নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
জট্টিল একটা মুভির লাস্ট অ্যাকশন দৃশ্যটি দেখছেন এমন সময় যদি পিসিটা ঠাস করে রিস্টার্ট হয় তাহলে কেমন লাগবে? আবার প্রিয় কোন গেমের চরম উত্তেজনাকর মুহুর্তেও যদি পিসি রিস্টার্ট হয় তাহলে রাগটা কার উপর ঝাড়া যায় সে বিষয়েও একটা অনুসন্ধান কমিটি করতে পারেন আসুন জেনে নিই আচমকা পিসি রির্স্টাটের সম্ভাব্য কারনসমূহ-
||অপারেটিং সিস্টেমের জটিলতা||
যদি অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দেয় অথবা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে তাহলে পিসি রিস্টার্ট হয় । উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোন সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয় । ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লীক করে properties থেকে Advanced tab /Startup and Recovery /Settings অপশনে যান । এখন System Failure অপশন থেকে Automatically Restart থেকে টিক চিহ্ণ উঠিয়ে ok করুন।
||হার্ডওয়্যারের সমস্যা||
পিসির বিভিন্ন হার্ডওয়্যারের সমস্যার কারণে রিস্টার্ট হতে পারে। যেমন র্যাম, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড। আবার অনেক সময় দেখা যায় মাদারবোর্ডে নতুন কোন হার্ডওয়্যার সংযুক্ত করার পর পিসি রিস্টার্ট হচ্ছে বার বার। এক্ষেত্রে নতুন হার্ডওয়্যারটি সংযোগ ঠিক না থাকলে এরকম হয়। আবার পিসির সাথে হার্ডওয়্যারটি অসামাঞ্জস্য হলেও এই সমস্যা দেখা দিতে পারে । এজন্য মাদারবোর্ডের সাথে হার্ডওয়্যারের সংযোগ ঠিক আছে কিনা চেক করে দেখুন।
||ভাইরাসের আক্রমন||
বিভিন্ন প্রকার ভাইরাস, ট্রোজান এর কারনেও পিসি রিস্টার্ট নিতে পারে । এজন্য পিসিতে সবসময় আপডেট এ্যন্টিভাইরাস ব্যবহার করুন । নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন। পারলে লাইসেন্স কপি ব্যবহার করুন।
||নতুন প্রোগ্রাম ইনস্টল করার ফলে||
অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারনে পিসি রিস্টার্ট নেয়। পিসির কনফিগারেশনের সাথে যদি কোন সফটওয়্যার বা গেমসের রিকোয়ারমেন্টস না মিলে তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝে শুনে প্রোগ্রাম/গেমস ইনস্টল করুন ।
||হার্ডডিস্কের ত্রুটি||
হার্ডডিস্কে সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে । এজন্য হার্ডডিস্কের ব্যাড সেক্টর রিমুভ করে নিন। আর নিয়মিত ডিফ্র্যাগমেন্ট, ক্লিনআপ করা ভালো।
||প্রসেসর হিটসিঙ্ক/কুলার||
প্রসেসর হিটসিঙ্ক/কুলার ঠিক মত কাজ না করলেও পিসি রিস্টার্ট হতে পারে। কারন কুলার ঠিক মতো কাজ না করলে প্রসেসর ওভারহিট হয়ে যায়।
||পাওয়ার সাপ্লাই সমস্যা||
পাওয়ার সাপ্লাই এর সমস্যার কারণেও পিসি রিস্টার্ট হতে পারে। পাওয়ার সাপ্লাই যদি ঠিক ভাবে কাজ না করে তাহলেও এরকম হতে পারে।
||ইলেকট্রিক পাওয়ার বোর্ডে সমস্যা||
যে পাওয়ার বোর্ড থেকে কম্পিউটারের জন্য লাইন নেওয়া হয় সেই বোর্ডে লুজ কানেকশন অথবা অন্য কারনে ভোল্টেজ আপ-ডাউন করলে পিসি রিস্টার্ট হয়।
তবে সবশেষে যেটা বলতে চাই, "পিসি রিস্টার্ট সমস্যার সবচেয়ে সহজ এবং প্রধাণ করান হচ্ছে রিস্টার্ট বাটনে চাপ দেওয়া " এছাড়াও অনাকাঙ্খিত বিভিন্ন কারনে পিসি রিস্টার্ট হতে পারে।।
অনেকেই এই সাধারণ টিপস গুলো জানেন নিশ্চয়ই। তারপরও যারা জানেন না তাদের জন্য দিলাম। হয়তো কারো না কারো কাজে আসবে
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
মাগুর বলেছেন:
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
যাযাবর মানুষ বলেছেন: eita ektu solve kore den vai.. ekhono pain disse.... btw. 4 bosor dore PC ta use kortesi, ekhn porjonto kono prob hy nai.. power supply ki eto bosor pore ulta-palta kore naki?
Click This Link
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
মাগুর বলেছেন: আপনার সমস্যার একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। প্রবলেম সলভ না হলে জানাবেন।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
লজিক মানুষ বলেছেন: আমার একবার এরকম হয়েছিল। পিছি স্টার্ট নেয়ার আগেই রি-স্টার্ট নেয়। সব কিছু খুলে আবার সেট করলাম। সব ঠিক। তবুও কাজ হয় না। ২দিন ধরে চেষ্টা করে কাদ কাদ অবস্থা। হটাৎ চোখ পড়ল কি-বোর্ডের Esc কি টার মদ্ধ্যে কিছু একটা ঢুকে বাটন টা চেপে রয়েছে!!!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
মাগুর বলেছেন: হা হা হা! বড়ই আজিব চিজ ইয়ে কম্পিউটার
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
উড়ন্ত বিলাই বলেছেন: থ্যাংকইউ
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
সিয়ন খান বলেছেন: আমার পিসি এই সমস্যা করে। কাজে লাগবে। ধন্যবাদ। প্রিয়তে
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: অনেক কাজের পোষ্ট। প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ।