নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
সিগারেট আজকের দিনে কারো কাছে ফ্যাশন তো কারো কাছে চরম বিরক্তিকর। তরুন, যুবক, বৃদ্ধ এমনকি ক্ষেত্র বিশেষে কিশোররাও সিগারেটের দিকে ঝুঁকে পড়ছে। সিগারেটের পক্ষে-বিপক্ষে নানা যুক্তি থাকলেও সিগারেট যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আজ সর্বজনস্বীকৃত। তবে আজ সিগারেটের ভালো-মন্দ নিয়ে নতুন কোন বিতর্ক করবো না।
আমি নিজেই একজন চেইন স্মোকার। ভাত খেতে ভুলে গেলেও সিগারেট ভুল হয় না। তো আজ সিগারেট টানতে টানতে হঠাৎ মনে হলো সিগারেট কিভাবে আমাদের জীবনে প্রবেশ করলো! এর ইতিহাসটা কি? সেই স্কুল জীবন থেকে লুকিয়ে-চুরিয়ে সিগারেট খাওয়া ধরেছি। আজ এত গুলো বছর এর সাথে দিন পার করছি, অথচ ইতিহাস জানি না! মানতে পারলাম না ব্যাপারটা। তাই গুগল মামাকে প্রশ্ন করলাম। বাংলায় সিগারেটের ইতিহাস বিষয়ক তেমন কোন তথ্য নাই দেখে হতাশ হলাম। উইকিতে কে যেন দিয়ে রেখেছে,
সিগারেট (ইংরেজি ভাষা: Cigarette) একটি পণ্য যা ধূমপানের জন্য গ্রহণ করা হয়। তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সাথে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভিতর পুড়ে সিগারেট তৈরি করা হয়। একটি প্রতিরূপ সিগারেটের সিলিন্ডারের দৈর্ঘ্য ১২০ মিলিমিটার এবং ব্যাস ১০ মিলিমিটার। সিগারেটের এক প্রান্তে আগুন জ্বালিয়ে অন্য প্রান্তে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। যে প্রান্তে মুখ দিতে হয় সে প্রান্তে সচরাচর বিশেষ ফিল্টার থাকে। সিগারেট হোল্ডার দিয়েও অনেকে ধূমপান করে থাকেন। সিগারেট বলতে সাধারণত তামাকের তৈরি সিগারেট বোঝানো হলেও বিশেষভাবে এটি যেকোন ধরণের উপাদানকে নির্দেশ করে। যেমন, গাঁজা দিয়েও সিগারেট তৈরি হতে পারে।
সিগারেটের মত একটা জিনিস নিয়ে উইকিতে বাংলায় এত ছোট নিবন্ধ দেখে খুব অবাক লাগলো! আর এটা পড়ে মনে হলো সিগারেট কি, কিভাবে খেতে হয়, কি থাকে এর ভেতর সেটা বোঝানো নিয়েই ব্যস্ত! আর শেষের লাইনটা পড়ে তো মেজাজই খারাপ হয়ে গেল!
যাক, উইকির কথা বাদ দেন। অন্যান্য জায়গায় সিগারেট সম্পর্কে যা পেলাম সেটা নিয়ে লিখি।
প্রায় ৮০০০ বছর আগে পৃথিবীতে তামাকের অস্তিত্ব পাওয়া যায়। আর ৬০০০ বছর আগে থেকে মধ্য আমেরিকায় তামাকের চাষ শুরু হয়।
তামাক প্রথমদিকে মূলত ঔষধ হিসাবে ব্যবহার করা হতো। খ্রীষ্টপূর্ব ১০০০ শতাব্দীর দিকে মায়ান সভ্যতার মানুষেরা ধূমপান এবং তামাক পাতা চিবানো শুরু করে। মায়ানরা তামাক পাতার সাথে বিভিন্ন ভেষজ এবং গাছগাছড়া যোগ করে অসুস্থ্য এবং আহতদের চিকিৎসার জন্য ব্যবহার করতো। প্রাচীন গুহাচিত্র থেকে জানা যায় মায়ান পুরোহিতরা ধূমপান করতো এবং এটা তাদের কাছে বিশেষ অর্থ বহন করতো। তাদের বিশ্বাস ছিলো ধূমপানের মাধ্যমে আত্মাদের সাথে যোগাযোগ করা যায়। পরবর্তীতে মায়ানরা পুরা আমেরিকায় ছড়িয়ে যায় এবং সেই সাথে তামাক গাছকেও ছড়িয়ে দেয় আমেরিকা জুড়ে।
ইউরোপিয়ানদের মধ্যে বিখ্যাত নাবিক এবং আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসই প্রথম তামাক গাছ দেখেন। ১৪৪২ সালে কলম্বাস যখন সান সালভাদরে গিয়ে পৌঁছান তখন সেখানকার আদিবাসীরা মনে করেছিলো কলম্বাস ঈশ্বর প্রেরিত স্বর্গীয় জীব! তারা কলম্বাসকে উপহার স্বরূপ কাঠের তৈরি যুদ্ধাস্ত্র, বন্য ফলমূল এবং শুকনো তামাক পাতা দিয়েছিলো। অন্যান্য উপহার গুলো নিলেও কলম্বাস ধূমপান না করে তামাক পাতা গুলো ফেলে দিয়েছিলো।
ঠিক ঐ বছরই আরেকজন ইউরোপিয়ান রডরিগো ডি যেরেয (Rodrigo de Jerez) কিউবায় গিয়ে পৌঁছান এবং ইউরোপিয়ান হিসাবে তিনিই প্রথম ধূমপান করেছিলেন। রডরিগো ডি যেরেয ছিলেন স্পেনের নাগরিক। পরবর্তীতে স্পেনে ফিরে গিয়ে তিনি জনসম্মুখে ধূমপান করে মানুষজনকে চমকে দিতেন। এক জন মানুষের নাক এবং মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে এটা দেখে সাধারন মানুষ ভড়কে যেত। একটা সময় অনেকেই ভাবতে শুরু করে যে রডরিগো ডি যেরেযের উপর শয়তান ভর করেছে। তাই রডরিগোকে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়! কারাগারে রডরিগোর সাথে থেকে অনেকেই ধূমপান শুরু করেন।
১৫৩০: এই সময়ে ইউরোপিয়ানরা ক্যারিবিয়ান অঞ্চলে বৃহৎ আকারে তামাক চাষ শুরু করে। উৎপাদিত তামাক আবার ইউরোপে নিয়ে যাওয়া হতো।
১৫৭১: মোনার্দেস নামের একজন স্প্যানিশ ডাক্তার বিশ্বাস করতেন যে ধূমপান ৩৬ ধরনের অসুখ নিরাময় করে। যেমন: দাঁতের ব্যাথা, নখের প্রদাহ, সর্দি জ্বর এমনকি ক্যান্সার! তবে এটা শুধুই ছিলো তার একান্ত বিশ্বাস।
১৬০০: স্যার ওয়াল্টার রিলি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে ধূমপান করার একটা পাইপ উপহার স্বরুপ দেন। ধূমপান করার পর রানী অসুস্থ্য হয়ে গিয়েছিলো এবং মনে করেছিলো তাকে বিষ দেওয়া হয়েছে! স্যার রিলি আমেরিকায় ভার্জিনিয়ার গভর্নর রালফ লেনের মাধ্যমে পাইপের সাথে পরিচিত হন। ব্রিটিশ কলোনী ভার্জিনিয়া পুরা ইংল্যান্ডের জন্য তামাকের একটা উৎকৃষ্ট উৎস ছিলো।
১৬০৪: ইংল্যান্ডের রাজা প্রথম জেমস সর্ব প্রথম তামাকের উপর উচ্চহারে ট্যাক্স আরোপ করেন। ধীরে ধীরে ইংল্যান্ডের লোকজন ধূমপানে আকৃষ্ট হয়ে পড়ে এবং ইংল্যান্ডে ব্যাপক আকারে তামাক আমদানী শুরু হয়। সেই সময় মানুষ ভাবতো ধূমপান স্বাস্থ্যের উন্নতি করে!
১৬৬৫: ইটন পাবলিক স্কুলে প্লেগ আক্রান্ত ছেলেদেরকে শক্তি বৃদ্ধির জন্য ধূমপান করার নির্দেশ দেওয়া হয়েছিলো! এক ছাত্র ধূমপান করতে অস্বীকৃতি জানিয়েছিলো, যার ফলস্বরুপ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিলো!
তামাক এবং পাইপের চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। একসময় জন্ম হয় সিগারেটের। সিগারেট আস্তে আস্তে সবার কাছে গ্রহনযোগ্য হয়ে উঠে।
১৮১৫: সিগারেট ধীরে ধীরে জনপ্রিয় হয়। এমনকি দি হাউস অফ পার্লামেন্টেও সিগারেট খাওয়ার জন্য আলাদ রুম করা হয়।
১৮২৮: নিকোটিনের পিওর ফর্ম আবিষ্কার করেন বিজ্ঞানীরা। কিছুদিনের মধ্যেই সবাই বুঝতে পারে এটা মারাত্মক বিষ!
১৮৫২: এই সময় থেকেই ধূমপান করার সুবিধার্থে ম্যাচ বা দিয়াশলাই এর প্রচলন হয়।
১৮৫৬: ক্রিমিয়ান যুদ্ধ ফেরত সৈন্যরা তুর্কি থেকে সিগারেট নিয়ে আসে। সৈনিকদের মাঝে সিগারেট অনে জনপ্রিয় হয়ে পড়ে। অলসতা এবং বিষাদ দূর করার জন্য তখন সৈন্যদেরকে নিয়মিত সিগারেট সরবরাহ করা হতো।
১৮৬৫: আমেরিকার নর্থ ক্যারোলিনার ওয়াশিংটন ডিউক নামের এক ব্যাক্তি প্রথম সিগারেট রোল করে বিক্রি করা শুরু করে।
১৮৮৩: জেমস বনস্যাক প্রথম সিগারেট রোল করার মেশিন আবিষ্কার করেন। এই মেশিন দিয়ে দিনে ১০০০ সিগারেট তৈরী করা যেত। বনস্যাক একটা সিগারেট কোম্পানী শুরু করেন যার নাম ছিলো আমেরিকান টোবাকো কোম্পানী। বনস্যাকের মেশিন সিগারেট শিল্পে বিপ্লবের সূচনা করে। তামাক চাষ এবং সিগারেট প্রস্তুত প্রক্রিয়ার উন্নতির সাথে সাথে সিগারেট ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে।
১৯০৮: শিশু আইনের কারনে ১৬ বছরের নিচে যাদের বয়স তাদের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়।
১৯১৬: প্রথম বিশ্ব যুদ্ধের সময় আর্মিদের রেশনের সাথে সিগারেটও যুক্ত করা হয়।
প্রথম দিকে শুধু পুরুষরাই ধূমপান করলেও ধীরে ধীরে সিগারেটের প্রতি নারীরাও আকৃষ্ট পড়ে।
১৯২৫: এই সময়ের দিকেই সিগারেট প্রস্তুতকারকরা ব্যবসা বৃদ্ধির জন্য নতুন ভোক্তা খুঁজতে শুরু করে। বিজ্ঞাপন এবং হলিউডের সিনেমার মাধ্যমে তারা নারীদেরকে সিগারেটের প্রতি আকৃষ্ট করে। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে একটা প্রজন্ম সিগারেটে আকৃষ্ট হয়ে পড়ে এবং তখন সিগারেটের ক্ষতিকারক দিক গুলো সম্পর্কে কোন সাবধান বাণীও প্রচার করা হতো না।
১৯৩৯-১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট তামাককে সংরক্ষিত শস্য হিসাবে ঘোষণা করেন। কারন তখন সৈন্যরা এত বেশী ধূমপন করতো যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে তামাক সংকট দেখা দিয়েছিলো!
১৯৪৭: সিগারেটের ট্যাক্স ৪৩% বৃদ্ধি করা হয়। মূল্য বৃদ্ধির ফলে ১৪% ব্রিটিশ নাগরিক ধূমপান ছেড়ে দেন।
সিগারেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছিলো। তাই এর ক্ষতিকারক দিক গুলো সম্পর্কে সচেতনতা তৈরীর জন্য প্রচারনা শুরু হয়।
১৯৫০: সিগারেটের ক্ষতিকারক দিক সম্পর্কে প্রথম প্রচারনা শুরু হয়। এই সময়ই ধূমপান এবং ফুসফুসের ক্যান্সারে মধ্যে সম্পর্ক আবিষ্কার করা হয়। ড. ওয়াইন্ডার এবং ড. গ্রাহাম একটি গবেষনায় দেখান যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৯৫% মানুষই ২৫ বছর বা তার বেশী সময় ধরে ধূমপানে আসক্ত।
১৯৫৮: স্যালফোর্ড নামের এক ব্যাক্তি প্রথম ধূমপান আসক্তি দূর করার জন্য ক্লিনিক খোলেন।
১৯৬৪: আমেরিকান ডাক্তাররা অভিযোগ করেন ধূমপান ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। এর ফলে টিভি এবং রেডিওতে সিগারেটের প্রচারনা নিষিদ্ধ করা হয়। এছাড়াও সিগারেটের প্যাকেটের গায়ে স্বাস্থ্য সচেতনতা মূলক কথা লেখা বাধ্যতামূলক করা হয়।
১৯৬৮: লেটুসপাতা দিয়ে তৈরী এক প্রকার সিগারেট আবিষ্কার করা হয়। যেটা সম্পূর্ণভাবে নিকোটিনমুক্ত ছিলো। কিন্তু জনপ্রিয়তা লাভে ব্যার্থ হয়।
১৯৬৯: দি রেডিও টাইমস সিগারেটের বিজ্ঞাপন প্রচারনা বন্ধ করে দেয়।
১৯৭১: ইউরোপ-আমেরিকায় পাবলিক পরিবহন এবং সিনেমা হলে ধূমপান নিষিদ্ধ করা হয়।
এভাবেই ধীরে ধীরে সিগারেটের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শুরু হয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়তে থাকে।
১৯৮০: স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারনা ধূমপান সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। এছাড়াও ট্যাক্স বৃদ্ধির কারনে সিগারেটের দামও বেড়ে যায় যা সিগারেটের অগ্রগামীতা কিছুটা হলেও রোধ করে।
১৯৮২: ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েসন সরকারকে সিগারেটের সকল প্রকার বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য বলে।
১৯৮৪: ইংল্যান্ডে জাতীয়ভাবে মার্চে নো স্মোকিং দিবস পালন শুরু হয়।
১৯৮৮: আমেরিকান আদালত এক সিগারেট কোম্পানীকে রোজ সিপোলন নামক এক ব্যাক্তির পরিবারকে ক্ষতিপূরন দেওয়ার নির্দেশ দেয়। রোজ সিপোলন ঐ কোম্পানীর সিগারেট খেয়ে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলো।
১৯৯২: এই বছর ধূমপানকে মৃত্যুর কারন হিসাবে ডেথ সার্টিফিকেটে লেখার অনুমোদন দেওয়া হয়।
১৯৯৬: ব্রিটিশ উপদ্বীপ গুলোর মধ্যে গার্নসের রাজ্যে প্রথম সিগারেটের সকল প্রকার বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।
১৯৯৯: ব্রিটিশ সরকার গার্নসেকে অনুসরন করে সিগারেটের সকল প্রকার প্রচারনা নিষিদ্ধ করে।
২০০৩: সিগারেটের প্যাকেটের গায়ে বড় বড় করে ওয়ার্নিং লেখা শুরু হয়। যেমন: Smoking is highly addictive, don’t start!
২০০৪: আয়ারল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসাবে জনসম্মুখে এবং কর্মক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ ঘোষনা করে।
এভাবেই ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশও ধূমপান রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করে। আমাদের দেশেও প্রকাশ্য স্থানে ধূমপান না করার জন্য আইন আছে। কিন্তু সেই আইন এখন পযন্ত কাগজে-কলমেই সীমাবদ্ধ!
এখন সিগারেট প্রস্তুতকারকদের প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিজ্ঞানীরা সিগারেটের ক্ষতিকারক দিক সম্পর্কে নিত্য নতুন আবিষ্কার করছেন এবং এটা এন প্রমাণিত যে সিগারেট মৃত্যু ঘটায়। উন্নত দেশ গুলোতে ক্রমশই মানুষজন ধূমপান ছেড়ে দিচ্ছে। কিন্তু দু:খের বিষয় হলো আমাদের মতো দেশ গুলোতে ধূমপানের হার ক্রমশই বেড়ে চলেছে। এর পেছনে মূলত দায়ী যথাযথ আইনের অভাব এবং যে টুকু আইন আছে তার নিষ্ক্রিয়তা।
সংবিধিবদ্ধ সতর্কীকরন: ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকরই নয়, ধূমপান মৃত্যু ঘটায়।
সূত্র: Guernsey Adolescent Smoke Free Project, Wikipedia.
[এই পোস্টটি লিখার সময় কয়টা যে সিগারেট খাইলাম মনে করতে পারছি না ]
৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৭
মাগুর বলেছেন: হ, বিরাট ইতিহাস! মহাঔষধটারে বিরোধীদলীয় ষড়যন্ত্রের মাধ্যমে বিষ বানায় ফেলা হইসে
কেমনে বিড়ি ছাড়বেন?
এক কাজ করেন, ডেইলি একবার করে বিড়ি খাওয়া ছাড়তে শুরু করেন রাতে ছাড়বেন, আবার সকালে শুরু করবেন, রাতে ছাড়বেন, আবার সকালে শুরু করবেন.........
২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্ট আমিই সবার আগে প্রিয়তে নিলাম আর কি কেউ আমার মতন সিগারেট প্রেমী নাই।
৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৯
মাগুর বলেছেন: ধন্যবাদ স্বগোত্রিয় বিড়িপ্রেমী কান্ডারী ভাই
এখন পর্যন্ত আপনি ছাড়া আরো ১১ জন বিড়ি প্রেমী পাওয়া গেছে যারা পোস্টটা প্রিয়তে নিসে
৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার তথ্য বহুল পোষ্ট মাগুর ভাই। দারুন একটা ব্যাপার জানলাম।
এমন একটা জিনিস নিয়ে লিখেছেন, যার সাথে আমি জড়িত। আমি ছাইড়া দিতে চাইছিলাম, এখন এত ইতিহাস পইড়া আমার তো খাইতে ইচ্ছা করছে!!
৩০ শে মে, ২০১৩ রাত ১২:২০
মাগুর বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ কাল্পনিক ভাই
আপনার মন্তব্য সবসময় উৎসাহ দেয় আমাকে। কৃতজ্ঞতা জানুন।
আমি কুনোদিনও ছাড়তে চাই নাই, আর আমারে রডরিগো ডি যেরেযের মতো ৭ বছরের জেইল দিলেও ছাড়ুম নাহ
৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: শুরুর ইতিহাসটা ইন্টারেস্টিং !
"এক জন মানুষের নাক এবং মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে এটা দেখে সাধারন মানুষ ভড়কে যেত। একটা সময় অনেকেই ভাবতে শুরু করে যে রডরিগো ডি যেরেযের উপর শয়তান ভর করেছে। "
এটা মজা লেগেছে বেসম্ভব।
একখান ক্যামেল ক্রাশ ধরাই।
৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৮
মাগুর বলেছেন: এইডা ঠিক না ভাই
আমি খাই জন প্লেয়ার গোল্ডলিফ আর আপনে আমারে ক্যামেল ক্রাশের লোভ দেখান
৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:০৪
আনমনা 007 বলেছেন: এক মাস যাবৎ ছেড়েছি, আপনার পোস্ট পড়ে আবার পান কড়তে মুঞ্চায়।
৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৯
মাগুর বলেছেন: থাক, আবার শুরু কইরেন না। যে জিনিস একবার ত্যাগ করেছেন তাকে আবার আপন করে নেওয়ার মানে হয় না
৬| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১৪
প্রিন্স হেক্টর বলেছেন: এতো দেখি পুরা বিড়ির টাইমলাইন
সাল ২০৭৫: বিড়ির দাম যদি বাইরা যায়
৩০ শে মে, ২০১৩ রাত ১:০০
মাগুর বলেছেন: বিড়ির টাইমলাইন যত বড় হচ্ছে মানুষের টাইমলাইন ততই ছোট হচ্ছে!
জট্টিল একটা ছবি দিসেন প্রিন্স ভাই
যত বার দেখি ততবারই হাসি পায়
৭| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১৫
হাসিব০৭ বলেছেন: মনে হয় জীবনে ২-৩ বার খাইছিলাম বাট এরপর আর খাওয়া হয় নাই কারন ভাল লাগে নাই আর বউয়ের ঝারি তো আছেই
৩০ শে মে, ২০১৩ রাত ১:০৫
মাগুর বলেছেন: খাওয়ার দরকার নাই হাসিব ভাই। সিগারেটের সাথে বউয়ের ঝাড়ি একদম যায় না
৮| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ ! জানলাম ইতিহাস টা ! বেশীরভাগ ক্ষতিকর না নেশাজাতীয় ড্রাগ মূলত কোন অসুখের জন্যই উপকারী থাকে ! অব্যাশ এবং মানব দেহের কিছু আজব গঠন প্রনালীর কারনে এমন টা হয় ! আর সিগারেট এটা আমার ধারণা শুরু হয় এমনি এমনি ! কিন্তু পরে অভ্যাসের দাস হয়ে থাকা লাগে ! আমি নিজেই ২ বার চেষ্টা করেছি ছেড়ে দিতে , এখন ৩য় প্রচেষ্টা চলছে !
৩০ শে মে, ২০১৩ রাত ১:০৬
মাগুর বলেছেন: ধন্যবাদ অভি ভাই
আপনার ৩য় প্রচেষ্টা সফল হোক
৯| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫২
উৎস১৯৮৯ বলেছেন: সিগারেট ছেড়ে দিয়েছি আজ ৪র্থ দিন হল। দোয়া করেন আর যেন কখনো না ধরি।
৩০ শে মে, ২০১৩ রাত ১:০৮
মাগুর বলেছেন: অনেক অনেক দোয়া রইলো ভাই। ধূমপান মুক্ত জীবনের জন্য শুভকামনা
১০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩
সঞ্জয় নিপু বলেছেন: ভাল লাগলো ব্যপারটা জেনে তবে আমার বউ এর কইয়েন না আমি যে বিড়ি খাই
৩০ শে মে, ২০১৩ রাত ১:০৯
মাগুর বলেছেন: কমু না নিপু ভাই
আসেন চামে আরেকটা ধরাই
১১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
বাবু পাগলা বলেছেন: কামের কাম করছেন ভাই । সরাসরি প্রিয়তে চালান ......।
আর আমার ছিগেরেট খাওনের রহস্য কই ......
আমি আত্মাদের সাথে যুগাযুগ করবার লাইগা খাই :p :p
৩০ শে মে, ২০১৩ রাত ১:১১
মাগুর বলেছেন: ধন্যবাদ বাবু ভাই
আমিও কয়েকবার আত্মাদের সাথে যোগাযোগ করসি, তয় ব্যাটারা আইসাই কয় বিড়ি দে
তাই এখন আর করি না
১২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
জানতে চায় বলেছেন:
৩০ শে মে, ২০১৩ রাত ১:১৬
মাগুর বলেছেন: জানতে পাইরা অবাক হয়া গেলেন নাকি ভাই?
১৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮
ম.র.নি বলেছেন: সিগারেটে যে নিকোটিন থাকে তার সংকেত C10H14N2।সুনীল বা শমরেশের কোন বইতে পড়েছি তামাক নাকি কোন ক্ষতি করে না, সিগারেটের যে কাগজ পুড়ে তাই নাকি দায়ী। আর রাসেল ক্রো অভিনিত 'দা ইনসাইডার' দেখলে জানবেন টোবাকো কম্পানীরা কি করে যাতে আপনি সিগারেটের প্রতি আসক্ত থাকেন।
৩০ শে মে, ২০১৩ রাত ১:২০
মাগুর বলেছেন: নিকোটিনের সংকেত টা দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। ক্ষতির জন্য তামাক দায়ী না সিগারেটের কাগজ দায়ী এটা নিয়ে নতুন করে জানতে ইচ্ছা হয়ে গেলো আপনার কমেন্ট পড়ে।
দা ইনসাইডার দেখা হয়নি এখনো। দেখে ফেলবো তাড়াতাড়ি
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
১৪| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মৃন্ময় বলেছেন: thank you for smoking
ফিল্মটা কি কেউ দেখেছেন?
যদি না দেখেন তাইলে জলদি দেইক্যা লন....।
ওনলি ফর স্মোকার,
পোস্টে প্লাস,প্লাস,প্লাস।
৩০ শে মে, ২০১৩ রাত ১:২১
মাগুর বলেছেন: দেখি নাই তো! ডাউনলোড লিংক থাকলে দেন প্লিজ!
প্লাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মন্ময় ভাই
১৫| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মামুন রশিদ বলেছেন: বিড়িপিডিয়া
৩০ শে মে, ২০১৩ রাত ১:২২
মাগুর বলেছেন: ভালো বলসেন তো মামুন ভাই
ধন্যবাদ, ধন্যবাদ
১৬| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: আবিস্কারের এতদিন পর টনক নড়সে যে এডি ভালা না, ১৯৫০ সালে! পুস্টে প্লাস। সিগারেট প্রায় ছাইড়া দিসি।
৩০ শে মে, ২০১৩ রাত ১:২৪
মাগুর বলেছেন: হুম! এই বিষয়টা আমাকেও অবাক করসে! না জানি এর আগে কত লোক বিড়ি খায়া মারা গেসে
পুরাই ছাইড়া দেন হামা ভাই ভাবী খুশি হবে
প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ
১৭| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:০০
সকাল রয় বলেছেন:
সিগারেট লাইকড
৩০ শে মে, ২০১৩ রাত ১:২৪
মাগুর বলেছেন:
১৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৬
মেশকাত মাহমুদ বলেছেন: ধুমপানে আসক্তি নিয়ে অনেক স্টাডি এবং গবেষণা চলছে।ধুমপায়ীদের মধ্যে ৭০ ভাগ ধুমপান ছেড়ে দিতে চায় জীবনের যেকোন পর্যায়ে আর প্রতি বছর ৪০ ভাগ ধুমপায়ী ধুমপান ছেড়ে দিতে চায়।কিন্তু সফল হয় মাত্র ২-৫ ভাগ।এর কারণ হিসেবে অনেক কিছুই দায়ী।এবার আসুন ধুমপান এত জনপ্রিয় কেন।এর কারণ হচ্ছে মাত্র ৭ সেকেন্ডের মধ্যে নিকোটিন ব্রেনে প্রবেশ করে ডোপামিন নামক এক নিউরোট্রান্সমিটার রিলিজ করে যা এক আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করে।গবেষণায় দেখা গেছে নিকোটন এবং অপিয়েটগুলো একই পাথওয়ে তে কাজ করে।অপিয়েটস হচ্ছে হেরোইন, মরফিন, প্যাথেডিন ইত্যাদি।ধুমপান বিরোধী সংগঠন যেমন আধুনিক যতই বলুক না কেন ধুমপান ছাড়ার জন্য ইচ্ছা শক্তিই যথেষ্ট কিন্তু বাস্তবতা তার উল্টো।কিছু লোক হইতোবা পারেন কিন্তু সেটা হচ্ছে মোট ধূমপায়ীদের মাত্র ২-৫ শতাংশ।তাহলে বাকি যারা ধূমপান ছাড়ার জন্য বার বার চেষ্টা করে যাচ্ছেন তাদের কি হবে?তারা কি কোনোদিন ধূমপান ছাড়তে পারবেনা?!হ্যা অবশ্যই পারবে তবে তার জন্য কিছু মেডিকেশন প্রয়োজন। আর সেটা হল সাইকোথেরাপি,মেডিটেশন এবং কিছু ঔষধ সেবন।আজ পশ্চিমারা ধুমপান ছেড়ে দিচ্ছে আর আমরা তৃতীয় বিশ্বের মানুষ এই মরণ নেশায় আকৃষ্ট হচ্ছি।আমি রেফারেন্স দিতে পারি ধূমপান ছাড়ার জন্য শুধু ইচ্ছা শক্তিই যথেষ্ট নয়।এর জন্য চিকিৎসারও প্রয়োজন আছে।
৩০ শে মে, ২০১৩ রাত ১:২৬
মাগুর বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। অনেক তথ্য জানলাম আপনার কমেন্ট থেকে। আশা করি সবারই কাজে লাগবে। এই ধরনের তথ্য পোস্ট আকারে দিয়ে ফেলেন, তাহলে আরো অনেকেরই চোখে পড়বে।
শুভ কামনা আপনার জন্য
১৯| ২৯ শে মে, ২০১৩ রাত ৩:৪৫
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
[এই পোস্টটি লিখার সময় কয়টা যে সিগারেট খাইলাম মনে করতে পারছি না ]
আপনি মনে না করতে পারলেও সমস্যা নাই। আমি এখনই একটা খামু
পোস্টে +++++++++
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৮
মাগুর বলেছেন: আসলেই মনে করতে পারছি না
ধন্যবাদ প্লাসের জন্য
২০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন: সিগারেট ছারতে চাই
মাগার ছিকারেট আমারে ছারে না ।
৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৯
মাগুর বলেছেন: তাইলে ছিকারেটরে জাইত্তা ধইরা মাইরালান
২১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টে মাইনাস দেয়া দরকার । কারণ পোস্টদাতা এবং কতিপয় পাঠক এই পোস্ট পড়ার পর সিগারেট টানার ইচ্ছা পোষণ করেছে।
তবে সিগারেটের ইতিহাসটা জানা গেল এই সুবাদে। রডরিগোকে ৭ বছরের কারাদন্ড যেমন দেয়া হয়েছিল সেরকম ভাবে ধূমপানের অভ্যাস কমাতে সেই শাস্তির প্রয়োগ শুরু হলে খারাপ হতো না
শুভেচ্ছা আপনাকে
৩০ শে মে, ২০১৩ রাত ১:৪২
মাগুর বলেছেন: শুধু পোস্ট! পোস্ট দাতারেও মাইনাস দিয়া ফালান পাঁচ সাতটা! ব্যাটা মহা ছিকারেটখোর
ধূমপান করার জন্য ৭ বছরের জেইল দিলেও আপত্তি নাই। তবে জেইলে কিন্তু সিগারেট থাকতে হপে
ধন্যবাদ অপর্ণা আপু
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
২২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শেষ লাইনটা তুফানী হইছে........
অনেক কিছু জানলাম....জানা উচিত যেই জিনিস খাইয়া মরতে যাইতাছি তার হিস্টুরি জানা ফরয...
৩০ শে মে, ২০১৩ রাত ১:৪৩
মাগুর বলেছেন: শেষে সত্যি কথাটা কয়া দিলাম আরকি
হুম, আসলেই। যেই জিনিস খাইয়া মরতে যাইতাছি তার হিস্টুরি জানা ফরয...
২৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:১৩
অপরিচিত অতিথি বলেছেন: ৈজয় বলেছেন: এত দেখি বিরাট ইতিহাস, এককালের মহোষধ কালক্রমে বিষ হয়ে গেছে।
বিড়ি সিগারেট খুব খারাপ জিনিসরে ভাই। কেমনে ছাড়ি সেইটা বলেন।
৩০ শে মে, ২০১৩ রাত ১:৪৩
মাগুর বলেছেন: এক কাজ করেন, ডেইলি একবার করে বিড়ি খাওয়া ছাড়তে শুরু করেন রাতে ছাড়বেন, আবার সকালে শুরু করবেন, রাতে ছাড়বেন, আবার সকালে শুরু করবেন.........
২৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৪৬
লেজকাটা বান্দর বলেছেন: বাহ বেশ তথ্যবহুল পোস্ট!
অনেক ভাল লাগলো।
৩০ শে মে, ২০১৩ রাত ১:৪৫
মাগুর বলেছেন: ধন্যবাদ
২৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তথ্য বহুল পোস্ট!!
ধুমা খাইতে মন্চায়!!! পারি না!
৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৪
মাগুর বলেছেন: পারেন না তো কি হইসে? আমি আছি না
শিখায় দিবো
[সংবিধিবদ্ধ সতর্কীকরন: ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকরই নয়, ধূমপান মৃত্যু ঘটায়]
২৬| ৩১ শে মে, ২০১৩ রাত ২:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: সরাসরী প্রিয়তে...
সাথে পিলাস রইল
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৫
মাগুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
২৭| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৩২
রেজোওয়ানা বলেছেন: এই সব এত ঘটনা তো জানতাম না!
ভাল লাগলো জেনে।
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৭
মাগুর বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা আপু
আপনার কমেন্ট দেখলে ভালো লাগে। আমি নিজেই জানতাম না এত কিছু, হঠাৎ মনের কৌতুহল মেটাতে যেয়ে এতকিছু বের হয়ে গেলো
২৮| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৪৬
রাতুল_শাহ বলেছেন: ++++++
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮
মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই রাতুল। শুভকামনা আপনার জন্য
২৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: তথ্য বহুল পোস্ট!!তবে সবাইকে সিগারেটের প্রতি আরো উৎসাহ বাড়ানোর জন্য আপনাকে মাইনাস দেয়া উচিত ভাইয়া
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০০
মাগুর বলেছেন: সিগারেটের প্রতি উৎসাহ বাড়ালাম কৈ?
আমি তো বার বার বলছি,
সংবিধিবদ্ধ সতর্কীকরন: ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকরই নয়, ধূমপান মৃত্যু ঘটায়।
তারপরও যখন মাইনাস দিতে চান নিলাম মাইনাস
৩০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৬
নিয়েল হিমু বলেছেন: পোষ্ট সোজা প্রিয়তে যাবে
এই অসাধারণ পোষ্টের ইতিহাস অংসটা কি আপনি বাংলা উইকিতে নিবেন প্লিজ ?
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৯
মাগুর বলেছেন: ওক্কে, আজকেই উইকিতে আপডেট করে দিব
৩১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:২১
নাজিম-উদ-দৌলা বলেছেন: জব্বর একখান পোস্ট দিছেন।
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৯
মাগুর বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই
৩২| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৪:২১
মাহমুদ০০৭ বলেছেন: অসাম পোস্ট । ধন্যবাদ দিয়া আপনারে আর
পিচ্চি বানাইতে চাই না ।
এমুন পোস্ট বার বার চাই ।
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭
মাগুর বলেছেন: আমিও আর ধন্যবাদ ফিরত দিয়া আপনারে পিচ্চি বানাইলাম না
মাঝে মাঝে সময় পেলে আসবেন আমার ব্লগ বাড়িতে। হয়তো পেয়ে যাবেন এরকম আরো কিছু পোস্ট
৩৩| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্টে ভাল লাগা। সিগারেট খাই না।
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭
মাগুর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ধূমপান করেন না জেনে খুব ভালো লাগলো
৩৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫২
দূরন্ত প্রজাপতি বলেছেন: টেনেছি আর পড়েছি ।
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮
মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই দূরন্ত প্রজাপতি
৩৫| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯
অন্তহীন বালক বলেছেন: এই পোস্টটি লিখার সময় কয়টা যে সিগারেট খাইলাম মনে করতে পারছি না
++++++++
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২০
মাগুর বলেছেন: সিগারেটের হিসাব করাটা আসলে বোকামী
ধন্যবাদ++ ভাই অন্তহীন বালক
৩৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫
সোহাগ সকাল বলেছেন: আরে এ তো দেখছি সিগারেটের উপ্রে পিএইচডি প্রাপ্ত গবেষক! অনেক ভাল্লাগলো ভাই।
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩
মাগুর বলেছেন: ১৬ বছর ধরে ধূমপান নিয়ে গবেষণা করছি
[পড়তে হবে ১৬ বছর ধরে ধূমপান করছি ]
ধন্যবাদ সোহাগ সকাল, ধন্যবাদ
৩৭| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৪
স্বপ্নসমুদ্র বলেছেন: মন্তব্যঃ মজা পাইলাম। হালায় খায় বিড়ি আর মাইনষে কয় নাক মুখ দিয়া ধুমা বাইরায় ক্যা? হেইতে শয়তান। পাঠাইলো ৭ বছরের জেলে কিন্তু ঐখানের গুলারেও শয়তান বানাই ফেলাইলো।
কনফিউশনঃ আইচ্ছা হেইশুম তো বিড়ি কেউ চিনতো না? জেলে তারে বিড়ি দিতো কোন বিড়িখোর?
মূল্যায়নঃ তথ্য বহুল পোস্ট। +
উপদেশঃ ছাইড়া দ্যাও ভাই। ইতান ভালা না।
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬
মাগুর বলেছেন: আরে হেইশুম তো তারে বিড়ি দেয় নাই, হেয় সাথে কইরা তামাক পাতা নিয়া গেসিলো, সেইগুলান রোল কইরা বিড়ি বানাইসে
ছাইড়া তো দিই ডেইলী
৩৮| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১০
হতভম্ব মানুষ বলেছেন: বয়সটা সার্টিফিকেট অনুযায়ী ১৮- কিন্তু এরি মধ্যে বুইঝা ফালায়সি কি জিনিস এইটা।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০
মাগুর বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরন: ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকরই নয়, ধূমপান মৃত্যু ঘটায়
৩৯| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ছিঃ গ্রেটের কি কোনই উপকারিতা নাই
ব্যাফক দুক্ক পাইলাম , পুষ্ট পড়ে।
এনবিঃতবে একটা আশার কথা আছে , সৃষ্টিকর্তা সব জিনিসের মধ্যেই ভাল খারাপ গুন দিছে!!একটা শুধুই ভাল অথবা শুধুই খ্রাপ হইতারে না।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
মাগুর বলেছেন: ভালো দিকটা বাইর করেন তাত্রি! আমরা অপেক্ষায় আছি
৪০| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ছিঃ গ্রেট - এই শব্দ আবিষ্কারের জন্য পেটেন্ট কইরবার চাই!!
কেমতে করুম
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৬
মাগুর বলেছেন: আেগ সবাইের দাওয়াত দিয়া চাইনিজ খাওয়ান তারপর আপনার পেটেন্ট এর ব্যাপারটা ভাবা যাবে
৪১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পোস্ট দাতারে মাইনাস। এমন নোংরা একটা পোস্ট দেওয়ার কারণে। তিনি নিজে নেশাগ্রস্থ আবার অন্যান্য নেশাগ্রস্থদের উস্কানি দিতে এই পোস্ট দিলেন।
এই পোস্ট অবশ্য মুছে দেওয়ার জন্য কোনো অনুরোধ করবো না।
কারণ আমি নিজে সিগারেটের বা তামাকের নেশা করি না। তবে ওষুধ হিসাবে টানতে আরম্ভ করছিলাম।
মাথা ব্যাথায় আধা পাগল হয়ে গেছিলাম। লেখাপড়া ঘুম নিদ্রা সবই চাঙে উঠে গেছিল। সিগারেট টানা শুরুর এক মাসের ভিতর সুফল পাইতে আরম্ভ করছিলাম। বাবা-মায়ের কাছ থেকে অনুমোদন পাইছিলাম ধূম পানের। আবার স্কুলে নাইনে ভরতি হইছিলাম জুনিয়রদের সঙ্গে। তামাক আমাকে নতুন জীবন দিয়েছিল, আঁতেল ভাই, বা ডাবল পণ্ডিত আর ডাক্তাররা আমার কথারে পাত্তা দেয় নাই। আমিও তাদের খ্যাতা পুড়ি।
সিগারেটের প্রতি নির্দয় সকলের আধা বেলার জন্য পেটের বিমার হোক।
২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মাগুর বলেছেন: মন্তব্যদাতারে ডাবল মাইনাস
৪২| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: 1604-1665
কুতায় হারিয়ে গেল সোনালি সাল গুলো সেই আজ আর নেই...
ছাড়ার কথা কেউ কইলে বলি- ভাই না খেয়ে একটা লোক বেঁচে গেছে- দেখাইতে পারলে ছাইড়া দিমু
হেরা পারেনা আমিও ছাড়ি না.....
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
মাগুর বলেছেন: কুতায় হারিয়ে গেল সোনালি সাল গুলো সেই, আজ আর নেই...
ভাই না খেয়ে একটা লোক বেঁচে গেছে- দেখাইতে পারলে ছাইড়া দিমু
৪৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
রিভিশন দিলাম।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
মাগুর বলেছেন: হে হে হে! আপনার কমেন্টের সুবাদে আমিও রিভিশন দিয়ে নিলাম
৪৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫
নিয়েল হিমু বলেছেন: এই পোষ্টের উইকির লিংকটা অর্থাৎ যে অংশ আপনি দিয়েছেন সে অংশের লিংক
৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮
আকিব আরিয়ান বলেছেন: আমি বিড়ি ছাড়তে পারি, বিড়ি তো আমায় ছাড়ে না
ফেসবুকে বিড়ি নিয়ে আমার পেইজও আছে যা বিড়িখোরদের বৃহত্ আড্ডা এবং একমাত্র ইউনিক পেইজ
http://facebook.com/birimasterakib
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯
ৈজয় বলেছেন: এত দেখি বিরাট ইতিহাস, এককালের মহোষধ কালক্রমে বিষ হয়ে গেছে।
বিড়ি সিগারেট খুব খারাপ জিনিসরে ভাই। কেমনে ছাড়ি সেইটা বলেন।