নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পের্ক যে দিন কিছু জানতে পারবো সে দিন অবশ্যই লিখবো!

মাগুর

স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট

মাগুর › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৭ দিনেই হয়ে যান ফর্সা! ত্বককে করুন আরো উজ্জ্বল!

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

আপনার গায়ের রঙ যদি কালো অথবা শ্যাম বর্ণ হয় তাহলে পোস্টের বাইরে না থেকে টুক করে ক্লিক করে ভেতরে চলে আসুন ;)

আপনি নারী-পুরুষ বা মাঝামাঝি যেই হন না কেন আপনাদের জন্যই এই পোস্ট। সারা দুনিয়া ফর্সা হয়ে যাচ্ছে, আর আপনি বাকি থাকবেন কেন? গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার :)







বিজ্ঞাপন ০১: সাথী কলেজে পড়ে। সে খুব ভালো গান গাইতে পারে। কিন্তু তার গায়ের রং ময়লা, যা তার কনফিডেন্স কমিয়ে দিয়েছে! খুব ভালো গান জানার পরও গায়ের রং ময়লা হওয়ায় সে কোন অনুষ্ঠানে বা বন্ধুদের সামনে গান গাইতে লজ্জা পায়! সাথীর বান্ধবী সিলভিয়া তার এই প্রবলেম দেখে তার হাতে তুলে দিল কেয়ার এন্ড লাভলী ! :D



মাত্র ৭দিনেই হয়ে যান ফর্সা! ১০০% গ্যারান্টি! কেয়ার এন্ড লাভলী আপনার সৌন্দর্যকে করে তুলবে আরো আকর্ষণীয় ও অতুলনীয়। মুখের সব অবাঞ্চিত দাগ ও ব্রণকে দুর করে আপনার ভিতরের রূপকে জাগিয়ে তুলবে।আপনাকে পরিপূর্ণ নারীতে বদলাতে মাত্র ৭দিন কেয়ার এন্ড লাভলী ব্যবহারই যথেষ্ঠ!

আর কেয়ার এন্ড লাভলীর জাদুকরী ছোঁয়ায় সাথী মাত্র ৭দিনেই হয়ে গেল ঝকঝকে ফর্সা! এবার সাথী কলেজের অনুষ্ঠানে গলা ফাটিয়ে গান করে সবাইকে মাতিয়ে তুললো!
:D :D

[নিজ দ্বায়িত্বে "মাইরালা আমারে" পড়ে ফেলুন :P ]



বিজ্ঞাপন ০২: সোহেল একজন স্ট্যান্টম্যান। সিনেমায় হিরোদের স্ট্যান্ট দেওয়া তার কাজ। যদিও হিরোদের চেয়ে তার চেহারা এবং পারফরমেন্স কোন অংশে কম যায় না কিন্তু গায়ের রংটাই হয়েছে জ্বালা! ময়লা গায়ের রং তাকে কোন পরিচালকের সামনেই যাওয়ার সাহস জোগায় না! এরপর এসে গেল কেয়ার এন্ড হ্যান্ডসাম!



পুরুষদেরও চিন্তা নাই, আপনাদের জন্যও এসে গেছে কেয়ার এন্ড হ্যান্ডসাম! আপনার মুখের কালো ভাব দূর করে আপনাকে আরো হ্যান্ডসাম এবং আকর্ষণীয় করে তুলতে কেয়ার এন্ড হ্যান্ডসাম এর জুড়ি নাই।

কেয়ার এন্ড হ্যান্ডসাম মেখে সোহেল তার গায়ের চকচকা রং নিয়ে পরিচালকের সামনে যেতেই পরিচালক তাকে পরবর্তী সিনেমার জন্য কাস্ট করে ফেললেন।


[আবারো নিজ দ্বায়িত্বে "মাইরালা আমারে" পড়ে ফেলুন :P ]



কি ভাবছেন? নতুন কোন ফেয়ারনেস ক্রিমের অ্যাড? না..না...এগুলো হচ্ছে বাজারে প্রচলিত ফেয়ারনেস ক্রিম কোম্পানী গুলোর অ্যাডের ভাষা। আমি এখানে কোন ক্রিমের অ্যাড নিয়ে আসিনি...এসেছি এই সব ক্রিম আর সৌন্দর্য নিয়ে কিছু কথা বলতে। :|



টিভি খুললেই আজকাল প্রতিটি চ্যানেলে বিভিন্ন ফেয়ারনেস ক্রিম কোম্পানীর অ্যাড দেখা যায়। যেগুলোতে কেউ মাত্র ৭দিনে কেউবা আবার ১৪ দিনে গায়ের রঙ ফর্সার গ্যারান্টি দিচ্ছেন! কেউ কেউ তো আবার বয়সই কমিয়ে দিতে পারবেন বলে দাবি করছেন। এজ মিরাকল টা্‌ইপ নাম দিয়ে বিষাক্ত কেমিক্যাল বিক্রি করছে! নারী-পুরুষ উভয়েরই রূপ তথা সৌন্দর্য নিয়ে তারা অত্যাধিক মাত্রায় চিন্তিত! আর আমরা ম্যাঙ্গো-পিপল এইসব অ্যাড দেখে যে কোম্পানী যত চাপা মারতে পারে তার ক্রিম কিনি! যেন দেশে ফর্সা হওয়ার হিড়িক পড়েছে! :-*



ফেয়ারনেস ক্রিম আগে শুধু নারীদের জন্য হলেও এখন পুরুষরাও পিছিয়ে নেই। কিন্তু কেন এই ফেয়ারনেস ক্রিম??? গায়ের রং ফর্সা করাটা কি এতই জরুরী?? /:) /:)



কোন কথা বলতে গেলে আমি সব সময় নিজের উদাহরণ দিতে পচ্ছন্দ করি। আমার ছোট বেলা থেকেই দেখে আসছি প্রতিদিন রুটিন করে আমার মাকে ফেয়ার অ্যান্ড লাভলী মাখতে। কিন্তু মজার ব্যাপার হলো মা যেমন ছিলো তেমনই আছে শুধু বয়সের ছাপটা পড়েছে চেহারায়! মাঝখান থেকে ফেয়ার অ্যান্ড লাভলী যে কি কাজ করলো ঠিক বুঝতে পারছি না! /:) আপনারাও একটু লক্ষ্য করলেই দেখবেন আপনাদের বাড়িতে মা-বোনরা বিভিন্ন ব্র্যান্ডের দেশী-বিদেশী ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছে....বাবা-ভাইরাও পিছিয়ে নেই। যারা এগুলো ব্যবহার করছেন তাদের কি কোন লাভ হচ্ছে?



গ্রামের সহজ সরল কিশোরী-যুবতী থেকে শুরু করে শহুরে আধুনিক মেয়েরা কেউ পিছিয়ে নেই ফর্সা হওয়ার এ দৌড়ে। আর্থিক সামর্থ অনুযায়ী একেক জন একেক ব্রান্ডের স্নো/ক্রিম/লোশন ব্যাবহরা করছে। কোনটার দাম ২০ টাকা আবার কোনটার ২০০০০ বা তারও বেশী!! সোনা মেশানে ক্রিম, এন্টি এজিং ক্রিম, রূপা মেশানো ক্রিম, হলুদ মেশানো ক্রিম, কমলা মেশানো ক্রিম, বাদাম মেশানো ক্রিম, পেঁপে মেশানো ক্রিম, সশা মেশানো ক্রিম কি নাই এই ক্রিমের বহরে! :-0 এখন শুধু লাউ-কদু, করল্লা, সজনে ডাটা, ধুন্দল টাইপ ফ্লেভার আসতে বাকি :P



বলিউডের শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া, ক্যাটরিনা, প্রীতি জিনতা থেকে শুরু করে ঢালিউডের শাবনূর, পপি, সাকিব খান কেউ বাদ পড়েনি এই ক্রিম গুলোর বিজ্ঞাপনে!





পাবলিকের প্রতিক্রিয়া: শাহরুখ খান কইসে? না মাইখা যামু কৈ! :P





পাবলিকের প্রতিক্রিয়া: ক্যাটরিনা মাখসে এই ক্রিম? তাইলে আমিও মাইখা ক্যাটরিনা হমু! আমার নাইকা হওয়া ঠ্যাকায় কিডা! :D





যারা নারীবাদী অর্থাৎ নারী-পরুষের সমান অধিকার নিয়ে লড়াই করছেন তাদেরকে বলছি, এই সব চটকদার বিজ্ঞাপন কি আপনাদের চোখে পড়ে না? কালো বলে কি সমাজে কোন মেয়ের মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ নেই? আমরা কি এখনো সেই আদিম যুগে পড়ে আছি? এখনো কি কালো-সাদা বিবেচনা করে সাফল্য আসে? এটা তো ইভটিজিং এর চেয়েও ভয়ঙ্কর অপরাধ। ইভটিজিং যদি সামাজিক ব্যাধি হয় তাহলে তো রং ফর্সা করা ক্রিমের নামে এইসব ভাওতাবাজি আন্তর্জাতিক ব্যাধি! এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন না কেন? এই সব ক্রিম কোম্পানী তাদের বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ-কোটি (কথিত) কালো/শ্যামলা মেয়েদের প্রতিনিয়ত অপমান করছে! আর আপনারা সব মুখ বুজে দেখছেন? নাকি নারী অধিকার শুধু ফর্সা মেয়েদের জন্য? X( X((



পুরুষদের অবশ্য কিছু বলার নেই। কারণ তারা নারী-পুরুষের সমান অধিকারের মত ফেয়ারনেস ক্রিমেও অধিকার পেয়ে গেছেন। B-) আসলে এই সব কোম্পানী গুলো রং ফর্সা করার কথা বলে সমাজ তথা পুরো বিশ্বের মানুষকে দুইভাগ করার প্রচেষ্টায় লিপ্ত আর আমরা সব দেখে-শুনেও নির্বিকার বসে আছি। কিন্তু এই ভাবে আর কতদিন? আর কত দিন আমরা মানবতার এই অপমান দেখবো? এই সব বহুজাতিক বেনিয়ারা আর কত ভাবে অপমান করলে আমাদের অনুভূতিকে নাড়া দিবে?? X((





এরা পারলে আমেরিকার প্রেসিডেন্টের কাছেও ক্রিম বেচে আসে :P



এখানে একটা লক্ষ করার মতো বিষয়, এ ধরণের ক্রিম কোম্পানী গুলোর বেশীর ভাগই বিদেশী কোম্পানী। দেশী কোম্পানীর সংখ্যাও কম না। গড়ে একেকজন নারী যদি মাসে একটি করেও এধরণের ক্রিম ব্যাবহার করেন তাহলে কত টাকা প্রতি মাসে অপচয় সেটা হিসাব করা মুষ্কিল! আর এই টাকার বড় অংশটাই কিন্তু চলে যাচ্ছে বিদেশীদের হাতে! আর এ ধরণের ক্রিম গুলো যে ত্বকের কোন উপকার করে না, বরং ক্ষতি করে সেটাও বিজ্ঞানী/ডাক্তাররা বার বার বলে আসছেন। অধিকাংশ সময়েই দেখা যায় এধরণের ক্রিম ব্যবাহারের ফলে ত্বকের ক্ষতি হয়, ব্রণ বের হয়, পরবর্তী আরো কালো হয়ে যায় আরো কত কি! তারপরও থেমে নেই ফর্সা হওয়ার রঙ্গ!! /:)



আর দেশী কোম্পানী গুলোর কথা তো আলাদা করে বলতে হয়। এরা আরো একধাপ এগিয়ে! মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল দিয়ে ক্রিম বানিয়ে এরা তাৎক্ষণিক কিছু মানুষকে হকচকিয়ে দিচ্ছে। কিন্তু পরবর্তীতে এর ক্ষতিকর প্রভাবের হাত থেকে ব্যবহারকারীরা রক্ষা পাচ্ছে না। একটা কোম্পানী নিষিদ্ধ করা হলে নতুন উদ্যোমে ১০টা কোম্পানী আসছে! নিষিদ্ধ কোম্পানী আরেক নাম নিয়ে পুনরায় আসছে! আর আসবেই তো, চাহিদা প্রচুর......সুতরাং যোগান দেওয়ার তো কাউকে থাকতে হবে। আর এই সুযোগে ক্রিমের ব্যাবসা করে আইনের ফাঁক-ফোকর গলে, ঘুষ দিয়ে ব্যবসা চালু রেখে আঙ্গুল ফুলে বটগাছ হচ্ছে অনেকেই! B-))







আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু কালো বর্ণের মানুষ, কিন্তু কালো বলে কি তিনি বড় হতে পারেননি? অপরাহ উইনফ্রে কিন্তু ২.৮ বিলিয়ন ডলারের মালিক! কন্ডোলিৎসা রাইসের কথাও মনে আছে নিশ্চয়? মোহাম্মদ আলী? কফি আনান? মার্টিন লুথার কিং? এরা তো আমাদের দেশের মানুষের চেয়েও কালো! তাই বলে কি এরা জীবনে বড় হতে পারেনি? এরা কিন্তু কেউ আমাদের মতো ক্রিম ডলে না!!



আল্লাহপাক প্রত্যেকটি মানুষকে ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন। কারও সাথে কারও তুলনা হয় না। আমাদের চেহারা কেমন হবে তা আল্লাহপাক নিজেই নির্ধারন করে দিয়েছেন। আমার বা আপনার এত কোন হাত নেই। সুন্দর-অসুন্দর, ফর্সা-কালো সবই আল্লাহর ইচ্ছা। সুতরাং মানুষের বাহ্যিক চেহারা তার সৌন্দর্য নির্ধারক হতে পারে না। সৌন্দর্য মানুষের ব্যবহারের মধ্যে নিহিত। আমাদের আচার-ব্যবহার, চাল-চলন কেমন হবে তা আমরা নিজেরাই নির্ধারণ করতে পারি। আমাদের অন্তরের সৌন্দর্য আমরা নিজেরাই উজ্জ্বল করতে পারি। তাই অন্তরের সৌন্দর্যই আসল সৌন্দর্য। আসুন, গায়ের রংকে ফর্সা করার ব্যর্থ চেষ্টা না করে মনের রংকে ফর্সা করি। মন থেকে সব হিংসা-বিদ্বেষ, ক্রোধ, অন্যায়, মিথ্যাকে দূর করে নিজেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলি। তাহলেই ব্যক্তি জীবনে, কর্মজীবনে তথা জীবনের সর্বস্তরে সাফল্য আসবে।



বি: দ্র: এটা সামুতে করা আমার প্রথম পোস্ট। প্রথম পোস্ট বলেই হয়তো তখন তেমন সাড়া পাইনি। রি-পোস্ট করেও যে আহামরি কিছু করে ফেললাম তা না! আমি নিশ্চিত আমার এই লেখা পড়ে কেউ ক্রিম ডলাডলি বাদ দিবেন না। দেওয়া উচিতও না! কোথাকার কোন মাগুর এসে পোস্ট ফেঁদে বসলো আর আপনারা ক্রিম মাখা বন্ধ করে দিবেন এমন হলে তো ক্রিম কোম্পানীরা আমার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা ঠুকে দিবেন :P তারপরও যদি ব্যাপারটা মনে একটু ভাবনার উদ্রেক ঘটায় তাই একটু পরিবর্ধন করে আবার দিলাম ;)



মন্তব্য ৬৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

অচিন.... বলেছেন: আমি খুব কম ক্রিম ইউজ করি।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

মাগুর বলেছেন: কি ক্রিম অচিন ভাই? শেভিং ক্রিম? :P

২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ল্যাও ঠ্যালা!! মাঠ তো বলের বাইরে!! :-/ :-/ :-/

ঊরে মোর খোদা তায়ালা!!! মাইরালা আম্রে মাইরালা!!


শাহরুখ খান কইসে, না মাইখা যামু কৈ! কিন্তুক কিছু স্যামপল না দিলে কেমনে কি??



B-) B-) B-) +++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

মাগুর বলেছেন: স্যাম্পল দরকার হইলে শাহরুখ খানরে ফেবু তে পোক মারেন ;)

৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

রুদ্র মানব বলেছেন: ক্রীমের বিজ্ঞাপনগুলা দেইখা আসলেই হাসি পায় ,
ক্রিম দিলেই যদি মানুষ ফর্সা হইয়া যাইতো তাইলে আল্লাহ আর কালো , ফর্সা মানুষ পৃথিবীতে পাঠাইতেন না।

পোস্টটা গুরুত্বপূর্ণ , কিন্তু তারপরেও যদি কেউ ক্রীম মাইখা ফর্সা হইতে চায় তাইলে সে আবাল ছাড়া আর কিছু না :)

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

মাগুর বলেছেন: কেউ কেউ আবার বলে যে সে ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখে না! ত্বক ঠিক রাখার জন্য মাখে! আরে বাবা ত্বক নষ্ট করার জিনিস দিয়া ক্যামনে ত্বক ঠিক রাখা যায় সেইটাই তো বুজি না! :||

পোস্টটা গুরুত্বদিলে গুরুত্বপূর্ণ না দিলে গরুত্বপূর্ণ :P তবে মেজাজ খারাপ হয় ভন্ড নারীবাদীদের দেখলে! পান থেকে চুন খসলেই তারা নারী অধিকার, নারী অধিকার করে সবকিসু মাথায় তোলে আর বাসায় বইসা বইসা অ্যাড দেইখা কিরিম ডলে!!! X((

৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

অজানাবন্ধু বলেছেন: ভাল পোষ্ট +++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

মাগুর বলেছেন: ধন্যবাদ অজানাবন্ধু :)

৫| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

মাগুর বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো :) ধন্যবাদ হাসান ভাই।
আবার আসবেন :)

৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

আমরা তোমাদের ভুলব না বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ল্যাও ঠ্যালা!! মাঠ তো বলের বাইরে!! :-/ :-/ :-/

ঊরে মোর খোদা তায়ালা!!! মাইরালা আম্রে মাইরালা!!

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

মাগুর বলেছেন: =p~ =p~ =p~

৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

মদন বলেছেন: +++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

মাগুর বলেছেন: এত্ত গুলা প্লাসের জন্য ধন্যবাদ মদন ভাইয়া :)

৮| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

মাক্স বলেছেন: আমি নিয়মিত ক্রীম ইউজ করি!

শেভিং ক্রীম :P:P

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

মাগুর বলেছেন: :P :P

৯| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: উরে বাপ্রে! :-/ :-/

আসলে এই সব ক্রীম বর্ণবাদী করে তোলে আমাদের। ভাল পোস্ট।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

মাগুর বলেছেন: উরে বাপ্রে! কথা পুরাই সইত্য! :P

ধন্যবাদ :)

১০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

আহসান হাবিব হীমূ বলেছেন: পেলাস।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

মাগুর বলেছেন: পেলাসের জন্য আপনারে দিলাম ধইন্যযোগ ;)

১১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: আমি নিশ্চিত আমার এই লেখা পড়ে কেউ ক্রিম ডলাডলি বাদ দিবেন না।

এটাই আসল কথা। বণিকদের বাণিজ্য বসতি বাড়ানোর পথে শাহরুখ ক্যাটরিনারা হইল বাণিজ্যের সেনাপতি। উই আর কনজুমার অনলি :(

২০০ বছরের ইংরেজ গোলামীর রক্ত যে আমাদের শরীর থেকে এখনও পরিষ্কার হয়নাই সেইটার একটা বড় প্রমাণ ভারতবর্ষে রঙ ফর্সাকারী ক্রিমের তুমুল বাণিজ্য।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

মাগুর বলেছেন: বণিকদের বাণিজ্য বসতি বাড়ানোর পথে শাহরুখ ক্যাটরিনারা হইল বাণিজ্যের সেনাপতি। উই আর কনজুমার অনলি :(

২০০ বছরের ইংরেজ গোলামীর রক্ত যে আমাদের শরীর থেকে এখনও পরিষ্কার হয়নাই সেইটার একটা বড় প্রমাণ ভারতবর্ষে রঙ ফর্সাকারী ক্রিমের তুমুল বাণিজ্য।
সহমত :(

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

মাগুর বলেছেন: ধন্যবাদ সহজ ভাষায় সরল সত্যটি তুলে ধরার জন্য ব্যাঙ ভাই।

১২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ৭ম ++++++++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

মাগুর বলেছেন: আবারো ধন্যবাদ :)

১৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

কালোপরী বলেছেন: +++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

মাগুর বলেছেন: এত গুলো প্লাসের জন্য ধন্যবাদ কালোপরী :)

১৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

সজল_হাসান বলেছেন: ++++++++++++ =p~ =p~

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

মাগুর বলেছেন: হা হা হা হা হা! =p~ =p~ =p~
ধন্যবাদ সজল ভাই :)
জট্টিল একটা ছবি দিসেন! পোস্টে আপডেট করে দিচ্ছি এখনই.... ;)

১৫| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

লিন্‌কিন পার্ক বলেছেন:

ক্রিম ইউজাই নাহ !! :#)

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

মাগুর বলেছেন: ভালো, খুব ভালো :)

১৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

রুদ্র মানব বলেছেন: বারাক ওবামার ফডুখানা তো মাশআল্লাহ :)

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

মাগুর বলেছেন: হুম :)
পোস্টে যোগ করে দিসি ;)

১৭| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

লিংকন১১৫ বলেছেন: লাখ বিশেক টাহা হইলে আমি আফ্রিকায় যাইয়া 'বেবসা' করমু :D
বহুত লাভ হইব , ৫ মাসে ৫ 'কটি' টাহা কামাইয়া চইল্লা আমু :D :) B-)

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

মাগুর বলেছেন: ভাই, সেলসম্যান লাগলে আওয়াজ দিয়েন ;)
নাকি ওখানে ডেসটিনি ইশ!টাইলে ডান হাত-বাম হাত শুরু করবেন :P :P

১৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভালো পোস্ট । +++++++
এভাবেই একদিন হয়ত মানসিকতা পরিবর্তন হবে

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

মাগুর বলেছেন: ধন্যবাদ :)
হুম...এভাবেই একদিন হয়ত মানসিকতা পরিবর্তন হবে, নিশ্চিত।

১৯| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

বাংলাদেশী দালাল বলেছেন: প্রতি শুক্কুর বার নিয়মিত রিপুস্ট মারবেন। আমরা আমাগো ৭ দিনের ত্বকের আপডেট আপনেরে জানামু।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

মাগুর বলেছেন: ওক্কে :P

২০| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা তো ইভটিজিং এর চেয়েও ভয়ঙ্কর অপরাধ। ইভটিজিং যদি সামাজিক ব্যাধি হয় তাহলে তো রং ফর্সা করা ক্রিমের নামে এইসব ভাওতাবাজি আন্তর্জাতিক ব্যাধি! এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন না কেন? এই সব ক্রিম কোম্পানী তাদের বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ-কোটি (কথিত) কালো/শ্যামলা মেয়েদের প্রতিনিয়ত অপমান করছে! আর আপনারা সব মুখ বুজে দেখছেন? নাকি নারী অধিকার শুধু ফর্সা মেয়েদের জন্য? X( X((


+++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাই। খুব মেজাজ খারাপ হয় ভন্ড নারীবাদীদের দেখলে! পান থেকে চুন খসলেই তারা নারী অধিকার, নারী অধিকার করে সবকিসু মাথায় তোলে আর বাসায় বইসা বইসা অ্যাড দেইখা কিরিম ডলে!!! X((

২১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রিফাত হোসেন বলেছেন: ৭ দিনে যে সৌন্দর্য দেখায় তা সত্যি :) কিন্তু ..... কিন্তু তা ক্ষনকালীন । এটি ব্যবহার বন্ধ করে দিলেই সৌন্দর্য বা চাকচিক্য বা সাময়িক ব্লিতস থাকবে না । :)

এর থেকে সবুজ ফল খাওয়া শ্রেয় । ভিটামিন খুব উপকারী শরীর ও চামড়ার জন্য । :)

তবে একে মেক আপের মত ব্যবহার করা যায় । :) এখানেই ৭ দিনের হিসেবে বলা হয়েছে । কিন্তু কোনভাবেই হরমোন পরিবর্তন করা সম্ভব নয় এই পদার্থ দিয়ে :)

এটা তাদের প‌্যাকেটের কাগজের ইনফোতে লেখা আছে । :) কিন্তু আফসুস এটি পড়ার কারন কেউ অনুভব করে না । :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮

মাগুর বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য গুলো শেয়ার করার জন্য :)

২২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: কেটরিনার পিক টা দারুন :P

তবে পোষ্টে প্লাস । ক্যামিক্যালের দৌড়াত্ব ........ উফ কি আর বল্ব

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

মাগুর বলেছেন: কিছুই বলার নাই হিমু ভাই...কবে যে এই কেমিক্যাল ডলাডলি বন্ধ হবে :(

২৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৩

বাংলার হাসান বলেছেন: যারা নারীবাদী অর্থাৎ নারী-পরুষের সমান অধিকার নিয়ে লড়াই করছেন তাদেরকে বলছি, এই সব চটকদার বিজ্ঞাপন কি আপনাদের চোখে পড়ে না? চমৎকার পোষ্টের জন্য রইল +++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

মাগুর বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন।

২৪| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭

দি সুফি বলেছেন: ভাইউ, সেইরকম লিখছেন !:#P !:#P

মাইকেল জ্যাকসন আর টাইগার উড্‌সের নামটা বাদ পইরা গেল! :(

নারীবাদিরা এইগুলার বিপক্ষে বলবে! তেনারা আরো এইগুলার পক্ষে বলে! কয়েক বছর আগে একটা নিউজ দেখেছিলাম, যেখানে নারীবাদিরা রোড মার্চ করছিল। তাদের রোড মার্চের উদ্দেশ্য "বিঙ্গাপণে নারীদেরকে আরো বেশি খোলামেলা দেখানো উচিত!" - এই দাবিতে নারীবাদিরা অন্তর্বাস পরে রোডমার্চ করছিল! ঘটনা অস্ট্রেলিয়ার! বুঝেন ঠেলা B-)) B-))

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭

মাগুর বলেছেন: ধন্যবাদ ভাইউ :)

টাইগার উডসের কথা আসলেই বাদ পড়ে গেছে। এরকম আরো অনেকেই আছেন, তাই কয়েকজনের নাম উদাহরণ হিসাবে দিয়েছি আর কি ;)

তবে মাইকেল জ্যাকসনের কথা বলতে চাই না। মাইকেল কিন্তু বেশ কয়েকবার প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলানোর চেষ্টা করেছে। এমজের আগের চেহারার সাথে পরের চেহারা মিলিয়ে দেখলেই সেটা বোঝা যায়।

অস্ট্রেলিয়া, জার্মানীর মতো দেশ গুলোর কথা কি আর বলবো :( গত বছর জার্মানীতে নারী পুরুষ যেন নগ্ন হয়ে প্রকাশ্যে ঘুরতে পারে সে দাবীতে আন্দোলন পর্যন্ত হয়েছে!! নারী-পুরুষ মিলে নগ্ন হয়ে বরফশীতল পানিতে নেমে গোসল করার অতি প্রাচীন একটি প্রথা এখনো অনেক ইউরোপীয় দেশে চালু আছে। এ ব্যাপারে প্রবাসী ভাইয়েরা ভালো বলতে পারবেন ;)

২৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: চমৎকার পোষ্ট +++++++++++++++++++++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

মাগুর বলেছেন: এত এত প্লাসের জন্য ধন্যবাদ+ ;)

২৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: লিংকন১১৫ বলেছেন: লাখ বিশেক টাহা হইলে আমি আফ্রিকায় যাইয়া 'বেবসা' করমু :D
বহুত লাভ হইব , ৫ মাসে ৫ 'কটি' টাহা কামাইয়া চইল্লা আমু :D :) B-)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২

মাগুর বলেছেন: লেখক বলেছেন: ভাই, সেলসম্যান লাগলে আওয়াজ দিয়েন ;)
নাকি ওখানে ডেসটিনি ইশ!টাইলে ডান হাত-বাম হাত শুরু করবেন :P :P

২৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

টিনটিন` বলেছেন: আমিতো শীতকালেও কিছু মাখিনা। সেভটাও ঠিকমতো করা হয়না। :||
তবে পরিস্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। ব্যাস। :)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৩

মাগুর বলেছেন: পরিস্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। ব্যাস।

এটাই হলো আসল কথা :)

২৮| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭

আবিদ ফয়সাল বলেছেন: ইদানিংকালের ক্রিমগুলা মাইখ্খা মুখে ম্যাক্সতা,ব্রণ হওনের আশংকা আছে :P

+

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯

মাগুর বলেছেন: ইদানিংকালের ক্রিমগুলা মাইখ্খা মুখে মেছতা, ব্রণ হওনের আশংকা আছে।

সহমত ;)

২৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: রৌদ্রে কাজ করতে করতে চেহালা কালির মতন কালো হয়ে গেছে...হারানো গায়ের রং উদ্ধার করুম কেমতে? কি ঝামেলায় পড়লাম।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

মাগুর বলেছেন: ঝামেলায় পড়বেন কেন? আমাকেও দিনের বেশীর ভাগ সময় বাইরে কাজ করতে হয়। ঝড়-বৃষ্টি-রোদ-ঠান্ডার মধ্যেই ঘুরি। কিন্তু কখনো তো গায়ের রঙ নিয়ে ভাবিনি /:)

কাজ থেকে ফিরে এসে চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন, বেশী করে ফল-মূল, সব্জি আর পানি খান। ইনশাল্লাহ আপনার হারানো গায়ের রঙ ফিরে পাবেন।

৩০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

জেনারেশন সুপারস্টার বলেছেন: +++++

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৯

মাগুর বলেছেন: :)

৩১| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

জিপসি মেহেদি বলেছেন: আসলে এই সব কোম্পানী গুলো রং ফর্সা করার কথা বলে সমাজ তথা পুরো বিশ্বের মানুষকে দুইভাগ করার প্রচেষ্টায় লিপ্ত আর আমরা সব দেখে-শুনেও নির্বিকার বসে আছি। কিন্তু এই ভাবে আর কতদিন?

পোস্টে প্লাস!!!!

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১

মাগুর বলেছেন: ধন্যবাদ মেহেদি ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.