নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

স্বরাস্ট্র উপদেষ্টা পদে ছাত্রদের মাঝ থেকেই কাউকে নিয়োগ দেয়া হোক

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২০

ক্ষমতা হারানো ফ্যসিস্ট আওয়ামি সরকার একটার পর একটা ষঢ়যন্ত্র করেই যাচ্ছে। কিন্ত রাস্ট্রের আইন শৃংখলা ও নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে বর্তমান স্বরাস্ট্র মন্ত্রনালয়। ক্ষমতায় এখন নতুন সরকার , তারপরেও এখনও সব কিছুতেই ছাত্রদের দৌড়ে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। উপদেষ্টাদের নিয়োগ কারা দিচ্ছে বিষয়টা এখনও পরিষ্কার নয়। আওয়ামীলীগের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ও রাস্ট্রপতি স্বপদে বহাল থাকায় পরিস্থিতি এখনও যথেষ্ঠ পরিমানে ঘোলা। স্বরাস্ট্র উপদেষ্টা পদে এর আগের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াৎ চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আরেক মন্ত্রনালয়ে বদলি হয়েছেন। গতকালের আনসারবাহিনীর সচিবালয় ঘেরাও এর ঘটনাতে বর্তমান স্বরাস্ট্র উপদেষ্টাও চরম ব্যর্থতার পরিচয় দিলেন। কয়েকশ আনসার অস্ত্রসহ কিভাবে উপদেষ্টাদের সচিবালয়ে ঘেরাও করে রাখার সাহস পায়? পুলিশ কোথায় ? তারা কেন দ্বায়িত্ব পালন করছে না ? যারা করছে না তাদের কেন এখনও বরখাস্ত করা হচ্ছে না? পুলিশ প্রসাষন কি দ্রুত ঢেলে সাজানোর প্রয়োজন এখনও হয়নি? গতকাল সন্ধায় সচিবালয়ে আটকে পড়া সমন্বয়কেরা ফেসবুকে ছাত্রদের রাজু ভাস্কর্যে দ্রুত জড়ো হয়ে অবিলম্বে সচিবালয় অভিমুখে চলে যাওয়ার আহবান জানায়। মুহুর্তের মধ্যে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আনসারদের সাথে। সেই সময়কার ভিডিওগুলোতে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। ছাত্রদের পিটাতে দেখা যায় আনসারদের। আরো কিছক্ষন পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে!

স্বরাস্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমে সম্পর্কে তার সমসাময়িক কিছু সেনা অফিসারদের বিবৃতি ইউটিউবে এসেছে। এতে জানা যায় যে, পিলখানা হত্যাকান্ডে সেই সময়ের কোয়ার্টার মাস্টার জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদন তৈরী করা হয়।দেখুন যে কি হয়েছিল সেই প্রতিবেদনের - https://www.youtube.com/watch?v=Idek3mIP9EQ এই হচ্ছে উনার নীতি নৈ্তিকতা এবং ব্যক্তিত্বের অবস্থা!! অন্যায়ের সাথে আপোষকামী এই ব্যক্তি কি আসলেই পারবেন পিলখানা ট্র্যজেডির সেই অরিজিনাল প্রতিবেদন প্রকাশ করতে ? আমার মনে হয় ইনারা নিজ থেকে কিছুই করবেন না যদি না এদের উপড় চাপ প্রয়োগ করা হয়।

ক্ষমতায় আওয়ামিলীগ না থাকলেও তাদের দোসররা এখনও সক্রিয়। নানান ষঢ়যন্ত্রের জাল বিছিয়ে এরা রাস্ট্রকে অস্থিতিশীল করতে মরিয়া। এদের শক্ত হাতে দমন করতে প্রয়োজন আপোষহীন নীতিবান মানুষ । ডঃ ইউনুসের চারপাশে এখন কোন ধরনের সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি একেবারেই কাম্য নয়। উনি তার ভাষনে স্পষ্টভাবেই ছাত্রদের উপর উনার প্রবল আস্থার কথা ব্যক্ত করেছেন। যেহেতু রাস্ট্রের আইন শৃংখলা রক্ষার দ্বায়িত্ব এখনও ছাত্রদেরই পালন করতে হচ্ছে , তাই স্বরাস্ট্র উপদেষ্টা পদে ছাত্র সমন্বয়কদের মাঝ থেকেই কাউকে নেয়া হোক। এই দেশের বুড়া হাবরা সকল রাজনীতিবিদ থেকে শুরু করে সুশীল সমাজ প্রতি পদে তাদের কাপুরুষতার প্রমান দিয়েছে। এদের কাছ থেকে সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ আর আশা করা যায় না। তাই তরুনদের হাতেই এবার আসুক নেতৃত্ব।


মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৩

কামাল১৮ বলেছেন: ৭০ এর ইপরে যাদের বয়স তাদের সবাইকে বাদ দেয়া দরকার।৮০ উপরেতো চলতেই পারে না।

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪১

ঢাবিয়ান বলেছেন: আপনার তীর নিশ্চই ডঃ ইউনুসের দিকে ? বাংলাদেশের গর্ব করার অল্প কিছু জিনিষের মধ্যে অন্যতম হচ্ছে ডঃ ইউনুস । উনার চারপাশ থেকে সকল সন্দেহজনক ব্যক্তিদের সরিয়ে নিলে দেখবেন যে, বাংলাদেশকে উনি কোন উচ্চতায় নিয়ে যান।

২| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৩

কামাল১৮ বলেছেন: বাংলা দেশকে যুদ্ধের উচ্চতায় না নিয়ে যায়।এই আশংকা কিন্তু আছে।আমেরিকা ইন করলে অনেক সমস্যার সৃষ্টি হবে।

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩২

ঢাবিয়ান বলেছেন: এসব ফালতু ভয় দেখাবেন না। জানি আপনারা দেশে একটা গৃহযুদ্ধ বাধাতে অতি তৎপর।

৩| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: আফসোসলীগের বর্তমানে কোন কাজ নাই তাদের এই সরকারের কোন কিছুই ভালো লাগবেনা।

তারা দূনিতি চায়, সকল ঝামেলা উসকে দিতে চাইবে, আবার সন্ত্রাসী করার মতন ক্ষমতা চায়।

বন্যাপরিস্থিতি জনগনের মাঝে দেশপ্রেম জাগিয়ে দিয়েছে। এটা বন্যাআক্রন্তদের জন্য খারাপ হলেও দেশের জনগনের মনে একাত্বতা বাড়িয়ে দিয়েছে।

মেট্রোরেল চালু হয়েছে। এটার খুব দরকার ছিলো।

সরকার এবার চেস্টা করবে মু্দ্রাস্ফিতি কমাতে। তাতে সাময়িক কস্ট শুরু হবে, জনগনের হাতে টাকা কমে আসবে কিন্তু দ্রব্যমুল্যও কমতে থাকবে।

জনগনকে বুঝতে হবে ওষূধ একটু তিতা স্বাদের হয়। দূনিতির বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমলা, কামলারা নাখোশ হবে, ব্যাবসায়ীদের লোনের উপরে নজরদারী বাড়ালে তারাও চেস্টা করবে কৃত্তিম সংকট তৌরি করতে।

দুস্টু আমলা, ব্যবসায়ী, দূনিতিবাজদের সোজা করা কঠিন হবে। জনগনকে সচেতন হতে হবে। সাময়িক কস্ট হলেও সরকারকে সাহাজ্য করতে হবে।

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪০

ঢাবিয়ান বলেছেন: লেখক বলেছেন: জনগন এই সরকারের পাশেই আছে। জনগন কোণ দাবী দাওয়া নিয়ে আসে নাই। তারা দেশের স্বার্থে সকল প্রকার কষ্ট করতে রাজী আছে। কিন্ত সমস্যা বাধাচ্ছে ১৫ বছরে মধু খেয়ে বেড়ানো আওয়ামী সুবিধাভোগীরা। এদের সংখ্যা একেবারে কম নয়। এরাই সকল অপতৎপরতা অব্যাহত রেখেছে। বিভিন্ন দাবী দাওয়ার ভেক ধরে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। এ কারনেই এখন ডঃ ইউনুসকে ব্যাকআপ দেয়ার মত বলিষ্ঠ ও দেশপ্রেমিক মানুষজন প্রয়োজন ।

৪| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৫

নতুন বলেছেন: প্রতিটা সরকারী প্রতিস্ঠানেই আয়ামীকর্মীরাই সুবিধাভোগী পদে আছে।

আশা করি সরকার শীগ্রহী দুনিতিবাজদের ধরতে কাজ শুরু করবে ।

এদের বিরুদ্ধে আক্রমন না করলে এরা সরকারকে বেকায়দায় ফেলতে আয়ামীলীগের প্রিসক্রিপসন অনুযায়ী কাজ করবে।

২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১

ঢাবিয়ান বলেছেন: এই মুহুর্তে শাহবাগে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে রিক্সা চালকেরা। https://www.youtube.com/watch?v=oG8SNWy578M । ভেবে দেখেন যে , লাখ লাখ টাকা ছড়িয়ে এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যহত রয়েছে। পুলিশ কি করছে বলেন? তিন সপ্তাহ আগেওতো তারা ছাত্রদের রাস্তায় দাড়ানোরই সুযোগ দিত না। আর এখন তারা লাপাত্তা। গতকাল ছাত্রদের কেন যেতে হল আনসারদের সরাতে ? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে , উপড়ের লেভেলে সব একই স্বৈরাচারী কর্মকর্তারা রয়ে গেছে যারা দ্বায়িত্ব পালনে চরম অবহেলা প্রকাশ করছে।এদের কি এখনও সরিয়ে দেয়ার সময় হয়নি ?

৫| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৮

জুল ভার্ন বলেছেন: আনসার বাহিনীর অনেক অপ্রাপ্তি আছে- সত্য। তবে অন্যসব বাহিনের মতো এই বাহিনীও গত ১৫ বছরে সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। এদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেয়া হয়েছে। এই বাহিনীর আইনী বিধানেই তিন বছরের চুক্তি এবং স্থায়ী করার বিধান, রাজস্ব খাতে নেওয়ার বিধান নাই। সর্বপরি দেশের এই ক্রান্তিলগ্নে তারা যেভাবে আন্দোলনের নামে সচিবালয় দখল করেছিলো- তাতে এই বাহিনীর বিলুপ্তি করা সময়ের দাবী। যাদের দেশের চরম সংকটে মায়া মমতা নেই তাদের কোন অধিকার থাকারও প্রয়োজন নেই। এই দেশ কতো আর এমন নৈরাজ্য সৃষ্টিকারীদের বেতন ভাতা দিয়ে পুষবে? দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে- তাদের দ্বারা আনসার বাহিনীর শুণ্যতা পুষিয়ে নেয়া যাবে।

২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১

ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে। পুলিশ / আনসার সহ আইনশৃংখলায় নিয়োজিত সকল বাহিনীতেই নিয়োগ বিগত বছরগুলোতে কোন স্বাভাবিক পন্থায় হয়নি । ইউনিফর্মধারীদের বেশিরভাগই স্বৈরাচারের দোসর। এখনই এদের সরানো না হলে সামনে মহাবিপদ অপেক্ষা করছে। সচিবালয়, পুলিশ , প্রসাষন, আনসার এখনই ঢেলে সাজাতে হবে। সকল আওয়ামীপন্থীদের চিহ্নিত করে চাকুরিচ্যূত করা হোক এবং এদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের মুখোমুখি করা হোক।

৬| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৮

নতুন বলেছেন: ভেবে দেখেন যে , লাখ লাখ টাকা ছড়িয়ে এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যহত রয়েছে। পুলিশ কি করছে বলেন? তিন সপ্তাহ আগেওতো তারা ছাত্রদের রাস্তায় দাড়ানোরই সুযোগ দিত না। আর এখন তারা লাপাত্তা। গতকাল ছাত্রদের কেন যেতে হল আনসারদের সরাতে ? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে , উপড়ের লেভেলে সব একই স্বৈরাচারী কর্মকর্তারা রয়ে গেছে যারা দ্বায়িত্ব পালনে চরম অবহেলা প্রকাশ করছে।এদের কি এখনও সরিয়ে দেয়ার সময় হয়নি ?

সকল সেক্টরেই তো আয়ামীকরন হয়েছিলো। তারা এখন টাকা ছড়িয়েই সমস্যা বাড়াতে চেস্টা করবে।

জনগন যদি দেশের ভালো না চায় তাদের ভাগ্য কেউই পরিবর্তন করতে পারবেনা। :|

২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫

ঢাবিয়ান বলেছেন: এখন দরকার একজন জিয়াউর রহমান। যিনি ছিলেন একাধারে কঠোর , নীতিবান এবং চরম দেশপ্রেমিক। কিন্ত দুঃখের বিষয় যে উনার গড়া দলটাকে খালেদা জিয়া ও তারেক রহমান একটা চাঁদাবাজির সিন্ডিকেট দলে পরিনত করেছে। দেশ কিরকম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে অথচ দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপির কোন কার্যক্রম নাই। অন্তর্বরতী সরকার কবে ইলেকশন দিবে , কবে ক্ষমতায় গিয়ে ডাকাতি শুরু করবে এই চিন্তা ছাড়া বিএনপির আর দ্বীতিয় কোণ কার্যক্রম দৃষ্যমান নয়।

৭| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: @ঢাবিয়ান, দুঃখিত! ভুল করে আপনার পোস্ট সংশ্লিষ্ট নয়- সেই মন্তব্যটা আপনার এই পোস্টে করে ফেলেছি। অনুগ্রহ করে ডিলিট করে দিবেন।

২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫০

ঢাবিয়ান বলেছেন: আনসারদের নিয়ে আপনার বক্তব্যতো একেবারে ১০০% সঠিক। থাকুক মন্তব্যটা। আপনাদের মত গুনী ব্লগারদের পোস্ট ও কমেন্টইতো ব্লগের প্রান।

৮| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৭

মেঘনা বলেছেন: কামাল১৮ বলেছেন: বাংলা দেশকে যুদ্ধের উচ্চতায় না নিয়ে যায়।এই আশংকা কিন্তু আছে।আমেরিকা ইন করলে অনেক সমস্যার সৃষ্টি হবে।

কথাতো সত্য। এই ধরেন ইসরায়েল বা আফগানিস্তান, গানোহত্যার মূল দায়িকে ? আমেরিকা। আজকে সাদ্দাম হুসেন শুরু করে ইরান, সিরিয়া, লেবানান, হুতি, রোহিঙ্গা - যেখানে যত হত্যাযজ্ঞ সবার মুলে আমরিকা। যার জন্য দেখবেন বাংলাদেশের সাচ্চা মমিন মুসলমানেরা আমেরিকাকে
চরম শত্রুভাবে। ফলে বাংলাদেশের ছাত্র-জনতা, আমেরিকার টাট্টুঘুরা ইউনিস কে কতদিন সামলায়ে রাখতে পারেন???

৯| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২

জুল ভার্ন বলেছেন: স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া আকন্ঠ নিমজ্জিত দুর্নীতিবাজ এখনও প্রসাশনের সর্বত্র বিরাজমান। লাঠিয়াল বাহিনীর সুতিকাগার হচ্ছে- থানার ওসি, জেলার এসপি, ডি আইজি রেঞ্জ- এদের কাউকে কাউকে বদলী করা হয়েছে সত্য, কিন্তু এদের মানসকিতা বদলায়নি। প্রশাসনের সুতিকাগার হচ্ছে- ইউএনও, এসি ল্যান্ড- তারা সবাই বহাল তবিয়তে আছে। সচিব, কর্পোরেশনের মহাপরিচালক সবাই বহাল তবিয়তে আছে! পিলখানা বিডিআর ম্যাচাকারের মেজর সাহেবরা এখন মেজর জেনারেল হয়ে চাকুরিরত, কেউ কেউ লেঃ জেনারেল হয়েছে। এমনকি জেনারেল হয়ে সেনা প্রধান হয়েছিলেন। সেই তাদের নিয়েই এখন দেশ চলছে! ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখন সক্রিয়। লুটপাটের টাকায় সবাইকে মাঠে নামিয়েছে স্বৈরসরকারের রেখে যাওয়া দোসররেরা।

২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫

ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি বাস্তব অবস্থা তুলে ধরেছেন। স্বৈাচারের দোসরদের সাথে নিয়ে ডঃ ইউনুস কিভাবে সামনে এগুবেন? চারপাশের পরিস্থিতি খুবই বেগতিক ঠেকছে। পুলিশ ও সেনাবাহীনির পরিপুর্ন সাপোর্ট না পেলে , এই সরকার মুখ থুবরে পড়বে যে কোন মুহুর্তে। গতকালের ঘটনাই তার প্রমান।

১০| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: ড: ইউনুস গ্রামীন ব্যাংকের মতন প্রতিস্ঠান সৃস্টি করেছেন। উনি জানেন কিভাবে প্রতিস্ঠানে দুস্টুদের ঠিক রাখতে হয়।

২০ থেকে ১ম গ্রেডের কর্মচারীদের এক সাথে সরিয়ে দিলে দেশের কাজ বন্ধ হয়ে যাবে।

আগে মাথা থেকে কিছু সুবিধাবাদীলীগ ছেটে ফেললেই বাকিগুলি বেড়াল হয়ে যাবে। পরে দূনিতির ফাইলগুলি বের করলেই বেশিরভাগই সাইজ হবে।

তার জন্য ৬মাস থেকে ২ বছর সময় লাগবে।

২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৮

ঢাবিয়ান বলেছেন: নীচের দিকের কর্মচারীরাতো সবসময়েই হুকুমের দাস। তাদের যা অর্ডার দেয়া হয় , তারা তা পালন করতে বাধ্য। সুতরাং সমস্যা এদেরকে নিয়ে নয়। সরাতে হবে মাথাগুলোকে এবং অবিলম্বে। যত দেরী হবে , তত এরা ভেতরে ভেতরে শক্তিশালী হতে থাকবে।

১১| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮

ডার্ক ম্যান বলেছেন: ছাত্রদের মাথা গরম। এখানে ঠান্ডা মাথায় লোক দরকার।
আনসারের হাতে তো অস্ত্র থাকার কথা না। গুলি করলো কারা।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৪

ঢাবিয়ান বলেছেন: আগামী কয়েকদিনের মধ্যে যেভাবেই হোক পুলিশ বাহিনীকে স্বৈরাচারের দোসরমুক্ত করতে হবে। স্বরাস্ট্র উপদেষ্টা যদি সেটা করতে সক্ষম না হয় , তবে পদ তাকে ছাড়তেই হবে।

১২| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭

করুণাধারা বলেছেন: একটা খবর দেখলাম, বাসে করে কয়েকজন আনসার সদস্য গাজীপুর থেকে মহাখালী যাচ্ছেন। একজনের কাছে ভাড়া চাইলে তিনি আরেকজন আনসারকে দেখিয়ে বলে উঠলেন, আমাদের সবার ভাড়া ওনার কাছে। মনে হচ্ছে একজনের কাছে টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাকিদের নিয়ে যেতে।

কথা হচ্ছে, আমাদের এতগুলো গোয়েন্দা সংস্থা পুলিশ আর্মি তাদের কাজ কি!! কেউ জানলো না এমন ভাবে আনসাররা সচিবালয়কে অচল করে দেবে!! ঠিক আছে আগে না জানুক, যখন দেখা গেল রাত দশটা পর্যন্ত সচিবালয় থেকে কেউ বের হতে পারছেন না, তখন বের হবার ব্যবস্থা করতে হলো ছাত্রদেরকেই!! আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছিল তখন, যখন আনসাররা গুলি করছিল,ছাত্রদের পিটিয়ে আহত করছিল?

এরপরেও এই লোককে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে রাখা অনুমতি উচিত নয়। বরং ছাত্রদের কাউকে দিলে এই দায়িত্ব ভালোভাবে পালন করবে।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৮

ঢাবিয়ান বলেছেন: ডক্টর ইউনুস ছাত্ররা ছাড়া আর কারো কাছ থেকেই পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। সব জায়গায় বিচরন করছে স্বৈরাচারের দোসর। চতুর্মুখী ষঢ়যন্ত্রে বিপর্যস্ত দেশ। গোয়েন্দা সংস্থা , পুলিশ, আর্মি নামে মাত্রই কেবল পাশে আছে। এই সব জায়গা থেকে স্বৈারাচারের দোসরদের সরাতে না পারলে , পুরোপুরি বিফলে যাবে ছাত্রদের গনঅভ্যূত্থান ।

১৩| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১

আঁধারের যুবরাজ বলেছেন: হাসিনার ছেলে জয়কে উৎফুল্ল দেখা যাচ্ছে ,আনসারদের আন্দোলন নাকি শান্তিপূর্ণ ছিল ! প্রতিবিপ্লবের সুখস্বপ্নে সে শিহরিত।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১১

ঢাবিয়ান বলেছেন: হা হা হা । ধরা পড়া আনসাররাতো তোতা পাখির মত বলা শুরু করেছে যে, টাকার বিনিময়ে তাদের এখানে আনা হয়েছে :)

১৪| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

জটিল ভাই বলেছেন:
ছাত্রদের দায়িত্ববোধ সত্যিই মন জয়ী।
সেইক্ষেত্রে মুরুব্বীগণের কাজ কি?

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১২

ঢাবিয়ান বলেছেন: মুরুব্বীদের কাজ কেবল চাচা আপন প্রান বাঁচা

১৫| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৬

আদিত্য ০১ বলেছেন: সবযায়গায় আওয়ামীলীগ ভয় পাইলে সমস্যা, ঘুমের মধ্যে স্বপ্নেও হানা দিবে, এই তো জুজু আসছে। আপনাদের কথায় যা দেখা যাচ্ছে বিএনপি, শিবির, খালেদা জিয়া, তারেক ও তথাকথিত ছাত্র নেতারা আওয়ামীলীগ হয়ে গেছে, কারন আপনাদের কথায় আওয়ামীলীগ বার বার নাকি ফিরে আসছে

যাইহোক এইখানে আওয়ামীলীগ কারা একটু যদি বলতেন Click This Link (নিউজটা পড়ে কমেন্ট কইরেন)
সবযায়গায় আওয়ামীলীগ ভয় পাইলে সমস্যা, ঘুমের মধ্যে স্বপ্নেও হানা দিবে, এই তো জুজু আসছে। আপনাদের কথায় যা দেখা যাচ্ছে বিএনপি, শিবির, খালেদা জিয়া, তারেক ও সেই ছাত্র নেতারাও আওয়ামীলীগ হয়ে গেছে মানে আওয়ামীলীগ হয়ে ফিরে আসছে, কারন আপনাদের কথায় আওয়ামীলীগ বার বার নাকি ফিরে আসছে

যাইহোক এইখানে আওয়ামীলীগ কারা? একটু যদি খোলাসা করে বলতেন Click This Link (নিউজটা পড়ে কমেন্ট কইরেন)

১৬| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৮

আদিত্য ০১ বলেছেন: সবযায়গায় আওয়ামীলীগ ভয় পাইলে সমস্যা, ঘুমের মধ্যে স্বপ্নেও হানা দিবে, এই তো জুজু আসছে। আপনাদের কথায় যা দেখা যাচ্ছে বিএনপি, শিবির, খালেদা জিয়া, তারেক ও সেই ছাত্র নেতারাও আওয়ামীলীগ হয়ে গেছে মানে আওয়ামীলীগ হয়ে ফিরে আসছে, কারন আপনাদের কথায় আওয়ামীলীগ বার বার নাকি ফিরে আসছে

যাইহোক এইখানে আওয়ামীলীগ কারা? একটু যদি খোলাসা করে বলতেন Click This Link (নিউজটা পড়ে কমেন্ট কইরেন)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.