নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
আজ ঘুম ভাঙলো পাশের বাড়ির বিকট গানের আওয়াজে! ব্রোকেন অ্যাঞ্জেল নামের গানটা সমানে রিপিট দিয়া বাজাইতাসে তো বাজাইতাসে!!! প্রথমে মেজাজ খুব খারাপ হইসিলো!
এর আগেও মেলাবার শুনছি, কিন্তু ভাঙা পরীর গানে ক্যান জানি মজা পাই নাই। কিন্তু আজ একটু মনযোগ দিয়া গানের লিরিক শুনতেই হাসি পায়া গেলো গানটা যদি আমাদের বাংলায় হতো তাহলে কেমন হতো? আসুন দেখে নিই
ভাঙা পরী
মাগুর ft মাগুরী_ভাঙা পরী.এমপি৩
সিরাম একাকী ভাঙা পরী
সিরাম একাকী, আমার হৃদয়ের কতা হুনো
[মাগুর:]
ক্যান? কি হইসে?
কেডায় কইসে?
কারে কইসে?
মিছা কথা.....!
সিরাম একাকী ভাঙা পরী
সিরাম একাকী, আমার হৃদয়ের কতা হুনো
একমাত্র ভাঙা পরী
ভাইঙা টুকরা হওনের আগে আমারে বাঁচাও
[মাগুর:]
তোর পাশে মুই আছি, কিতা করতাম?
কয়া ফালা আর কান্দিস না
ওয়ো ওয়ো ও....
তোরে মুই ভালোবাসি মনে রাহিস
ফাইজলামী না.....!!
সিরাম একাকী ভাঙা পরী
সিরাম একাকী, আমার হৃদয়ের কতা হুনো
একমাত্র ভাঙা পরী
ভাইঙা টুকরা হওনের আগে আমারে বাঁচাও
লা লা কসকি লা লা কসকি লা লাআআআআ...!!
পরিশেষে সকল ভাঙা পরীর জন্য সমবেদনা
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
মাগুর বলেছেন: আর বইলেন না ভাই সকাল থেকে কান ঝালাপালা করে দিলো! ভাবছি বাংলা ভার্সনটা রেকর্ড করে আমিও বাজানো শুরু করবো নাকি
ধইন্যযোগ পিলাসের জইন্য
২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
রেকর্ড করে বাজানো শুরু করেন।
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
মাগুর বলেছেন: সেটা করলে প্রতিবেশীরা ফুলঝাড়ু হাতে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে আসবে
৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
স্পাইসিস্পাই001 বলেছেন: মাগুর ভাই ....পুরাই অস্থির.....
সেইরম হইছে.....মজা পাইলাম+++++++্
ধন্যবাদ .... ভাল থাকবেন..।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
মাগুর বলেছেন: ধন্যবাদ স্পাইসি
আপনিও ভালো থাকবেন, আবার আসবেন আমার ব্লগে
৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মজা পাইলাম!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
মাগুর বলেছেন:
)
৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: সিরাম মজা পাইলাম। সিরাম লিরিক হইসে। নদগে পিলাস
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
মাগুর বলেছেন: সিরাম ধইন্যবাদ দিলাম
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
আশিক মাসুম বলেছেন: সিরাম একাকী ভাঙা পরী
সিরাম একাকী, আমার হৃদয়ের কতা হুনো
হাসতে হাসতে আমি শেষ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩
মাগুর বলেছেন:
৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: ব্যাফুক মজা পাইলাম, সিরাম হইছে
*কুনোব্যাঙ* বলেছেন: সিরাম মজা পাইলাম। সিরাম লিরিক হইসে। নদগে পিলাস
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
মাগুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
নগদে পিলাস নিলাম
৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
স্বাধীনচেতা মানবী বলেছেন: আমি বরাবর ইংলিশ কে ইংলিশ গান হিসেবেই শুনেছি । কখনো বাংলা অর্থ করে শোনার কথা মনেই আসেনি । হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে গেল । হা হা হা হা +++++++++++++
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মাগুর বলেছেন: আমি আবার সব ইংলিশ গান গুলোকেই বাংলা অর্থ করে বোঝার চেষ্টা করি তবে আমার এই অনুবাদটি আপনাদের হাসাতে পেরেছে জেনে ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে। আবার আসবেন আমার ব্লগে।
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
বোকামানুষ বলেছেন: সিরাম একাকী ভাঙা পরী
সিরাম একাকী, আমার হৃদয়ের কতা হুনো /
একমাত্র ভাঙা পরী
ভাইঙা টুকরা হওনের আগে আমারে বাঁচাও (
হাসতেই আছি
এক কাজ করেন এটা আপনার প্রতিবেশি কে দেখান
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মাগুর বলেছেন: প্রতিবেশী কে দেখাইলে মাইন্ড খাইতে পারে ভাই
তার আবার খুব ফেভারিট গান
১০| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪
ভূতাত্মা বলেছেন: কেয়্যা গানা হেয় স্যারজী!!!!!!!!!!!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪১
মাগুর বলেছেন: ইয়ে আংরেজী সাঙ্গিত কা বেঙ্গলী এডিশন হেয় স্যারজী
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন:
♫♪♫♪♪♫ সিরাম একাকী ভাঙা পরী ♪♫♪♪♪♪
এইডা কি গান শুনাইলেন !! চরম হইছে !
খুব্বি ভালো হইছে। ++++++++++++