নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
বিরক্ত মেয়ে আর দুষ্টু ছেলের ফাজিল কবিতা
রচনা করেছেন: মহাকবি মাগুর
একবার বলেছি তো তোমাকে ভালোবাসবো না
তাহলে বার বার কেন বিরক্ত করছো?
বিরক্ত না করে যে উপায় নাই
তোমাকে ছাড়া জীবন ব্যার্থ!
ব্যার্থ হবে কেন?
আরো কত আছে শীলা, মুন্নি, সুস্মিতা
থাকলে কি হবে?
তারা কি তোমার মতো স্বাধীণচেতা?
আচ্ছা ছেলে তো তুমি!
কেন অযথা সময় নষ্ট করছো!
নষ্ট সময় ভাবলে তুমি
ভাবলে না আমার কষ্ট!
যাও যাও অন্য কোথাও
আমার কাছে লাভ নাই
লাভ বুঝে কি ভালোবাসা হয়?
লাভ খোঁজাটাই অন্যায়।
ওকে ওকে এখন কি চাও?
তাড়াতাড়ি বলে ফুটো!
ফুটবো কিভাবে!
আমি কি ককটেল, বোমা না গ্রেনেড!
শুনো বলছি, কথা মাত্র দুটো।
থাক থাক বলতে হবে না
যত্তসব আজাইড়া প্যাচাল!
এভাবে আর কতদিন করবে তুমি আমার সাথে ক্যাচাল??
বালিকা শোনেনা বালকের কথা
মহাকবি মাগুরের মনে বড় ব্যাথা
পরিশিষ্ট: মহাকবি মাগুরের না বলা কথা দুটো ছিলো " ভালোবাসি তোমাকে"
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪২
মাগুর বলেছেন: মহাকবি মাগুরের মনে যখন এত দুষ্কু তখন আপনি এমন গড়াগড়ি দিয়া হাসি দিতে পারলেন ভাইজান
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪০
কালোপরী বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
মাগুর বলেছেন: এইডা ঠিক না মামা
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৫
মাগুর বলেছেন:
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫১
মেহেদী ফারূক সজীব বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৪
মাগুর বলেছেন: ধইন্যা নিয়েন গো সজীব ভাই
৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০১
মাক্স বলেছেন: আহহারে শ্যাষ পর্যন্ত কৈতেই পারল না
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৫
মাগুর বলেছেন: হয় রে ভাই, বালিকা শুনতেই চায় না
৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লেগেছে।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭
মাগুর বলেছেন: অনেক দিন পর আপনার কমেন্ট দেখলাম!
ধন্যবাদ স্বর্ণাপু
৭| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩
ভিটামিন সি বলেছেন: সারা দেশে প্রেম করার জন্য এটিএম বুথ সাইলে প্রেম বুথ চাই। তাইলেই মাগুরের কষ্ট লাগব হবে।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
মাগুর বলেছেন: আপ্নে বুঝলেন ক্যাম্নে?
ধইন্যা পাতা নিয়েন
৮| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৭
সোহাগ সকাল বলেছেন: আকাশেতে উড়ে যায় একঝাক পাখি,
ঐ দেখ মহাকবির জলে ভেজা আখি!
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯
মাগুর বলেছেন: আহা! আহা! চক্ষু ভিজিয়া গেলু
৯| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১১
আমিনুর রহমান বলেছেন:
সেইরকম মজা পাইছি
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মাগুর বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই
আপনার কমেন্ট দেখলে ভালো লাগে
১০| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: ফুটবো কিভাবে!
আমি কি ককটেল, বোমা না গ্রেনেড!
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০১
মাগুর বলেছেন: বালিকারা ক্যান যে বালকদেরকে ফুটতে বলে
থ্যাঙ্কু হামা ভাই কমেন্ট ও পাঠের জন্য
১১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
অপর্ণা মম্ময় বলেছেন: মহাকবি মাগুর !!!!
ভালা পাইলাম মাগুরের মনের ব্যথা পইড়া
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০২
মাগুর বলেছেন: ধইন্যা নিয়েন গো আফা
[আমি মাগুরদের মহাকবি, মানুষদের না ]
১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: মাক্স বলেছেন: আহহারে শ্যাষ পর্যন্ত কৈতেই পারল না !!
+ নেন, সম্মানিত মহামাগুর কবি !!
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০২
মাগুর বলেছেন: বালিকা শুনতেই চায় না
ধইন্যা নিয়েন গো বটবৃক্ষ
১৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা পইড়া হাসুম না কান্দুম বুঝতাছিনা।
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩
মাগুর বলেছেন: বুঝা লাগবে না
১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: মহাকবি মাগুরের কবিতা দেখি যথেষ্ট উপাদেয়। সুতরাং প্লাসায়িত এবং ভালো লাগায়িত
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩
মাগুর বলেছেন: ধন্যবাদিত মহান কুনোব্যাঙ
১৫| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬
এম হাবিব আহসান বলেছেন: এই কবিতা পরে মনে মনে চার লাইনের একটি কবিতা তৈরি কিন্তু কিবোর্ডে লিখতে গিয়ে আবার তালগোল পাকিএ ফেললাম। তবে আমি মহাকবির ব্যাথায় ব্যাথিত
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৪
মাগুর বলেছেন: আহা! সহমর্মী ভাই আহসান, ধইন্যা নিয়েন গো ভাই। আপনার চার লাইনের কবিতা তালগোল পাকিয়ে যাওয়ায় আমিও ব্যাথিত
১৬| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মামুন রশিদ বলেছেন: মহাকবি মাগুরের কবিতা চখাম হইছে
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৫
মাগুর বলেছেন: ধইন্যা....ধইন্যা
১৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০২
প্রিন্স হেক্টর বলেছেন:
সিরাম হইছে
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৪
জ্যোস্নার ফুল বলেছেন: