নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ ইউনুসের ভাষন শুনলাম। আবেগে দুই চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। এ কি সত্যি সত্যিই বাংলাদেশের কোন সরকার প্রধানের ভাষন ? দুই যুগেরও বেশি সময় ধরে প্রবাসে আছি। এখানকার প্রধানমন্ত্রী যখন ভাষন দেয় টিভিতে , তখন একটার পর একটা জনবান্ধব খবর খালি শুনি আর নিজের অগোচরে দীর্ঘশ্বাস ফেলি, ফেলে আসা নিজের মাতৃভুমির কথা ভেবে। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এমন দিন দেখানোর জন্য যা এই জাতি স্বপ্নেও ভাবতে পারে নাই। অনেক অনেক কৃতজ্ঞতা বৈষম্যবিরোধী আন্দোলনের রুপকার ও বাস্তবায়নকারী সমন্বয়কদের যারা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এক কাতারে নিয়ে আসতে পেরেছে । সম্মিলিতভাবে ছাত্র- জনতা এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর ছাত্র-জনতার পাশে দাড়ানোর সিদ্ধান্তের কারনেই সম্ভব হয়েছে এক ভয়ঙ্কর ফ্যসিস্ট দানবকে উৎখাত করা যা অনেকটাই অসম্ভব হয়ে দাড়িয়েছিল দক্ষিন এশিয়ার পরাশক্তির ডাইরেক্ট সমর্থনের কারনে। তবে জনগন প্রমান করেছে যে, ঐক্যবদ্ধ থাকলে সব বাধাই অতিক্রম করা সম্ভব।
ভাষনে ডঃ ইউনুস বলেন যে, ছয়জন বিশিষ্ট নাগরিককেএই কমিশনগুলি পরিচালিনা করার দায়িত্ব দিয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড: শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।
উপড়ের এই লিস্টটা দেখে অত্যন্ত স্বস্তিবোধ করছি যে , এতদিনে যোগ্য , দক্ষ ও কঠিন লোকদের নিয়োগ দেয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) হলো বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশী শাখা। এটি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিত একটি নাগরিক সমাজ সংস্থা। এই সংস্থার পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান হয়েছেন দুদক এর সংস্কার কমিশনের প্রধান । সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পরিচালক বদিউল আলম চৌধুরি পেয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান এর দায়িত্ব। বাকিরাও সবাই স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও যোগ্য বলেই মনে হচ্ছে । ইনারা কাংখিত সংস্কার আনতে সমর্থ হবেন বলেই আশা করা যায়। এছাড়া স্বৈরাচারী সরকারের পদলেহন করা সব সরকারী কর্মকর্তাদের ওএসডি ও বদলি করা হয়েছে। পদন্নোতি দিয়ে সামনে আনা হয়েছে যোগ্য ব্যক্তিদের। বিশেষ করে পুলিশে ব্য্যপক রদবদল করা করা হয়েছে।
সত্য বলতে কি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যখন গঠন হয়েছিল, তখন বেশ হতাশ হয়েছিলাম। জানিনা কারা উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিল। দুই ছাত্র সমন্বয়ক , আসিফ নজরুল ও রিজওয়ানা চৌধুরি ছাড়া বাকি উপদেষ্টাদের মুখ খুলতেই দেখা যায় না। ব্রিগেডিয়ার সাখাওয়াৎ ও পররাস্ট্র উপদেষ্টার কথাবার্তা পুরোপুরি সন্দেহজনক। এই দুই উপদেষ্টাকে স্বৈরাচারের দোসর বলেই মনে হয়। বর্তমান স্বরাস্ট্র উপদেষ্টাও একেবারেই ব্যক্তিত্বহীন। স্বাস্থ্য উপদেষ্টাও একেবারে অযোগ্য। এইসব অযোগ্য ব্যক্তিদের সামনে সরিয়ে দেয়াই রাস্ট্রের জন্য মঙ্গলজনক হবে। স্বৈরাচারী সরকারের পদলেহন করা সব সরকারী কর্মকর্তাদের ওএসডি ও বদলি করা হয়েছে।
আমাদের অনেক অনেক সৌভাগ্য যে, ডক্টর ইউনুসের মত ব্যক্তি আমাদের দেশে জন্মেছেন। সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার এই দেশ এগিয়ে যাবেই ইনশাআল্লাহ ------
তথ্যসুত্র ঃ মানবজমিন
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৬
ঢাবিয়ান বলেছেন: অন্তর্বর্তী সরকারে কোন রাজনীতিবিদ নাই।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১২
জটিল ভাই বলেছেন:
দুঃস্বপ্ন দেখতে-দেখতে এখন স্বপ্ন দেখতে ভয় হয়
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৮
ঢাবিয়ান বলেছেন: তা ঠিকই কইসেন। এত ভাল ভাল কথা এই জাতি শুনতে অভ্যস্ত না। তাই ভয় লাগে কখন আবার কোন ডাকাতদল চেয়ারে এসে বসে পড়ে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭
কামাল১৮ বলেছেন: পিয়াজ কাটতে কাটতে ভাষন শুনছিলেন মনে হয়।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০
ডার্ক ম্যান বলেছেন: আপনি আমি সহ আরও কয়েকজন ব্লগারকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। সেটা কি আপনি সরিয়েছেন?
ইউনুস সাহেবের বক্তব্য শুনে নি। তবে ফেসবুকের বিভিন্নজনের পোস্ট দেখে বুঝলাম উনার কপালে শনির দশা আছে।
ডিসেম্বরের মধ্যেই উনি বিদায় নিতে পারেন বলে মনে হচ্ছে।
আপনার পোস্ট থাকলে এই কমেন্টও থাকবে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
ঢাবিয়ান বলেছেন: সেই পোস্ট কা-ভার অনুরোধে আমি সরিয়েছি।
ফেসবুকে দেখলাম নিস্ক্রিয় হয়ে যাওয়া আওয়ামী পেইড গ্রুপ দি-এ-টীম, সিপি গ্যাং , শাহবাগীরা আবার এক্টিভ হয়েছে। আপনি তাদের সাথে থাকলে এমন অনেক ডিলুশনে ভুগবেন । তবে শুনলাম এদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে অনলাইন এক্টিভিস্টরা
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
ঐতিহাসিক ভাষণের ডেফিনিশন কি?
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩২
প্রহররাজা বলেছেন: রাজনীতিবিদ আর ক্ষমতাবানদের কথা যে বিশ্বাস করে সে হয় গ*বেট না হয় চামচা
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫২
ডার্ক ম্যান বলেছেন: কোন কোন অনলাইন এক্টিভিস্ট তো আদম ব্যবসা করতে ধরা খেয়ে এখন আর দেশ জাতি উদ্ধারে বিপ্লবী লেখা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফেসবুকে।
আমি কখনো কারো সাথে ছিলাম না। তবে কারো কারো সম্পর্কে কিছু কিছু জানি।
লক্ষণ ভালো না, সংঘাত অনিবার্য।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০০
নূর আলম হিরণ বলেছেন: উনি কিছুই করতে পারবেন না, এগুলো আপনাদের জন্য মুলা ঝুলাচ্ছে। এসব চটকদার কথা মনে হচ্ছে আপনি এই প্রথম শুনছেন!
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯
ঢাবিয়ান বলেছেন: চটকদার মিথ্যাচার আমরা এতকাল ধরে শুনে এসেছি যেমন ১০ টাকা কেজিতে চাল ইত্যাদি ইত্যাাদি । এই প্রথম এমন কিছু কাজের বাস্তবায়ন দেখতে পারছি যা আমরা সভ্য দেশে সবসময় দেখতে পাই।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৯
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: আমিও কানতাছি - দেখি এই কান্দনের শ্যাষ কই যায়।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৭
আজব লিংকন বলেছেন: সাইবার নিরাপত্তা আইন কি বাদ দিয়ে দেয়া হবে না পরিবর্তন করা হবে?
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই পর্যন্ত রাজনীতি সম্পর্কে যা বুঝলাম লিয়াজু ভিত্তিতে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাদেরকে অগ্রিম অভিনন্দন।
ইউনুস স্যার যত পরিবর্তন করতে যাচ্ছেন তার কিছুই নতুন সরকার আসলে থাকবে না। তাই তার এই ঐতিহাসিক ভাষণ আমি স্কিপ করেছি।
আমি চাই বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক। তারা দেশের দায়িত্ব যত দ্রুত নেবে তত জনগণের জন্য মঙ্গলময়। বারবার এইসব পরিবর্তনের নাটকের চেয়ে একবারে পরিবর্তন হয়ে যাওয়াই ভালো।
সংস্কারে শুরু আছে শেষ নেই। সারা জীবন এই সংস্কার চলতে থাকবে। তাই সারা দেশে ব্লা ব্লা সংস্কারের নাটক থুয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা।
ইউনুস সরকারের এই পর্যন্ত সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা এই পর্যন্ত ফিরিয়ে আনতে না পারা। আমার মনে হয় না তার দ্বারা এই দেশ শাসন করা সম্ভব। এই দেশ শাসন করতে হলে শেখের বেটির মত হিংস্র মনের কঠোর কাউকে লাগবে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৭
ঢাবিয়ান বলেছেন: এখন নির্বাচনের প্রশ্নই উঠে না। এই সরকারকে অন্তত পাঁচ বছর দিতে হবে।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০৬
জুল ভার্ন বলেছেন: গোটা ভাষনে 'আমি' বলে কোনো আমিত্ব নেই- শুধু 'আমরা'!
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৮
ঢাবিয়ান বলেছেন: একদম ঠিক বলেছেন । সভ্য দেশে আসলে এমনটাই হয়। দুই যুগ ধরে প্রবাসে আছি। সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদার লি কুয়ান ইউর শাষনামল দেখেছি । আর লি কুয়ার ইউর সুযোগ্য সন্তানের শাষনামলতো এখনও চলছে। এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের ভাষনে সেই ছোয়া পেলাম।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৩
দেখা হবে রাজপথে বলেছেন: এই ভাষণ শুনে কত জনের কত স্থানে জ্বলা শুরু হয়ে গেছে গো মিয়া...
ব্লগের সবচেয়ে বুইড়া এক চোখা কানা একজন দেখেন এই বদিউল আলম আর ইফতেখারুজ্জামানের এক বিচ্চির সমান যোগ্যতা নাই কিন্তু তাদের একেবারে ফাস্ট ক্লাস সার্টিফিকেট দিয়ে দিয়েছেন
জয় নাকি তার সামনে মাথা উঁচা করে কথা কয় না আর ইউনূস তারে দেখলে এইরকম ভয় পায় যে কোথায় পালাবে তার রাস্তা খুঁজে
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪১
ঢাবিয়ান বলেছেন: আফসোসলীগ এর কাছ থেকে আর কি আশা করা যায় ?
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪
রাসেল ০০৭ বলেছেন: কামাল১৮ বলেছেন: পিয়াজ কাটতে কাটতে ভাষন শুনছিলেন মনে হয়।
আপনার পেয়ারের নেত্রী তাহলে পিয়াজ কাটতে কাটতে ভাষন দিতেন নাহলে একেকটি ভাষণে ৭-৮ বার প্যাচ প্যাচ করে কীভাবে কাঁদা সম্ভব ?
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২০
আহমেদ জী এস বলেছেন: ঢাবিয়ান,
জটিল ভাই এর কথাতেই বলি------ দুঃস্বপ্ন দেখতে-দেখতে এখন স্বপ্ন দেখতে ভয় হয়!
@ রাসেল ০০৭ ওয়েল সেইড....................
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১
ঢাবিয়ান বলেছেন: ইনশাআল্লহ এইবার স্বপ্ন পুরন হবেই। আমাদের সবাইকেই ইতিবাচক ও আশাবাদী হতে হবে ।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
নজসু বলেছেন:
আমি একজন খেটে খাওয়া মানুষ। আমি শুধু চাই দুবেলা পেট ভরে খেতে। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন নাগালের মধ্যে থাকে। আর শান্তিমত ঘুমাতে চাই।
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
ধুলো মেঘ বলেছেন: গোটা বক্তব্যে হাসিনার নাম তিনি দুইবার উচ্চারণ করেছেন। তাও ব্যক্তি হাসিনা নয়, ফ্যাসিস্ট হাসিনা সরকার বলে উল্লেখ করেছেন। প্রথমবার মামলা মোকদ্দমার ব্যাপারে, দ্বিতীয়বার উদ্দেশ্যহীন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গে। এর আগে কোন ইন্টারিম গভর্মেন্ট পূর্বের সরকারের কোন নীতির সমালোচনা করেছে বলে শোনা যায়নি।
তিনি এক মাসের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি বলে স্বীকার করেছেন। এরকম স্বীকারোক্তি এর আগে আর কোন সরকার প্রধানের কাছ থেকে পাওয়া যায়নি।
তবে আমি মনে করি এই সরকার অর্থনৈতিকভাবে ভয়ানক চাপে পড়তে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বৈদেশিক রিজার্ভের স্থিতি ৪৩ বিলিয়ন ডলার থেকে ১৯ বিলিয়নে নামিয়ে দেশকে সোনার দেশ বানিয়ে দিয়ে গেছে। কিন্তু ইউনুস সরকার এসে ১৯ বিলিয়নের রিজার্ভ, সাথে সরকারী বেসরকারী মিলিয়ে ১০০ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের তলায় চাপা পড়ে দম কতক্ষণ টিকে থাকে - বুঝা মুশকিল।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
ঢাবিয়ান বলেছেন: অর্থনৈতিকভাবে ভয়ানক চাপেতো অবস্যই আছে বাংলাদেশ। পতিত স্বৈরাচারী সরকারতো অর্থনীতির বারোটা বাজিয়ে গেচজে। তবে সরকার সামলিয়ে উঠতে পারবেন । এখন অর্থ পাচার বন্ধ হয়েছে , রেমিটেন্স প্রবাহ আগের চাইতে অনেকগুনে বেশি বেড়ে গেছে কারন সব টাকা এখন বৈধ চ্যানেলে আসছে। রাজনৈ্তিক স্থিতিশীলতা আসলে বিনিয়োগকারীরা আসবে। এখন দরকার শুধু জনগনের একতা এবং রাজনৈতিক দলগুলোর সহিষ্ণুতা।
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তিনি চমৎকার কথা বলেন এবং স্বপ্ন দেখান। এতদিন তো শুধু আমি করেছি আর কেউ এমন করতে পারবেনা; তিনি জমিদার আর আমরা প্রজা ছিলাম।
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার কথা বলার স্টাইলটাই অসাধারণ। আশা করি উনি দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
প্রহররাজা বলেছেন: করুনা হয় যারা রাজনীতি বিদদের কথা বিশ্বাস করে