিক করুন।

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি শুধু শুনলাম আপনার বয়স ২৭ :P :P :P :P আর দেখতে পারি নাই, পড়ছিলাম। এখনই দেখব।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

মাগুর বলেছেন: বয়স নিয়া টানাটানি কৈরেন না কৈলাম :P

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ, এখানে দেখি ৪ জন। আমি তো সেটা দেখিই নি। তাহলে আমি তখন আপনাকে দেখিনি :P :P :P

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

মাগুর বলেছেন: এখন দেখছেন তো? :P

২৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

স্বপনচারিণী বলেছেন: দেখলাম। ছোট মানুষ। এতো এনার্জি কোথায় পান? কারো কাছ থেকে আর্থিক সাহায্য ছাড়া কার্যক্রম অব্যাহত রাখা বিশাল ব্যাপার।কংগ্রাচুলেসন।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯

মাগুর বলেছেন: গতকাল চিটাগং এ এক আপুর জন্য বি নেগেটিভ ব্লাড ম্যানেজ করে দিয়েছিলাম। আজ বিকালে খবর পেলাম আপুর যমজ বাবু হয়েছে। একটা ছেলে একটা মেয়ে...আনন্দে মনটা ভরে গেল। এটাই হয়তো এনার্জির উৎস! :)

ধন্যবাদ আপনাকে...

৩০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

এহসান সাবির বলেছেন: ব্লগে আপনি মাগুর নামেই পরিচিত.. আমিও ঐ নামেই......

১০.৫০ টার সময় বল্লাম আমি টিভি দেখবার চাই, সবাই আমার মুখের দিকে তাকালো যেনো তারা চিড়িয়াখানার জন্তু দেখছে... ছোট বোনটা বলেই বসলো - এ্যা সূর্যিমামা কোন দিকে উঠেছিলো আজ? মামা জানতে চাইলেন কম্পিউটারে ঝামেলা নাকি...............? কি দেখবা? কি অনুষ্ঠান?..... আরো কতো কিছু...... যাক সেই সব কথা...

বল্লাম দেখবো একজন কে... সবাই জানতে চাইলো কে সে? কি নাম? বল্লাম মাগুর..........! ছোট ভাই চিৎকার দিলো- ওরে কে কোথায় আছিস টিভির সামনে আয়...... বাসায় কেউ বাদ রইলো না.. যাক সেই সব কথা...

শুরু হলো...... আমি তো আর চিনি না কে মাগুর.... শুরু হলো আরেক পর্ব.... এখানে কোনটা মাগুর? ছোট ভাই বল্ল মেয়টাই মাগুর... ছোট বোন তো রেগে আগুন... কোন মেয়ের নাম মাগুর হয়? কোনো ভাবেই না..... বড় ভাই বল্ল ছেলেদের কোড নেম মাগুর হতে পারে... বেধে গেল পুরাপুরি....... যাক সেই সব কথা...

কি করা ভাই.. শেষ মেশ দিলাম একজন কে ফোন (ব্লগার আপনাকে চিনতে পারে ভেবে তাকে ফোন দিলাম) উনি বল্লেন আপনার নাম........! মামা বল্লেন বলছিলাম না এটাই হবে.... এদিকে ছোটগুলো চুল ছিড়াছিড়ি..... মামি বল্লেন এতো সুন্দর ছেলেটার নাম কেনো মাগুর হলো? ওকে বলবা নাম চেন্জ করতে, বড় ভাইয়া বল্ল - ছেলেপেলে কি হইছে আজকাল খালি ফালতু নাম রাখে.. ছেলেটা তো রুই/ কাতলা মাছের মতো সুন্দর.. মাগুর সবচে খারাপ দেখতে মাছ.... একদম পিচ্ছি টা মাছের ছবিওলা বই নিয়ে হাজির.......... যাক সেই সব কথা...

আপনার নাম টা তো এমনি এমনি লিখি নাই......... যাক সেই সব কথা...

অনেক শুভকামনা আপনার জন্য আমার এবং আমার পরিবারের সবার কাছে থেকে।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪

মাগুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই। আপনার কমেন্ট পড়ে তো আপনার বাসায় যেতে ইচ্ছা হয়ে গেলো :P

আমার ফেসবুক আইডি, যোগাযোগ করবেন। :)

৩১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

এহসান সাবির বলেছেন: অবশ্যই আসবেন। ফেসবুক আপাতত অফ। খুললে জানাবো। শুভকামনা ভাই।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মাগুর বলেছেন: ঠিকাছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.