নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
মোনাজাত অর্থ প্রার্থনা। আল্লাহর কাছে কিছু কামনা করা। আসুন, আমরা সবাই আমাদের অন্তরের শুদ্ধির জন্য, পাপ মোচনের জন্য, কল্যাণের জন্য, শয়তানের হাত থেকে বাঁচার জন্য মোনাজাত করি।
মোনাজাতের সুন্নাত তরীকা হচ্ছে, প্রথমে দরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করা এবং দরূদ শরীফ দিয়েই মোনাজাত শেষ করা। খলীফাতুল মুসলিমীন হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,
"যতক্ষণ পর্যন্ত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোআ'সমূহ আসমান ও যমীনের মধ্যবর্তী স্থানে লটকিয়ে থাকে।"
[তিরমিযী]
তো আসুন, সবাই মিলে মহান আল্লাহর কাছে মোনাজাত করি।
হযরত আদম (আ.) ৩০০ বছর নিম্নোক্ত মোনাজাতটি পড়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন:
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইললাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমরা নিজের (দেহ ও আত্মার প্রতি) যুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য নিম্নোক্ত মোনাজাত করতে উপদেশ দিয়েছেন:
রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া ক্বিনা আ'যাবান্নার।
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে ইহকালের মঙ্গল এবং পরকালের শান্তি দান করুন এবং আমাদেরকে দোযখের আগুন হতে রক্ষা করুন।
নিম্নের দোয়া পাঠ করলে সুদৃঢ় ঈমানের সাথে মৃত্যু নসীব হবে:
রাব্বানা লা তুযিগ কুলূবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল্ লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব।
অর্থ: হে আমাদের প্রতিপালক! সঠিক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন। নিশ্চয়ই আপনি মহান দাতা।
নিচের দোয়াটি পাঠ করলে মাতা-পিতা ও মুমিনদের গুনাহসমূহ মাফ হয় এবং দোয়াকারীর আমলনামায় সকল মুমিনদের সংখ্যানুযায়ী সওয়াব লেখা হয়:
রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমার মা-বাবার এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিন, যে দিন হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে।
রাসূলুল্লাহ (সা.) সর্বদা নিচের দোয়াটি পাঠ করতে বলতেন। এ দোয়াটি পাঠ করলে পাঠকারীর অন্তর দ্বীনের উপর দৃঢ় থাকে এবং আল্লাহর মহব্বত অন্তরে বদ্ধমূল হয়:
আল্লাহুম্মা ইয়া মুক্বাল্লিবাল কুলূবি ছাব্বিত কুলূবানা আ'লা দ্বীনিকা।
অর্থ: হে আল্লাহ! হে অন্তরসমূহ আবর্তনকারী! আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন।
আরো কয়েকটি দোয়া নিচে দেওয়া হলো যে গুলো নিয়মিত পাঠ করলে ঈমান মজবুত হয়, অন্তরে নূর পয়দা হয়, সকল দোষ-ত্রুটি আল্লাহপাক গোপন করে রাখেন এবং ঈমানের সাথে মৃত্যু নসীব হয় ও পরকালের কঠিন আযাব হতে মুক্তির কারণ হয়:
রাব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়া কাফফির আ'ন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআ'ল আবরার।
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের দোষ-ত্রুটি দূর করে দিন আর নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দান করুন।
রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনূবানা ওয়াক্বিনা আ'যাবান্নার।
অর্থ: হে আমাদের প্রভু! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গুনাহসমূহ মাফ করে দিন এবং আমাদেরকে দোযখের আযাব হতে রক্ষা করুন।
রাব্বিগফিরলী ওয়া তুব আ'লাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়্যাবুর রাহীম।
অর্থ: হে আমার পরওয়ারদেগার! আমার গুনাহ সমূহ মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী করুণাময়।
দোয়াগুলোর আরবি উচ্চারণ সহ বাংলা অর্থ দিয়ে দিলাম। বাংলা অর্থ বোল্ড করে দিলাম এই জন্য যে সবাই যেন বুঝতে পারেন কি চাইছেন মহান আল্লাহতায়ালার কাছে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানকার জনগোষ্ঠির প্রায় ৮৬% মুসলমান। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্মভীরু সুন্নী, কিন্তু সঠিক ধর্মীয় শিক্ষাদীক্ষার অভাবে কিছু মানুষ ধর্মকে ভুল ভাবে ব্যাখ্যা করে ফায়দা লুটার চেষ্টা করে যাচ্ছে! আমরা যদি নিজেরা না জানি, না বুঝি তাহলে অন্যের ভুল ব্যাখ্যার ফাঁদে পা দিয়ে ভুল পথে পরিচালিত হবো। আমাদের দেশে অনেকেই ইসলামকে অনেক ভাবে বর্ণনা দেন, ব্যাখ্যা করেন। কিন্তু সকলের মত ও পথের চেয়ে মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মত ও পথ যে অতি উত্তম ও উত্কৃষ্ট মত ও পথ এ কথা কোন মুসলমানকে বলে দিতে হবে না। কাজেই অন্যান্য সকলের মত ও পথকে বর্জন করে মহানবীর মহাপবিত্র মত ও পথেই আমাদেরকে চলতে হবে। অন্য কারো মতে ও পথে চলার জন্য নির্দেশ নাই।
আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবী করেন তাহলে নিজে ইসলাম জানুন, অন্যকে ইসলাম কি সেটা জানান। ইসলাম কে বলা হয় দ্বীন, মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোন রকম বিভ্রান্তি বা অকল্যাণের স্থান নেই ইসলামে। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, কেননা আল্লাহপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতে জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
মাগুর বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬
সাকিন উল আলম ইভান বলেছেন: আবারো স্বর্ণা আপা প্রথম, হুর , আমেরিকার নেট স্পীড এতো বেশি ক্যা ?
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: আল্লাহর কাছে চাওয়ার তো এই একটাই পথ
হোক না মনে মনে অথবা হাত তুলে
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
মাগুর বলেছেন: আল্লাহতায়ালার পক্ষ থেকে একজন ফেরেশতা নির্ধারিত আছেন যখন কোন ব্যাক্তি ৩ বার “ ইয়া আর হামার রাহেমিন ” ( হে সকল দয়াশীলদের চেয়ে বড় দয়াশীল) তখন উক্ত ফেরেশতা ঐ ব্যাক্তিকে বলেন, নিশ্চয়ই সবচেয়ে বড় দয়াশীল তোমার প্রতি মনযোগী আছেন, এখন তুমি যা ইচ্ছা তাই চাও (তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে)।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০
রুদ্র মানব বলেছেন: আল্লাহ আমাদের তৌফিক দান করুন ।
আমিন ।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
মাগুর বলেছেন: আমিন।
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১
িসয়াদ বস বলেছেন: ভাই, রাত অনেক হইছে।এখন যান। তাহাজ্জুদ পইরা উম্মতে লাইগ্যা দোয়া করেন।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
মাগুর বলেছেন: ধন্যবাদ িসয়াদ ভাই...
৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
রুদ্র মানব বলেছেন: সাকিন উল আলম ইভান বলেছেন: আবারো স্বর্ণা আপা প্রথম, হুর , আমেরিকার নেট স্পীড এতো বেশি ক্যা ?
আসলেই আমিও বহুত চেষ্টা করি , কিন্তু উনি রকেটের গতিতে পরথমে রিপ্লাই দিয়া দেন
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
বোকামন বলেছেন: আমীন
আস সালামু আলাইকুম
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
মাগুর বলেছেন: আমীন...
ওয়া আলাইকুম আস সালাম
৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়, পাড়ে লয়ে যাও আমায়।
৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ++++++
আমীন ।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
মাগুর বলেছেন: আমীন।
১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
পথ-হারা এক পথিক বলেছেন: আমিন। ভালো লাগলো পোস্টটা।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই।
১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি অপার হয়ে বসে আছি অগো দয়াময়..পারে লয়ে যাও আমায়
১২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫
বাংলার হাসান বলেছেন: ভালো পোস্ট
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
মাগুর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:২০
বাংলাদেশী দালাল বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
মাগুর বলেছেন: আমীন।
১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
কাঠুরে বলেছেন: banglar_hasan বলেছেন: ভালো পোস্ট
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
মাগুর বলেছেন: banglar_hasan কে বলেছি: ধন্যবাদ হাসান ভাই।
আপনাকেও বলছি: ধন্যবাদ কাঠুরে ভাই।
১৫| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩
chai বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
মাগুর বলেছেন: আমীন।
১৬| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭
শ্রমন বলেছেন: ধর্ম তো যার যার কাছেই রয়েছে তাদের হৃদয়ে, এই মূহুর্তে হঠাত সেটা নিয়ে এতটা ব্যাকুল হবার কারন জানতে ইচ্ছে করছে! আনা লাজম আরফ মিন ওয়েন আন্তা ফিকর হাদি তাওয়া!
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
মাগুর বলেছেন: ধর্ম যার যার কাছেই রয়েছে হৃদয়ে।
সহমত।
আর এই মূহুর্তে হঠাত সেটা নিয়ে এতটা ব্যাকুল হবার কারন জানতে চাইলে আমার ব্লগ পোস্ট গুলি ভালো করে পড়ে আসুন। আশা করি বুঝতে পারবেন।
১৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
জননেতা বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
মাগুর বলেছেন: আমীন।
১৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮
দি সুফি বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
মাগুর বলেছেন: আমীন।
১৯| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
বাক স্বাধীনতা বলেছেন: অনেক ভালো পোস্ট। তবে অবাক করার বিষয় হচ্ছে, এ ধরনের পোস্ট আগে কখনও নির্বাচিত পাতায় আসেনি। এটা একটা শুভ লক্ষণ।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
মাগুর বলেছেন: ধন্যবাদ বাক স্বাধীনতা ভাই।
হুম....পোস্টটি নির্বাচিত পাতায় এসেছে, শুভ লক্ষণ।
২০| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
অন্ধকার রাজপুত্র বলেছেন: মুনাজাতের তরিকা জানতাম তবে এটা পড়ার পর আরও কিছু জিনিষ জানতে পারলাম। ধন্যবাদ পোস্টদাতাকে
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩
মাগুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
ক্যাপটেন বলেছেন: সুন্দর পোষ্ট। আল্লাহ সবাইকে শান্তি দান করুন। আমাদের বাংলাদেশ যেনো হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে শান্ত দেশ। আমীন।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
মাগুর বলেছেন: ধন্যবাদ ক্যাপটেন সাহেব
আল্লাহ সবাইকে শান্তি দান করুন। আমাদের বাংলাদেশ যেনো হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে শান্ত দেশ। আমীন।
২২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মুদ্দাকির বলেছেন: সুন্দর পোষ্ট, তবে সামুতে এই পোষ্ট নির্বাচিত দেইখা অবাক হয়া গেলাম!!!!!!!!!!!!! এইখানে সাধারনত ১ লাইন ইসলামের কথা থাকলেও পোষ্ট নির্বাচিত হয়না, অন্তত গত দুই বছর তাই দেখালাম,
তবে কাদিয়ানি আর ভন্ডদের টা হয়!!!!!!!
সুন্দর পোষ্টের জন্য আপনাকে অন্তরিক সালাম
আসসালামুয়ালাইকুম
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
মাগুর বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম মুদ্দাকির ভাই।
পোস্টটি নির্বাচিত পাতায় এসেছে....আসলেই শুভ লক্ষণ।
২৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ লাগলো মাগুর সাহেব, আপনার লেখনী খুবই ভাল, এই বানীগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন জন্যে কৃতজ্ঞতা।
১৬ তম পিলাচ আমি দিছি(মিষ্টি খাওয়াইলে আপত্তি নাইক্কা)
আর প্রিয়তে রাখলাম। এই আয়াতগুলো অনুধাবন করার জন্যে আরও চর্চার প্রয়োজন হবে।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭
মাগুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার বাড়ির পাশের দোকানে যায়া আমার নাম বইলা ১৬ টা মিষ্টি খায়া নেন
২৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর বিশ্লেষণটুকুর তুলনা চলে না! অসাধারণ কাজ ভাই, চালিয়ে যান, এই ধরনের পোস্ট আরও চাই, ইসলাম এর ভুল ব্যাবহারকারী এবং ক্ষতি সাধনকারীদের মুখোস উন্মোচনে আপনার ঐকান্তিক প্রচেষ্টায় মুগ্ধ হয়েছি।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৯
মাগুর বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে। সাথে থাকবেন।
২৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬
দুর্বার বলেছেন: আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১২
মাগুর বলেছেন: আমীন।
২৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০১
শান্তা273 বলেছেন: আল্লাহপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতে জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।।
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৩
মাগুর বলেছেন: আমীন।
২৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
কাজী মামুনহোসেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মে আল্লাহ ব্লেস আস।
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
মাগুর বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাকে বলেছি: আল্লাহ আমাদের সহায় হোন
২৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: আল্রাহু আকবার,
স্বারা জীবন নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন ব্লগে আসলাম তখন নাস্তিক বিশেষন পেলাম,
সার জীবন ছাগুদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন ব্লগে আসলাম তখন রাজাকারের সন্তান উপাধী পেলাম,
আল্রাহ তুমি বিশেষন দাতাদের রক্ষা কর
আল্লা তুমি আমার বাবার সম্মান রক্ষা কর
আমিন....
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪
মাগুর বলেছেন: “বলুন,সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই।”
-(সুরা বনি ইসরাইল,আয়াত ৮১)
আল্লাহর উপর ভরসা রাখুন।
২৯| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩
দিশার বলেছেন: ভাই আমার একটা ছোট প্রশ্ন, ই দুয়া গুলা তো সাইদী , গোআ আজম, নিজামী সবাই জানে , ওরা তাইলে কি এগুলা পরে পরে পরকালে আল্লাহ্ এর কাসে মাফ পেয়ে যাবে ?
আর মনে করেন মালতি নামের এক ১৬ বছরের হিন্দু বালিকা , একাত্তরে যাকে পাক রাজাকর রা ধর্ষণ এর পর হত্যা করেছে, সে কি মহান আল্লাহ পাক এর বিধান অনুযায়ী জাহান্নাম যে পুরে পর্বে অনন্তকাল ? আপনার বিবেক কি বলে ?
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪১
মাগুর বলেছেন: ছোট্ট প্রশ্ন বললেন কিন্তু করলেন অনেক বড় প্রশ্ন!
আল্লাহ কাকে জান্নাত দিবেন আর কাকে জাহান্নামে পাঠাবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এখানে আমার বিবেকের বলার কিছু নাই।
সমাজে প্রত্যেক মানুষ তার নিজ কর্মফলের জন্য দায়ী। পার্থিব জীবন শেষে আল্লাহ তাআলার কাছে প্রত্যেককে তার নিজ নিজ কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।
‘যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়া (জবাবদিহি)কে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস।’
(সূরা আল-নাযিআত, আয়াত- ৪০)
‘কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখবে। আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখবে।’
(সূরা আয-যিলযাল, আয়াত: ৭-৮)
এরপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে বোঝানোর মতো সামর্থ আমার নাই। ইসলাম সম্পর্কে জানতে হলে আগে ঈমান আনুন মনে। ধর্ম হলো মানুষের মনের বিশ্বাস। সুতরাং এখানে সংশয় প্রকাশের কোন সুযোগ নাই। ভালো থাকবেন।।
৩০| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৩
দিশার বলেছেন: হাহা ভাই, এত সরাসরি করা প্রশ্নের উত্তর ও যদি , আল্লাহ র কাসে ছেড়ে দেন, দিলে বিবেক বুদ্ধি দিসে কেন?
ইমান হারাবার ভয় করতেসেন নাকি উত্তর দিয়ে? গোআ , সাইদী , নিজামীর বেপারে যখন মত দিতে পারলেন না .
হিন্দু কিশোরীর বেপারে কিছু বলেন ? বোন টা আমার কি জাহান্নাম য়ে পূর্বে?
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৫
মাগুর বলেছেন: আপনি তর্কের খাতিরে মন্তব্য করছেন। আপনার বোঝার মতো জ্ঞান থাকলে বা ইচ্ছা থাকলে উপরের কথা থেকেই বুঝে নিতেন। আমার বিবেক আমাকে আল্লাহর পথে চলতে বলে, জান্নাত কে পাবে, জাহান্নামে কে যাবে তা নির্ধারণ করা আমার বিবেকের কাজ নয়।
আপনার ব্লগ পড়ে দেখলাম। ৩ বছরে মাত্র ১৪ টা পোস্ট, যার সিংহভাগই আবার ধর্ম বা ধর্ম গ্রন্থের বিশ্লেষণ। কিন্তু মন্তব্য করেছেন ৭০০ এরও উপরে! তা আপনি নিজেই যখন এত কিছু জানেন তখন আপনার বিবেক কি বলে?
অহেতুক ইসলামকে হেয় করার জন্য মন্তব্য করে লাভ কি? আপনার মতো মানুষ গুলার জন্যই জামাত-শিবির-বিএনপি আজ সব ব্লগার কে ঢালাও ভাবে নাস্তিক বলার সাহস পায়। ইসলাম সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটা বড় কথা নয়, কত টুকু বিশ্বাস করেন সেটাই হলো আসল। ভালো কিছু করতে না পারলে খারাপ কিছু করবেন না।
আল্লাহ আপনাকে হেদায়েত করুক। পরবর্তীতে তর্ক করার খাতিরে মন্তব্য করলে রিমুভ করতে বাধ্য হবো।
৩১| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৪
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য।
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬
মাগুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
পূরান পাগল বলেছেন: সুন্দর পোস্ট।আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা প্রিয়নবী হজরত মোহাম্মদ (সঃ) কে অনুসরন করতে পারি আল্লাহ্ তওফিক দান করুন।
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই। আল্লাহ আমাদের সহায় হোন।
৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
কুন্তল_এ বলেছেন: +++
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০
মাগুর বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ভাই।
৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: আমীন
৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৬
পাখির বাপ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মে আল্লাহ ব্লেস আস।
----------------------------
আমীন ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মে আল্লাহ ব্লেস আস।