নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

বিরক্ত মেয়ে আর দুষ্টু ছেলের ফাজিল কবিতা

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৩

বিরক্ত মেয়ে আর দুষ্টু ছেলের ফাজিল কবিতা

রচনা করেছেন: মহাকবি মাগুর



একবার বলেছি তো তোমাকে ভালোবাসবো না

তাহলে বার বার কেন বিরক্ত করছো? X((

বিরক্ত না করে যে উপায় নাই

তোমাকে ছাড়া জীবন ব্যার্থ! :(



ব্যার্থ হবে কেন?

আরো কত আছে শীলা, মুন্নি, সুস্মিতা ;)

থাকলে কি হবে?

তারা কি তোমার মতো স্বাধীণচেতা? :|



আচ্ছা ছেলে তো তুমি!

কেন অযথা সময় নষ্ট করছো! X((

নষ্ট সময় ভাবলে তুমি

ভাবলে না আমার কষ্ট! :((



যাও যাও অন্য কোথাও

আমার কাছে লাভ নাই :-P

লাভ বুঝে কি ভালোবাসা হয়?

লাভ খোঁজাটাই অন্যায়। :)



ওকে ওকে এখন কি চাও?

তাড়াতাড়ি বলে ফুটো! X(

ফুটবো কিভাবে! :-*

আমি কি ককটেল, বোমা না গ্রেনেড!

শুনো বলছি, কথা মাত্র দুটো। ;)



থাক থাক বলতে হবে না

যত্তসব আজাইড়া প্যাচাল! X((

এভাবে আর কতদিন করবে তুমি আমার সাথে ক্যাচাল?? :(



বালিকা শোনেনা বালকের কথা

মহাকবি মাগুরের মনে বড় ব্যাথা /:)



পরিশিষ্ট: মহাকবি মাগুরের না বলা কথা দুটো ছিলো " ভালোবাসি তোমাকে"

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৪

জ্যোস্নার ফুল বলেছেন: =p~ =p~ =p~

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪২

মাগুর বলেছেন: মহাকবি মাগুরের মনে যখন এত দুষ্কু তখন আপনি এমন গড়াগড়ি দিয়া হাসি দিতে পারলেন ভাইজান :((

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪০

কালোপরী বলেছেন: :-P :-P :-P :-P :-P

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

মাগুর বলেছেন: এইডা ঠিক না মামা :P :P :P :P :P

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
B-) B-) B-)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৫

মাগুর বলেছেন: ;)

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫১

মেহেদী ফারূক সজীব বলেছেন:

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৪

মাগুর বলেছেন: ধইন্যা নিয়েন গো সজীব ভাই :)

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০১

মাক্স বলেছেন: আহহারে শ্যাষ পর্যন্ত কৈতেই পারল না :(:(

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৫

মাগুর বলেছেন: হয় রে ভাই, বালিকা শুনতেই চায় না :(

৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লেগেছে।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

মাগুর বলেছেন: অনেক দিন পর আপনার কমেন্ট দেখলাম!

ধন্যবাদ স্বর্ণাপু :)

৭| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩

ভিটামিন সি বলেছেন: সারা দেশে প্রেম করার জন্য এটিএম বুথ সাইলে প্রেম বুথ চাই। তাইলেই মাগুরের কষ্ট লাগব হবে। :)

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

মাগুর বলেছেন: আপ্নে বুঝলেন ক্যাম্নে? ;)

ধইন্যা পাতা নিয়েন :)

৮| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

সোহাগ সকাল বলেছেন: আকাশেতে উড়ে যায় একঝাক পাখি,
ঐ দেখ মহাকবির জলে ভেজা আখি! :D

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

মাগুর বলেছেন: আহা! আহা! চক্ষু ভিজিয়া গেলু :(( :((

৯| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১১

আমিনুর রহমান বলেছেন:


সেইরকম মজা পাইছি =p~ =p~ =p~

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাগুর বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই :)
আপনার কমেন্ট দেখলে ভালো লাগে :)

১০| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: ফুটবো কিভাবে!
আমি কি ককটেল, বোমা না গ্রেনেড!

B-)

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০১

মাগুর বলেছেন: বালিকারা ক্যান যে বালকদেরকে ফুটতে বলে :(

থ্যাঙ্কু হামা ভাই কমেন্ট ও পাঠের জন্য :)

১১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: মহাকবি মাগুর !!!!

ভালা পাইলাম মাগুরের মনের ব্যথা পইড়া

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০২

মাগুর বলেছেন: ধইন্যা নিয়েন গো আফা :)

[আমি মাগুরদের মহাকবি, মানুষদের না ;) ]

১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: মাক্স বলেছেন: আহহারে শ্যাষ পর্যন্ত কৈতেই পারল না !! B-) B-) ;) :-P

+ নেন, সম্মানিত মহামাগুর কবি !! ;) :P :P

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০২

মাগুর বলেছেন: বালিকা শুনতেই চায় না :((

ধইন্যা নিয়েন গো বটবৃক্ষ ;)

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা পইড়া হাসুম না কান্দুম বুঝতাছিনা। :|

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

মাগুর বলেছেন: বুঝা লাগবে না :P

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: মহাকবি মাগুরের কবিতা দেখি যথেষ্ট উপাদেয়। সুতরাং প্লাসায়িত এবং ভালো লাগায়িত :)

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

মাগুর বলেছেন: ধন্যবাদিত মহান কুনোব্যাঙ ;)

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

এম হাবিব আহসান বলেছেন: এই কবিতা পরে মনে মনে চার লাইনের একটি কবিতা তৈরি কিন্তু কিবোর্ডে লিখতে গিয়ে আবার তালগোল পাকিএ ফেললাম। তবে আমি মহাকবির ব্যাথায় ব্যাথিত :)

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৪

মাগুর বলেছেন: আহা! সহমর্মী ভাই আহসান, ধইন্যা নিয়েন গো ভাই। আপনার চার লাইনের কবিতা তালগোল পাকিয়ে যাওয়ায় আমিও ব্যাথিত ;)

১৬| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মামুন রশিদ বলেছেন: মহাকবি মাগুরের কবিতা চখাম হইছে ;)

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৫

মাগুর বলেছেন: ধইন্যা....ধইন্যা ;)

১৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

১৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০২

প্রিন্স হেক্টর বলেছেন: :D :D :D :D

সিরাম হইছে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.