নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
মোবাইলে অথবা কম্পিউটারে যে QWERTY কিবোর্ড ব্যবকার করি আমরা তা এসেছে মূলত Typewriter থেকে। তবে মোবাইলে QWERTY কিবোর্ডে লিখতে গেলে অনেক সমস্যা হয়। কারন মোবাইলের আকৃতির কারনে বাটন গুলো অনেক ছোট ছোট হয়। আবার টাচস্ক্রিন ফোন গুলোতে QWERTY কিবোর্ড দিয়ে লিখতে গেলে লেখার স্পিডও অনেক কম হয়। এক কি চাপ দিতে গেলে অন্য কিতে চাপ লেগে যায়। এ সমস্যা দূর করতে আসছে নতুন KALQ কিবোর্ড।
ছবি: নতুন KALQ কিবোর্ড লেআউট।
KALQ একটি নতুন একটি টাইপিং পদ্ধতির কিবোর্ড। এতে QWERTY পদ্ধতির চেয়েও দ্রুত টাইপ করা যাবে। জার্মানির Max Planck Institute এর গবেষকেরা আবিষ্কার করেছেন এই কিবোর্ড লেআউট। এই কিবোর্ড দিয়ে দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে দ্রুতগতিতে টাইপ করা সম্ভব। টাচস্ক্রিনের QWERTY লেআউটের তুলনায় KALQ নামের নতুন লেআউট ব্যবহার করলে ৩৪% দ্রুতগতিতে টাইপ করা যাবে।
বর্তমান সময়ের মোবাইল ফোন ও ট্যাবলেটে টাইপিং ধীরগতির। এর কারণ হচ্ছে QWERTY লেআউটের ব্যবহার। বৃদ্ধাঙ্গুলির সাহায্যে টাচস্ক্রিনে QWERTY লেআউটের ব্যবহারে টাইপ করার গতি সাধারণ কিবোর্ডের তুলনায় ধীরগতির। টাচস্ক্রিন QWERTY কিবোর্ডে প্রতি মিনিটে মাত্র ২০ টি শব্দ টাইপ করা যায়।
Max Planck Institute এর গবেষকেরা কোয়ারটির তুলনায় দ্রুতগতিতে টাইপ করা যায় এমন কিবোর্ড লেআউট নিয়ে গবেষণা করছিলেন। যার ফলাফল স্বরূপ বৃদ্ধাঙ্গুলির নড়াচড়ার বিষয়গুলো পর্যবেক্ষণ করে KALQ নামে নতুন একটি লেআউট উদ্ভাবন করা হয়েছে।
KALQ লেআউটে স্ক্রিন মূলত দুটি অংশে বিভক্ত। এ লেআউটটির বামদিকে ১৬টি বাটন ও ডানদিকে ১২ টি বাটন রয়েছে। বামদিকে ১৬ টি বাটন ৪x৪ স্টাইলে দেওয়া হয়েছে এবং ডানদিকের ১২টি বাটন ৪x৩ স্টাইলে। লেআউটে Vowel গুলো একদিকে রাখা হয়েছে। আর মজার ব্যাপার হলো এই কিবোর্ডের দুটি অংশেই একটি করে বাটন খালি রাখা হয়েছে! কালক ব্যবহারের সুবিধা হচ্ছে যখন একদিকের বৃদ্ধাংগুলিতে টাইপ চলবে আরেকটি প্রস্তুত হয়ে থাকবে। KALQ কিবোর্ডের ডেভলপারদের মতে যারা নতুন ভাবে এই কিবোর্ড ব্যবহার শিখতে চাইবেন তাদের জন্য ২০ থেকে ৩০ ঘন্টার প্র্যাকটিসই যথেষ্ঠ।
১ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য সিএইচআই ২০১৩ সম্মেলনে এ কিবোর্ড লেআউট সম্পর্কে আরো তথ্য জানাবেন গবেষকেরা। আর মে মাস থেকেই ANDROID স্মার্টফোন গুলোর জন্য এই লেআউট পাওয়া যাবে।
আশায় থাকলাম নতুন KALQ কিবোর্ড লেআউটের
তথ্যসূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এবং প্রথম আলো
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
মাহতাব সমুদ্র বলেছেন: +++++++++++++++++++
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
একজন আরমান বলেছেন:
দারুন জিনিস শেয়ার করলেন তো।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: QWERTY কিবোর্ডের সাথে অভ্যস্ততা বহুবছরের। কনফিউজড্, কতটা কাজে লাগবে!
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন +++
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
আমিনুর রহমান বলেছেন:
শেয়ারের জন্য ধন্যবাদ +++