নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

একতরফা ভালোবাসা

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২০

ছেলেটি ভালোবাসতো। হ্যাঁ, একতরফা ভালোবাসা যাকে বলে। ভাবছেন তাতে লাভ কি? সেটা অনেক বুঝিয়েছি তাকে, লাভ হয়নি। উল্টা তার স্বপ্নের কথা গুলো শুনিয়ে ছেড়েছে আমাকে। তাকে নিয়ে নীল পাহাড়ে কল্পনার ফানুস ওড়াবে, মেঘের ভেলায় বসে হিম শীতল আইসক্রিম খাবে, সমুদ্রের ঢেউয়ে ভালোবাসার ডিঙি ভাসাবে, ভর দুপুরে ঘাস ফড়িঙের পিছে ছুটবে আরো কত কি। ভালোবাসা বুঝি এমনই হয়?



মাথায় ঢোকে না ভালোবাসার জটিল সব সমীকরন। ছোট বেলায় অংকে খুব কাঁচা ছিলাম। চারের ঘরের নামতা বলতেই ঘুলিয়ে ফেলতাম। আর এখনতো চারদিকের ভালোবাসার হিসাব অসাধ্য আমার কাছে। তারপরও ছেলেটিকে বোঝানোর চেষ্টা করি, একতরফা ভালোবেসে লাভ নাইরে পাগল। কিন্তু বিরক্তিকর ছেলেটি রহস্যেভরা হাসি দিয়ে আমাকে আরো বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়! সে নাকি বাসবেই ভালো, হোক না সে ভালোবাসা একতরফা।



আজব! বুঝি না কেন মানুষ একতরফা ভালোবাসার মতো পাগলামীটা করে। আরে বাবা দুই তরফা ভালোবাসাতেই যত কষ্ট তা বলে শেষ করা যাবে না, তো তুমি আবার কোন মহাপুরুষ হয়েছো যে একতরফা নিয়ে ব্যস্ত! বাদ দাও হে, ক্ষ্যান্ত দাও এবার। শেষ বার যখন ভালোবেসেছিলে মনে আছে সে কথা? তখন তো খুব বড় বড় করে বলেছিলে তাকে ছাড়া তুমি বাঁচবে না, তার জন্য তোমার সব! আর এখন? সে চলে যাওয়ার পর যখন বেশ কিছুদিন একা ছিলে তখন কি খারাপ ছিলে? কত সুন্দর ছিলো দিনগুলো, সিগারেট, আড্ডা, কাজ আর দিন শেষে আরামের বিছানা। সে তো তোমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলো। তাহলে কেন আজ তারমতো একজনকে একতরফা ভালোবেসে যাচ্ছো? তোমার মতলবটা কি শুনি?



জানি জানি, এখন বলবে সে নিজ ইচ্ছাই চলে গেছে। কিন্তু কেন চলে গেছে সেটা কি একবার ভেবে দেখেছো? সে তোমার এই ছন্নছাড়া জীবনটাকে অপচ্ছন্দ করে চলে গেছে, তোমাকে অপচ্ছন্দ করে না হে নির্বোধ বালক! আগে নিজের জীবনটা গুছিয়ে নাও।



জীবন গুছাবে না? কেন? একতরফা ভালোবাসায় জীবনের মূল্য নাই বলে? বাহ! চমৎকার যুক্তি! সেজন্যই বুঝি একতরফা ভালোবাসা বেছে নিয়েছো? তুমি আসলে একটা পাগল, হ্যাঁ শুধু পাগল না, বদ্ধ পাগল। বেসে যাও তুমি তোমার একতরফা ভালোবাসা, কিন্তু খবরদার আর আমার সাথে কথা বলতে আসবে না। তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য সেটা বোঝ তো? দূরে থাকো আমার কাছ থেকে, অনে দূরে!



পরিশিষ্ট: নিজের সাথে নিজে কথা বলতে বলতে ক্লান্ত আমি। বোঝাতে পারি না নিজেকেই, আবার হয়তো বুঝতে পারিনা নিজেকে। দেখি কতদিন চলে এই বোঝা আর না বোঝার খেলা।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

কালোপরী বলেছেন: :)

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

মাগুর বলেছেন: :)

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৩৭

মাক্স বলেছেন: বোঝা না বোঝার খেলা শেষ হোক দ্রুত। শুভকামনা!

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯

মাগুর বলেছেন: বোঝা না বোঝার খেলার শেষ দেখার অপেক্ষা করছি....
ধন্যবাদ মাক্স :)
আপনার জন্যও শুভকামনা

৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৬

রাফীদ চৌধুরী বলেছেন: লিখা দেখেই বুঝেছি নিজের কথাই বলছেন :(

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০২

মাগুর বলেছেন: হা হা হা, আরে না রাফীদ ভাই। এটা জাস্ট একটা গল্প টাইপ লেখা ;)

তবে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য, শুভকামনা আপনার জন্য :)

৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসায় চোখ পুড়েছে
মন পুড়েছে
পুড়েছে সর্বস্ব !!!

এরই নাম বুঝি ভালোবাসা। একতরফা ভালবাসাবাসি খারাপ না সময়ে সময়ে !

বোঝা না বোঝা , পাওয়া না পাওয়া আর আক্ষেপেই চলে যায় জীবন, যাচ্ছে তো !

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১১

মাগুর বলেছেন: হুম, একতরফা ভালোবাসা আসলেই খারাপ না :)

ধন্যবাদ অপর্ণা আপু।

৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮

স্বাধীনহ্যাপী বলেছেন: নিজের সাথে নিজে কথা বলতে বলতে ক্লান্ত আমি। বোঝাতে পারি না নিজেকেই, আবার হয়তো বুঝতে পারিনা নিজেকে। দেখি কতদিন চলে এই বোঝা আর না বোঝার খেলা।

একতরফা ভালবাসাবাসি খারাপ না। কিন্তু অনেক বেশী একাকীত্ব

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

মাগুর বলেছেন: একতরফা ভালবাসাবাসি খারাপ না। কিন্তু অনেক বেশী একাকীত্ব....
১০০% সহমত হ্যাপী আপু।

৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: একতরফার লুকোচুরি আবেগের সর্বোচ্চ শাস্তি...শুভকামনা রইল যেন এ শাস্তির দ্রুত অবসান ঘটুক

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

মাগুর বলেছেন: ধন্যবাদ মায়াবতী নীলকন্ঠি। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।

৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিত এখনো অংক করতে গেলে ক্যালকুলেটর ব্যবহার করি। নাহলে হিসেব ভুল হয়ে যায়। তবে জীবন আর ভালোবাসার হিসেব নিকেশ যেহেতু ক্যালকুলেটরে করা সম্ভব নয় তাই এই হিসেব মেলানোর দুঃসাহস করা হয় না।

পোস্টে +++++++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

মাগুর বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই। আপনার মন্তব্য দেখলে সবসময় ভালো লাগে :)

৮| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: মার ভালোবাসা আমার অধিকার। শর্ত নেই আকাঙ্ক্ষা নেই প্রাপ্তি নেই ভালোবাসি। আমার অধিকার বলে ভালোবাসি :P

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

মাগুর বলেছেন: সকল শিশুরই তার মায়ের ভালোবাসায় পূর্ণ অধিকার থাকে ;)

৯| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:০৮

হাসান মাহবুব বলেছেন: একতরফা ভালোবাসার প্রাবল্যে জীবন চালিত হলে তাই হোক। মোটকথা তার ভেতর জীবন থাকে। সবকিছুর ভেতর জীবন থাকে না। মানুষকে বাঁচার প্রেরণা যোগায়না। শুভকামনা।

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

মাগুর বলেছেন: ধন্যবাদ হামা ভাই। আপনার কমেন্ট সবসময় অনুপ্রেরনা দেয় :)

১০| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫

মামুন রশিদ বলেছেন: একতরফা ভালোবাসায় একটা ডিভোশন থাকে, এটাই প্রাণশক্তি যোগায় ।


একতরফা থেকে দু'তরফায় পরিনত হোক ।

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০

মাগুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। শুভকামনা আপনার জন্য :)

১১| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

সায়েদ রিয়াদ বলেছেন: জানি জানি, এখন বলবে সে নিজ ইচ্ছাই চলে গেছে। কিন্তু কেন চলে গেছে সেটা কি একবার ভেবে দেখেছো? সে তোমার এই ছন্নছাড়া জীবনটাকে অপচ্ছন্দ করে চলে গেছে, তোমাকে অপচ্ছন্দ করে না হে নির্বোধ বালক!

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

মাগুর বলেছেন: হে হে হে, ঘটনা কিন্তু এরকমই হয় রিয়াদ ভাই ;)

১২| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

মাগুর বলেছেন: :) ধন্যবাদ ভাই ইরফান :)

১৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:১২

নাজিম-উদ-দৌলা বলেছেন: একতরফা ভালবাসা জিনিশটা খারাপ না কিন্তু! এতেই আসলে সত্যিকারের আবেগটা কাজ করে।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৫

মাগুর বলেছেন: হুম, কথা ঠিক বলেছেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.